Header Ads

A Tale of Blue Love: Emotions Within Colors . .

    A Tale of Blue Love: Emotions Within Colors . . 

   নীল ভালোবাসার গল্প: রংয়ের মধ্যে অনুভূতির খেলা . .



Srabon Das Hridoy

★★★★★★ The Man In Blue ★★★★★★

.
.

" " আমি বল্লাম আমার প্রিয় রং নীল। তুমি অমনিই হঠাৎ ক্ষেপে গিয়ে বললে নীল হলো দুঃখের রং, কষ্টের রং, বেদনার রং। আমি বল্লাম নাহ দেখো নীল শান্তির রং, শান্ত পানির রং নীল, নীর্মল আকাশের রং নীল। কেন জানি এই নীল রং টি আমাকে অনাবিল প্রশান্তি দেয়, ডানা মেলে উরতে ইচ্ছে করে নীল আকাশে . .
.

-- তুমি বললে, তোমার প্রিয় রং লাল। তাই লাল গোলাপ তোমার অনেক প্রিয়। কিন্তু তুমি তোমার প্রিয় লাল রঙে মোহিত হয়ে আমার প্রিয় কাঠগোলাপ এর ভালোবাসা দেখলে না, আর এটাও দেখলে না যে কত কষ্ট করে এনেছিলাম তোমার জন্য ১০৮ টি নীল পদ্ম ফুল . .
.

-- আমি তোমাকে বলেছিলাম একবার অন্তত একবার আমার জন্য পরে এসো নীল শাড়ি। এতবার বলতে বলতে একবার তুমি রাজিও হয়েছিলে যে, আসবে নীল শাড়ি পরে আর বিশ্বাসে আমি মাটি থেকে শত খানেক বকুল ফুল কুড়িয়ে একটা মালা গেঁথে রেখেছিলাম তোমার জন্য। যা আমি তোমার খোপায় পড়িয়ে দিতে চেয়েছিলাম . .
.

-- ওমা এই কি হলো . . তুমি তো আসলে ঠিকিই। কিন্তু কই আমাকে দেওয়া কথা নীল শাড়ি তো তুমি পরে আসলে না। তুমি আসলে একটা লাল টুক টুকে শাড়ি পরে। আমার হাত থেকে অচমকাই পড়ে গেলো সেই বকুল ফুলে গাথা মালাটা। কি জানি কি হলো তোমায় লাল শাড়িতে দেখে আমার মাথার উপর যেনো নীল আসমান ভেঙে পড়লো . .
.

-- আমি তোমাকে জিজ্ঞেস করলাম নীল না পড়ে লাল কেনো . . ? . . তখন তুমি আমাকে মনে করিয়ে দিলে তোমার প্রিয় রং লাল এর কথা। জানিনা তখন কিছুক্ষণের জন্য কোন নীল বেদোনা গ্রাস করলো আমাকে . .
.

-- কি আর করার ভালোবাসার কাছে কি আর পছন্দ - অপছন্দ বলে কিছু থাকে। প্রকৃত ভালোবাসার কাছে নাকি প্রিয়তমার সকল কিছুই নিজের মধ্যে ধারন করতে হয়। তা না হলে নাকি প্রেয়সীর মন জয় করা যায় না। হুম আমিও একই দলের অন্তর্ভুক্ত হলাম . .
.

-- লাল জামা কিংবা লাল পাঞ্জাবি পরে যখন বের হতাম তোমার সাথে মনে হতো তোমার লাল আর আমার লাল এক অলৌকিক রুপ ধারন করেছে কিন্তু আমার পরিহিত লাল রংটা কেমন যেনো টুকটুকে আগুনের শিখার মতো মনে হতো আর মনে হতো নীল কষ্টের রং হলেও অন্তত প্রশান্তি পাওয়া যেতো কিন্তু লাল রং যে আমাকেই তীব্রতার সাথে জ্বালাচ্ছে। কিন্তু কষ্ট যতই হোক অন্তত তোমার প্রিয় রং পরে আছি এটাতেই নির্মল শান্তি খুজেঁ বেড়াই . .
.

-- আমি তোমাকে লাল টুকটুকে এই শাড়িতেই দেখতে চেয়েছিলাম আমাদের বিয়েতে। সেইখানে তোমার প্রিয় লাল রং এর সবই থাাকবে। যেই সিঁদুর তোমার সিঁথিতে গুজে দিতাম ওটাও তো লাল রং এর থাকতো বলো তাই না . .
.

-- কিন্তু হঠাৎ কি কালবৈশাখী ঝড় এলো, সব এলোমেলো করে উরিয়ে নিয়ে গেলো। তুমিও হারিয়ে গেলে কোথায় যেনো। আমার সকল স্বপ্ন চুরমার করে ভেঙে গেলো একটি বঝ্রপাতে। নিধারুন ঝড় এই লাল আর নীল কে দুইদিকে করে দিলো . .
.

-- কিন্তু বিশ্বাস করো, তোমার প্রিয় লাল রঙকে আপন করতে থাকলেও, আমি তোমার চোখের মধ্যে দেখতাম, আকাশের চেয়েও নীল চোখ তোমার, আর তোমার নীল চোখ দুটি যেনো, নীল সাগরের চেয়েও গভীর . .
.

-- কিন্তু দিন এর ঝড় সব এলোমেলো করে দিলো সব। আমি ভাবতাম একটি কালো মেঘ কখনো পুরো একটা নীল আকাশকে কালো করে দিতে পারে না। কিন্তু কই ভুল তো আমিই ছিলাম। সকল লাল - নীল কালো করে দিয়ে তো আজ কালোর জয় হলো . .
.

-- নীল গগণের নিচে, নীল জলে ভাসি, অন্তরটা নীল হয়েছে, মুখে নীলাভ হাসি। সকল রঙ হারিয়ে গেছে নীল হয়েছে আপন, অন্ধকারে চোখ মুদিলে, দেখি নীল স্বপন। স্বপ্নে দেখা নীল কুঠুরির, দাড়গুলো সব নীল আমায় দেখে সুখের রঙে, আটকে রাখে খিঁল . .
.

-- চারিদিকে রঙের ছটা, আমার মাথায় দুঃখের জটা সুখের নদে চলে ভাটা, বুকে বিঁধেছে বিষের কাঁটা। কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত, পিঞ্জর হয়েছে নীল, সুখ বিহনে দুঃখ অনলে, পুরছি তিল তিল। সকল রঙ ঝলসে গেছে, গাঢ় হয়েছে নীল, বুকের ভিতর নীল জোয়ারে, ক্ষয়ে যাচ্ছে দিল, ক্ষত হৃদে নীল কালিতে আঁকি সুখের ছবি, সুখ যেন মরিচিকা, করনা সুখের দাবি . .
.

-- তাই সুখ ছিন্ন আমি আপনাকে এটাই বলতে চাই যে, কাঠগোলা এর সাদার মায়ায় বকুল ফুলের শুভ্র ঘ্রাণে আকাশের এবং সমুদ্রের নীল রং নিয়ে আমি এখনো বেচে আছি। কিন্তু আজও বলবো এটাই যে, নীল হোক কষ্ট কিংবা দুঃখের রং, তবুও সেই আগের মতই নীল রং কে আমি তীব্র ভালোবাসি তাই নীল রঙের পাঞ্জাবি কেই আজ আশার প্রতীক ভেবে গায়ে জরিয়ে আছি . .

.
.
-- Note: . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 .. 🙂
.
.
-- Note: . . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 🙂
.
.

★★★★★★ The Man In Blue ★★★★★★
.
.

" " I would say my favorite color is blue. You suddenly got angry and said that blue is the color of sadness, the color of suffering, the color of pain. I said no look blue is the color of peace, the color of calm water is blue, the color of clear sky is blue. I know why this blue color gives me instant peace, I want to spread my wings and fly in the blue sky . .
.
-- You said, your favorite color is red. So red rose is your favorite. But you are enamored with your favorite red color and don't see the love of my beloved rose, and don't see how hard I have brought 108 blue lotus flowers for you . .
.
-- I told you once to wear blue saree for me at least once. After telling you so many times, you even agreed to come wearing a blue saree and with that belief, I picked hundreds of flowers from the ground and made a garland for you. Which I wanted to put on your head . .
.
-- Oma, what happened . . ? . . You are indeed right. But you don't wear the blue saree you promised me. You are actually wearing a red tuk tuk sari. Suddenly, the flower garland fell from my hand. I don't know what happened when I saw you in that red saree, it was as if the blue sky collapsed on my head . .
.
-- I asked you why it is red and not blue . . ? . . Then you reminded me about your favorite color red. I don't know for a while what blue bird swallowed me . .
.
-- There are likes and dislikes next to the love of doing things. True love has to contain everything of the beloved. If not, the lover's heart cannot be won. Hmm I also belong to the same group . .
.
-- When I used to go out with you in a red dress or a red Punjabi, it seemed like your red and my red took on a miraculous form, but how the red color I wore looked like a little flame of fire and it seemed that although blue is the color of trouble, at least you can find peace. Red is the color that burns me with intensity. But no matter how hard it is, at least I'm wearing your favorite color, I'm looking for pure peace . .
.
-- I wanted to see you in this red tuktuk saree at our wedding. There will be all your favorite red color. The vermilion that I used to put on your sinthi would have been of red color, wouldn't it . . ? . .
.
-- But suddenly the storm of Kalbaisakhi came, and took everything away. Where do you go if you are lost? All my dreams were shattered by a thunderstorm. Nidharun storm made this red and blue on two sides . .
.
-- But believe me, even if you love your red color, I could see in your eyes, your eyes are bluer than the sky, and those two blue eyes of yours are deeper than the blue sea . .
.
-- But the storm of that day messed everything up. I used to think that a dark cloud could never darken an entire blue sky. But I was the one who was wrong. By turning all the red and blue into black, today black has won . .
.
-- Under the blue sky, floating in blue water, the heart is blue, the smile on the face is blue. All color is gone. You are blue, open your eyes in the dark, I see a blue dream. Dreaming of a blue ax, the beards are all blue. Seeing me in the color of happiness, keeps the arch . .
.
-- Colors all around, sadness in my head The river of happiness is ebbing, the thorn of poison has pierced the chest. Wounded by the thorn, the skeleton is blue, happiness becomes sadness, the mole is mole. All the colors are burnt, the dark blue, the blue tide inside the chest, fading away, the wound in the heart blue ink. Draw a picture of happiness, happiness is like a pepper, don't demand happiness . .
.
-- So happy, I want to tell you that I am still alive with the white magic of Kathgolap, the white scent of the flowers, the blue color of the sky and the sea. But even today I will say that, whether blue is the color of pain or sorrow, I still love the color blue as before, so I am wearing a blue Punja bi shirt as a symbol of hope . .
.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.