সবার উপরে মানুষ সত্য। তাহারে উপরে নাই . .
Above All, Man Is True. There Is No One Above Him . .
 |
Srabon Das Hridoy |
" " 💢. . 💢. . #ইহা_একটি_শিক্ষা_মূলক_পোস্ট। পড়ার
ইচ্ছা থাকলে পড়তে পারেন। কিছুটা হলেও আপনার ভেতরে
পরিবর্তন আসবে . . 💢 . . 💢
.
-- একবার এক ইঁদুর লক্ষ্য
করল যে বাড়িতে ইঁদুর
মারার ফাঁদ পাতা রয়েছে।
সে খুবই ভয় পেল।
ফাঁদটি অকেজো করার জন্য সে
ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য
চাইল। মুরগি ঘটনা শুনে জবাব
দিল- " " ফাঁদটি আমার কোন ক্ষতি
করতে পারবেনা। অতএব আমি এখানে
কোন সাহায্য করতে পারবনা " "
.
. . -- মুরগির কাছ থেকে এই
উত্তর শুনে ইঁদুর খুব
দুঃখিত হল এবং ছাগলের
কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা
শুনে বলল- " " ওই ফাঁদ বড়দের
জন্য নয়। আমি এখানে
তোমাকে কোন সাহায্য করতে
পারবনা " " .
. . -- ইঁদুর ছাগলের কাছ থেকে একই
উত্তর শুনে দুঃখিত হয়ে
গরুর কাছে এলো। সব
কথা শুনে গরু বলল-
" " ইদুরের ফাঁদ আমার মত
বড় প্রাণীর কোন ক্ষতিই করতে
পারবেনা। যা আমার কোন
ক্ষতি করতে পারবেনা- তাতে
আমি সাহায্য করতে পারবনা " " . .
.
-- ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ
হয়ে তার ঘরে ফিরে
এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী
অন্ধকারের ভিতর বুঝতে পারলেন
যে ফাঁদে কিছু একটা ধরা
পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই
উনি হাতে কামড় খেলেন
এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা
পরেছে . .
.
-- তার চিৎকারে কর্তার
ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। চিকিৎসা
শুরু হয়ে গেল। কিন্তু
অবস্থা মোটেই ভালো না। পথ্য
হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন।
সুপের জন্য কর্তা মুরগিকে
জবাই করে দিলেন। অবস্থা
আস্তে আস্তে আরও খারাপ হতে
লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে
আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য
হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের
আপ্যায়ন করার জন্য . .
.
-- আরও
ভালো চিকিৎসার জন্য অনেক টাকার
দরকার হতে লাগলো। অবশেষে
বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময়
বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর
এই সমস্ত কিছু ইঁদুরটি তার
ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ
করল . .
.
-- #সারাংশঃ কেউ বিপদে সাহায্য
চাইলে তাকে সাহায্য করা
উচিৎ, হোক সেই বিপদ
আপনাকে স্পর্শ করুক বা না
করুক। বিপদগ্রস্থকে সাহায্য করা মানুষের নৈতিক
দায়িত্ব। এই কথাটাও প্রযোজ্য
যে, কেউ বিপদে পড়লে
তাকে সাহায্য করুন। কারণ আপনি যখন
বিপদে পড়বেন তখন স্রষ্টার পক্ষ
হয়ে আপনাকে ও অন্য কেউ
সাহায্য করবেন . . 🙏. . ✊. . 🙏
.
.
-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির
ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো।
ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল
ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊
.
.
-- #NoTe. .
English translation of this text written in Bengali language is given below.
Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven,
and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊
.
.
" " 💢. . 💢. .
#This_is_an_educational_post. If you want to read, you can read it. At least
some change will come in you . . 💢 . . 💢
.
-- Once a mouse
noticed that there was a mousetrap in the house. He was very scared. To make
the trap useless, he asked for help from the chicken living in that house.
Hearing the incident, the chicken replied- " " The trap cannot harm
me. Therefore, I cannot help you here " " . .
.
-- Hearing this
answer from the chicken, the mouse was very sad and went to the goat to ask for
help. The goat heard about the trap and said- " " That trap is not
for adults. I cannot help you here " " . .
.
-- Hearing the same
answer from the goat, the mouse felt sad and came to the cow. Hearing all this,
the cow said- " "A mousetrap cannot harm a big animal like me. I
cannot help those who cannot harm me. " " . .
.
-- The mouse finally
returned to its house in despair. At night, the mistress of the house realized
in the darkness that something had been caught in the trap. As soon as she
reached for the trap in the dark, she bit her hand and saw that instead of a
mouse, a snake had been caught in the trap . .
.
-- Her screams woke up the
master. A doctor was quickly called. Treatment began. But the condition was not
good at all. The doctor ordered chicken soup to be given as a diet. The master
slaughtered a chicken for the soup. The condition gradually started getting
worse. Many more relatives started coming from far and wide. The master was
forced to slaughter a goat to entertain them . .
.
-- A lot of money was needed
for better treatment. Finally, the master sold their cow to the slaughterhouse.
Eventually, the mistress of the house recovered. And all this the mouse
observed from his little house. .
.
-- #Summary: If someone asks for help in
trouble, you should help him, whether that trouble touches you or not. It is
the moral duty of a person to help someone in trouble. This also applies to
helping someone in trouble. Because when you are in trouble, someone else will
help you on behalf of the Creator . . 🙏 . . ✊ . . 🙏
.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
" "

. .

. . #ইহা_একটি_শিক্ষা_মূলক_পোস্ট। পড়ার ইচ্ছা থাকলে পড়তে পারেন। কিছুটা হলেও আপনার ভেতরে পরিবর্তন আসবে . .

. .

.
-- একবার এক ইঁদুর লক্ষ্য করল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা রয়েছে। সে খুবই ভয় পেল। ফাঁদটি অকেজো করার জন্য সে ওই বাড়িতে থাকা মুরগির সাহায্য চাইল। মুরগি ঘটনা শুনে জবাব দিল-
" " ফাঁদটি আমার কোন ক্ষতি করতে পারবেনা। অতএব আমি এখানে কোন সাহায্য করতে পারবনা " " . .
.
-- মুরগির কাছ থেকে এই উত্তর শুনে ইঁদুর খুব দুঃখিত হল এবং ছাগলের কাছে গিয়ে সাহায্য চাইল। ছাগল ফাঁদের কথা শুনে বলল-
" " ওই ফাঁদ বড়দের জন্য নয়। আমি এখানে তোমাকে কোন সাহায্য করতে পারবনা " " . .
.
-- ইঁদুর ছাগলের কাছ থেকে একই উত্তর শুনে দুঃখিত হয়ে গরুর কাছে এলো। সব কথা শুনে গরু বলল-
" " ইদুরের ফাঁদ আমার মত বড় প্রাণীর কোন ক্ষতিই করতে পারবেনা। যা আমার কোন ক্ষতি করতে পারবেনা- তাতে আমি সাহায্য করতে পারবনা " " . .
.
-- ইঁদুর শেষ পর্যন্ত নিরাশ হয়ে তার ঘরে ফিরে এলো। রাতের বেলা বাড়ির কর্ত্রী অন্ধকারের ভিতর বুঝতে পারলেন যে ফাঁদে কিছু একটা ধরা পরেছে। অন্ধকারে ফাঁদের কাছে হাত দিতেই উনি হাতে কামড় খেলেন এবং দেখলেন ফাঁদে ইঁদুরের বদলে সাপ ধরা পরেছে . .
.
-- তার চিৎকারে কর্তার ঘুম ভাঙল। তাড়াতাড়ি ডাক্তার ডাকা হল। চিকিৎসা শুরু হয়ে গেল। কিন্তু অবস্থা মোটেই ভালো না। পথ্য হিসেবে ডাক্তার মুরগির সূপ খাওয়াতে বল্লেন। সুপের জন্য কর্তা মুরগিকে জবাই করে দিলেন। অবস্থা আস্তে আস্তে আরও খারাপ হতে লাগলো। দূরদূরান্ত থেকে আরও অনেকে আত্মীয় স্বজন আসতে লাগলো। বাধ্য হয়ে কর্তা ছাগলকে জবাই করলেন তাদের আপ্যায়ন করার জন্য . .
.
-- আরও ভালো চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হতে লাগলো। অবশেষে বাড়ির কর্তা তাদের গরুটিকে কসাইখানায় বিক্রি করে দিল। একসময় বাড়ির কর্ত্রী সুস্থ হয়ে উঠল। আর এই সমস্ত কিছু ইঁদুরটি তার ছোট্ট ঘর থেকে পর্যবেক্ষণ করল . .
.
-- #সারাংশঃ কেউ বিপদে সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিৎ, হোক সেই বিপদ আপনাকে স্পর্শ করুক বা না করুক। বিপদগ্রস্থকে সাহায্য করা মানুষের নৈতিক দায়িত্ব। এই কথাটাও প্রযোজ্য যে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করুন। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন স্রষ্টার পক্ষ হয়ে আপনাকে ও অন্য কেউ সাহায্য করবেন . .

. .

. .

.
.
-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .

..

.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .

. .

.
.
" "

. .

. . #This_is_an_educational_post. If you want to read, you can read it. At least some change will come in you . .

. .

.
-- Once a mouse noticed that there was a mousetrap in the house. He was very scared. To make the trap useless, he asked for help from the chicken living in that house. Hearing the incident, the chicken replied-
" " The trap cannot harm me. Therefore, I cannot help you here " " . .
.
-- Hearing this answer from the chicken, the mouse was very sad and went to the goat to ask for help. The goat heard about the trap and said-
" " That trap is not for adults. I cannot help you here " " . .
.
-- Hearing the same answer from the goat, the mouse felt sad and came to the cow. Hearing all this, the cow said-
" "A mousetrap cannot harm a big animal like me. I cannot help those who cannot
harm me. " " . .
.
-- The mouse finally returned to its house in despair. At night, the mistress of the house realized in the darkness that something had been caught in the trap. As soon as she reached for the trap in the dark, she bit her hand and saw that instead of a mouse, a snake had been caught in the trap . .
.
-- Her screams woke up the master. A doctor was quickly called. Treatment began. But the condition was not good at all. The doctor ordered chicken soup to be given as a diet. The master slaughtered a chicken for the soup. The condition gradually started getting worse. Many more relatives started coming from far and wide. The master was forced to slaughter a goat to entertain them . .
.
-- A lot of money was needed for better treatment. Finally, the master sold their cow to the slaughterhouse. Eventually, the mistress of the house recovered. And all this the mouse observed from his little house. .
.
-- #Summary: If someone asks for help in trouble, you should help him, whether that trouble touches you or not. It is the moral duty of a person to help someone in trouble. This also applies to helping someone in trouble. Because when you are in trouble, someone else will help you on behalf of
the Creator . .

. .

. .

.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
Sent 1m ago
No comments