Header Ads

Do You Know . . ?

তুমি কি জানো . . ?

Do You Know . . ?





Srabon Das Hridoy





" " তুমি বেবাক কিছু বুঝো, ক্যান চুল ঝইরা যায়, শীত আসলে ক্যান ঠোঁট ফাটে, তুমি কেবল বুঝো না আমার কী অসুখ করেছে। বৃষ্টি, ঝড় তুফান কিচ্ছু নাই, ডাক্তার বেটার থার্মোমিটারে জ্বরও ধরা পড়ে নাই, অথচ! অথচ আমি কেরাম থরথর কইরা কাঁপতাছি। ঠান্ডা লাগে নাই একচিমটিও কিন্তু গলা বইয়া গ্যাছে . .

.
-- তুমি জানো কয় চামচ চিনিতে কফি গাঢ় হয়, কদ্দুর গরম চা এর তাপ সইবার পারে তোমার ঠোঁট, সব' জানো! জানো না শুধু কোন অনলে পুইড়া যাইতাছে আমার মনের দেবালয় . .
.
-- তুমি জানো? বুকের বিত্তে আমার কেমন জানি হা-হুতাশ লাগে। ঘুমের মইধ্যেও আমি কেরাম হাউমাউ কইরা কাইন্ধা উঠি। রাত বিরাতে আমি কেমন ভয়ে গুটিসুটি মাইরা লুকাইবার একটা বুক খুঁজি, জানো তুমি? কিচ্ছু জানো না, কিচ্ছু না . .
.
-- একদিন কইছিলা, যদি কোনো ভাঙনের স্রোতে ভাইসা যাইতে লই, সেই সময় তুমি আমার পাশে থাকবা, আমার হাত খানারে শক্ত কইরা ধইরা রাখবা। অতচ দ্যাহো, অহন যদি আইজ রাইতে মইরাও পইড়া থাকি, কেউ ট্যার' পাইবো না . . তুমিও না ! . .
.
-- দুনিয়ার মানুষ কেমন জানি পাষাণ হইয়্যা গ্যাছে, চোখের সামনে ধড়ফড়াইয়া একটা মানুষ গোপন লুকাইয়া মইরা যায় আরেকটা মাইনষের অভাবে, যার লাইগ্যা মরে তার কিচ্ছু যায় আসে না। সব কেমন ফিকে, সাদা-কাল সিনেমার লাহান আন্ধাইর . .
.
-- কি বিশাল এই দুনিয়া, বিশাল দুনিয়ার মইধ্যে শতো শতো মানুষ, অথচ মানুষ মাথা গোঁজার ঠাঁই খোঁজে। চোখ ভর্তি জল লইয়া জানলার কপাট খুইলা ভারি বুকে কেমন কইরা সুর তুলে, আমার একলা লাগে ভারি . .
.
-- তোমারও কি একা লাগে নিজেরে . . ?  . . তুমিও কি আমার মতো মাথা গোঁজার ঠাঁই খোঁজো . . ? . .
.
-- আমার বুকের মইধ্যে কি যে তীব্র যন্ত্রণা তা কেবল আমার চোখ জানে, তুমি জানো না। কেমন চাপা কষ্টে আমার জায়নামাজ ভিঁজা যায় তা আমার মাবুদ জানে, তুমি জানো না। এক-একটা রাইত আমার কেমন বিবৎসা ভাবে পার হয়, তা কেবল আমার কান্না ভেঁজা বালিশের সুঁতা জানে তুমি জানো না . .
.
-- আমার তোমারে জানাইতে মন চায়, বুঝাইবার মন চায়, এই মইরা মইরা বাঁইচা থাকা শরীরের জবান বন্ধি দিবার মন চায়। বেবাক কিছু শুইনা তুমি কি আমারে একটু কইবার পারো পরাণ . . ? . . কইবার পারো . . ? . . ক্যান আমাগো শুধু মানুষ হারাইয়া যায় . . ? . . 😞

.

.


-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊

.

.

 -- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊 

.

.


" " You understand nonsense, why does my hair fall out, why does my lips crack when it's cold, you just don't understand what's wrong with me. There's no rain, no storm, no fever on the doctor's thermometer, yet! Yet I'm shivering and shaking. I don't feel cold at all, but my throat is running . .

.

-- You know how many spoons of sugar make coffee thicker, your lips can withstand the heat of a cup of hot tea, you know everything! You just don't know where the temple of my mind is burning . .

.

-- You know? How I feel like laughing and screaming in my chest. Even in the middle of my sleep, I wake up with a loud bang. How I look for a chest in the middle of the night to hide my little things, do you know? You don't know anything, nothing . .

.

-- One day you said, if I were to be swept away by a torrent of destruction, you would be by my side, holding my hand tightly. So, look, even if I were to die in the middle of the ocean, no one would find me. . Not even you! . .

.

-- How the people of the world have turned to stone, a person dies in front of our eyes, hiding in secret, for lack of another person, for whom he dies, nothing matters. How everything fades, the darkness of a black-and-white movie . .

.

-- How vast this world is, hundreds of people in the midst of this vast world, yet people are looking for a place to rest their heads. With tears in their eyes, they open the window panes, how they sing in their heavy chests, I feel heavy alone . .

.

-- Do you also feel alone . . ? . . Do you also look for a place to rest your head like me . . ? . .

.

-- Only my eyes know the intense pain in my heart, you don't know. My God knows how my prayer is soaked with the pain of being buried, you don't know. Only the thread of my pillow soaked with tears knows how I pass each night in a strange way, you don't know . .

.

-- I want to tell you, I want to explain, I want to put a stop to the speech of this dead, dead, living body. Don't listen to anything stupid. Can you tell me a little, Paran . . ? . . Can you tell me . . ? . . Why do only people get lost in me . . ? . . 😔

.

.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®


No comments

Powered by Blogger.