" " মাঝে
মাঝে খুব গল্প লিখতে
ইচ্ছে করে। সুন্দর ছোট্ট
একটা গল্প। শব্দের পর শব্দে ফুটে
উঠবে সুন্দর একটা কাহিনী . .
. -- আমি সুতীক্ষ্ণ ভাবে
লিখব কিভাবে বাবা। সন্তানকে ঘাড়ে করে হেটে
বেড়ান। আমার লেখার লাইনে
লাইনে ফুটে উঠবে তার
মুখের হাসি আর তার
সন্তানের খুশির রেখা . . . -- লিখব কিভাবে মা
সদ্যোজাত সন্তানের দিকে চেয়ে সব
কষ্ট ভুলে যান, তার
হাসিমাখা মুখে গড়ানো অশ্রুর
মত সাবলীল হবে আমার ভাষা
. . . -- আমি লিখব, লিখব
কিভাবে লাজুক লতা নম্রসম্র মেয়েটা
একটা অগোছালো ছেলের প্রেমে পড়ে যায়, কিভাবে
নাকে মোটা চশমা লাগানো
আতেল ধরনের ছেলেটার টানে চোখে মোটা
করে কাজল লাগানো চুল
ছড়ানো মেয়েটা ছুটে আসে . . . -- লিখব কিভাবে দুরুদুরু
বুকে ঘোমটা মাথায় নাকে মুক্তোর মত
ঘাম নিয়ে সাত পাঁক
ঘুরে ফেলে ভীরু মেয়েটি।
বাবা হতে পারার আনন্দে
পাগলামী করে কেজি কেজি
মিষ্টি কিনে ফেলা যুবকের
গল্পও লিখতে ইচ্ছে করে . . . -- ক্ষেতে কাজ করা লাংগল
টানা বাবার সন্তানের প্রফেসর হয়ে ওঠার গল্প
শোনাতে ইচ্ছে করে, ক্যান্সার নিয়ে
বিছানায় শুয়ে শুয়ে পড়ে
পরীক্ষা দেয়া মেয়েটার মনোবল,
শক্ত কলমে লিখে ফেলতে
ইচ্ছে করে . . . -- বিশ্বাস ভেংগে চলে যাওয়া মেয়েটাকে
ভুলে আবার নতুন জীবন
শুরু করা ছেলেটাকে খাতার
পাতায় অক্ষরে অক্ষরে ফোটাতে ইচ্ছে করে। ভালোবাসায় আঘাত
পেয়ে আমার প্রিয় বন্ধুর
হাত কেঁটে ফেলার গল্পও আমার কলম চিরে
বের হতে চায় . . . -- আমি চাই আমার
গল্পে সবাই ভালো হোক।
অন্যরকম ভালো। সবার বুকে মায়া
থাকুক, হৃদয়ে ভালোবাসা থাকুক। মমতা ভরা অশ্রু
থাকুক,নির্ভরতার হাসি থাকুক . . . -- গল্প সাজানো শেষ।
রুপ দেবার পালা মাত্র। আমি
তবুও লিখতে পারিনা। আপন স্বার্থপরের বিশ্বাসঘাতকতায়
আমি আমার লেখা গুলো
হারিয়ে ফেলি। আমার স্বপ্ন গুলো
কেমন যেন মুছে যায়
. . . -- কারন আমি বাস্তবে
প্রতক্ষ্য করি পাশের মানুষটার
হৃদয় চিরে রক্ত বের
হচ্ছে, সে কষ্টে আছে,ব্যাপারটা কেউ বুঝে না।কেমন
করে সেটা কারো হৃদয়ে
স্পর্শ করবে না, তার
উত্তর ও মিলাতে পারি
না . . . -- কেন . . ? . . কেন ওরা এমন
. . ? . . এ প্রশ্নের উত্তর খুজতে খুজতে দিন গড়িয়ে রাত
চলে আসে, আবার রাত
ভোর হয়ে নতুন দিনের
সূচনা হয়। কিন্তু আমার
গল্প আর লিখা হয়ে
ওঠে না . . 😔 . .
-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির
ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো।
ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল
ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊
. .
-- #NoTe. .
English translation of this text written in Bengali language is given below.
Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven,
and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊
No comments