. -- আমার প্রিয় রঙ কালো। হ্যা, কালো। কালো আধারের রঙ, কালো রাতের রঙ। আধার আমি অনেক পছন্দ করি। আধার আছে বলেই আলোর অস্তিত্ব এত বিস্ময়কর মনে হয়, এত ভাল লাগে। আধার না থাকলে আলোর উপস্থিতি অর্থহীন, আলোর উপস্থিতি বুঝতে হলে প্রথমে আধার কে বুঝতে হবে। তেমনি রাত আছে বলেই দিনের এত গৌরব, এত সৌন্দর্য্য! . . . -- কথা হচ্ছিল যদিও কালো রঙ নিয়ে। কালো শোকের রঙ, কালো মৃত্যুর রঙ। শোক আছে বলেই কিন্তু তা কাটিয়ে ওঠার প্রেরণা আছে, মৃত্যু আছে বলেই জীবন আমাদের কাছে এত উপভোগ্য, এত আরাধ্য . . . -- কালো নিরাশার রঙ, কালো ব্যর্থতার রঙ। নিরাশাই আশায় বুক বাধতে শেখায়, ব্যর্থতা সফল হবার অনুপ্রেরণা দেয়। কালো গভীর কষ্টের অনুভুতির রঙ। যে কষ্ট শক্তি যোগায় ঘুরে দাড়াবার। কালো স্বপ্নভঙ্গের রঙ। যে স্বপ্ন ভেঙ্গে যায়, তা কী আর ফিরে আসে? আসুক বা নাই আসুক, আমরা তবুও আশা ছাড়ি না . . . -- কালো ছায়ার রঙ। যে ছায়া আমাদের অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, সর্বদা আমাদের সাথে থাকে, মৃত্যুর আগে কখনো এক মূহুর্তের জন্যও ছেড়ে যেতে পারে না। যে ছায়া থেকে আলাদা হওয়ার মানে জীবন কে দুই অংশে ভাগ করে ফেলা . . . -- প্রেয়সীর মেঘ রঙ চুল আমার কাছে পরম আরাধ্য। কোন স্বর্ণকেশী নীলনয়না দেবী আমার প্রেয়সীর আসনে আসীন নয়, সেখানে কেবল কালোকেশী এক অস্থির অপ্সরীর নিয়ত পদচারণা . . . -- কালো আমার কাছে প্রেরণার রঙ, উপলব্ধির রঙ। তাই আমার প্রিয় রঙ, কালো! . . . -- #Note . . বাংলা
ভাষায় লিখা এই লেখাটির
ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো।
ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল
ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . .
. -- #NoTe. . English translation of this text written in
Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all
errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with
a beautiful eye . .
. . " " The Man In Black . . . -- My favorite color is black. Yes, black. Black base color, black night color. I like Aadhaar a lot. The existence of light seems so wonderful, feels so good, because it has Aadhaar. If there is no Aadhaar, the presence of light is meaningless, to understand the presence of light, one must first understand Aadhaar. So much glory of the day, so much beauty because there is night! . . . -- was talking about the color black though. Black is the color of mourning, black is the color of death. Because there is grief but there is motivation to overcome it, because there is death, life is so enjoyable, so adorable to us. . . -- Black is the color of despair, black is the color of failure. Despair teaches hope, failure inspires success. Black is the color of deep suffering. Suffering gives strength to turn around. Black is the color of broken dreams. The dream that breaks, what comes back? Come or not, we still do not give up hope. . . -- Black shadow color. The shadow that is an integral part of our existence, always with us, can never leave even for a moment before death. To separate from that shadow means to divide life into two parts. . . -- Beloved's cloud-colored hair is absolutely adorable to me. No blond blue-eyed goddess sits in my lover's seat, there is only the restless tread of a dark-haired apsari. . . -- Black to me is the color of inspiration, the color of perception. So my favorite color, black! . . . .
No comments