Build Yourself: Let Go of Arrogance, Embrace Humility . .
Build Yourself: Let Go of Arrogance, Embrace Humility . .
নিজেকে গড়ে তুলুন: অহংকার ছেড়ে, নম্রতার পথে . .
" " আমি
কখনো
কারো উপকার ভুলিনা,
কখনোই
না! ছোট হোক কিংবা বড় হোক। যত্ন করে মনের মধ্যে রেখে দেই। কৃতজ্ঞ চিত্তে মনে রেখে দেই .
.
.
-- আপনি
হয়তো
আজ
অনেক
ধনী,
শিল্পপতি,
অনেক
অনেক
টাকা।
তাই
বলে
মানুষকে
অবহেলা
করবেন
এটা
কি
ঠিক
বলুন।
এটা
অন্তত
ভুলে
যাবেন
না
যে,
" " স্রষ্টা
দিয়েও
পরিক্ষা
করে
আবার
নিয়েও
পরিক্ষা
করে
তো
আপনি
স্রষ্টার
কোন
পরিক্ষায়
উর্ত্তিণ
হবেন
এটা
উনিই
ভালো
জানেন
" " . .
.
-- ভাই
আপনার
কিসের
এতো
অহংকার।
আপনি
জন্মের
সময়
কিছু
নিয়েও
আসেন
নাই
আর
যখন
স্রষ্টা
নিয়ে
যাবেন
তখনও
তো
কিছু
নিয়ে
যেতে
পারবেন
না।
ভাই
আপনার
এই
অহংকার
একদিন
মিশে
যাবে
মাটিতে,
দেহ
হয়ে
যাবে
ছাই,
আজ
যে
রাজা,
কাল
সে
ফকির
কারন
পুরো
খেলাটাই
যে
ভাই
ঘড়ির
. .
.
-- আপনি
যাকে
দিয়ে
একটু
উপরে
উঠতে
পারলেন
আজ
কিছু
সামান্য
টাকার
অহংকারে
তাকেই
ভুলে
গেলেন।
ভাই
এটা
জানেন
তো
যে
গাছ
তার
শেকরের
সাথে
সম্পর্ক
ছিন্ন
করে
সেই
গাছ
বেশিদিন
টিকে
না।
আর
একটা
কথা
ভেবে
দেখবেন
যে
কাউকে
আঘাত
করার
পূর্বে
নিজে
আঘাত
পেলে
কেমন
লাগে
এটা
একটু
ভাইবেন।
ভাই
জীবনে
কাউকে
কাঁদিয়ে
নিজে
কখনোই
ভালো
থাকা
যায়
না
ভাই
. .
.
-- নিজের
অতীত
কে
কখনোই
ভুলে
যাবেন
না।
কারন
এই
অতীতের
স্মৃতি
মনে
করেই
আপনি
একদিন
হাসবেন
আবার
ভাই
এই
অতীতের
স্মৃতি
মনে
করেই
আপনি
কাঁদবেন।
তাই
অতীতের
প্রতি
চীর
কৃতজ্ঞ
থাকুন।
যেই
শিক্ষা
অতীত
আপনাকে
দিয়েছে
তা
মনে
রাখুন।
কিন্তু
যদি
এই
অতীত
আপনি
আপনার
বর্তমান
বিলাসিতার
কারনে
ভুলে
জান
তাহলে
ভাই
এই
কাল
চক্রের
দুই
মিনিট
সময়
লাগবে
না
আপনাকে
আপনার
পুরোনো
অতীতের
ময়লার
ডাস্টবিনে
ছুরে
ফেলতে . .
.
-- আজ
যে
দুঃখে
আছে
বলে
তার
সঙ্গ
ছেড়ে
দিচ্ছেন
তাকে
অবহেলা
করছেন
আপনার
কি
মনে
হয়
না
যে,
তার
সুদিন
আবার
ও
আসবে।
ভাই
সুখ
আর
দুঃখ
একে
অপরের
পরশ
পাথর।
দুঃখ
যাবে
সুখ
আসবে
আবার
সুখ
যাবে
দুঃখ
আসবে
এটাই
তো
এই
প্রকৃতির
নিয়ম
. .
.
-- আপনি
আজ
আপনার
কিছু
টাকার
মোহে
শুধু
উজ্জ্বল
জলন্ত
তাড়া
খুজেঁ
যাচ্ছেন
হঠাৎ
একদিন
ঘুম
থেকে
উঠে
দেখবেন
আপনি
আপনার
জীবনের
চাঁদ
টাকেই
হারিয়ে
ফেলেছেন।
আজ
টাকার
জোর,
শরীরের
জোরে
আপনি
অনেক
কিছু
কিন্তু
একদিন
দেখবেন
সময়
আর
প্রকৃতির
একত্র
বিচারে
আপনি
হেরে
গেছেন
. .
.
-- তাই
সময়
থাকতেই
নম্রতা
শিখুন।
যে
আপনার
জন্য
এক
রক্তি
হলেও
কিছু
করেছে
তার
অবমাননা
নয়
তাকে
বিনম্রতার
সাথে
শ্রদ্ধা
- স্নেহ
করুন।
যদি
কেউ
আপনাকে
অপমান
করে
তওন
তার
উপর
রেগে
না
গিয়ে
এটা
ভাবুন
যে,
এটা
স্রষ্টার
পক্ষ
থেকে
আপনার
উপহার
কারন
সে
আপনাকে
নম্রতা
শেখাচ্ছেন
. .
.
-- আমরা
ভাবি
যে
ধুর
পাইছি
আর
পাবো
তাই
যত
তাড়াতাড়ি
সম্ভব
নিজের
আখের
গুছিয়ে
নেই।
কিন্তু
আমরা
এই
চিন্তাটা
একবার
ও
করি
না
যে
আখের
গোছাতে
গোছাতে
কখন
যে
আখেরাতের
সময়ে
পৌছে
যাবো
আর
স্রষ্টার
নিকট
কি
উত্তর
দিব
. .
.
-- ভাই
সকলের
দুঃখ
টাই
তার
নিজ
নিজ
ব্যাক্তিগত।
কারো
পোরা
ঘাঁ
এর
কষ্ট
এটা
অন্য
কেউই
অনুভব
করতে
পারবে
না।
অতএব
ঘাঁ
টা
যার
কষ্টটা
শুধুমাত্র
সেই
উপলব্ধি
করতে
পারবে।
এখন
আপনার
পোরা
ঘাঁ
এর
জন্য
আপনি
অন্যের
মাথায়
বাড়ি
দিয়ে
বিদেশে
ডাক্তার
দেখাতে
যাবেন
তখন
প্রতিফলন
টা
তো
এমনও
হতে
পারে
যে,
আপনি
অল্প
পোড়া
ঘাঁটি
এর
জন্য
অন্যের
মাথায়
বাড়ি
দিয়ে
যেই
টাকা
দিয়ে
প্লেনে
করে
বিদেশে
যাচ্ছেন,
সেই
প্লেন
ই
ক্রাশ
হয়ে
পরে
আপনিই
চলে
গেলেন
না
ফেরার
দেশে
একটু
ভাবুন
ভাই
. .
.
-- তো
যতযাই
হোক
না
কেন,
নিজের
ভালোর
জন্য
অন্যের
ক্ষতি
কখনোই
করা
যাবে
না।
আর
কিছু
সময়ের
জন্য
কপালে
সুখ
লেখা
না
থাকলে
আপনি
যতই
পাথুরে
কপাল
ঠুকুন
না
কেনো,
এতে
কপাল
যথেষ্ট
ফোল্লেও,
ভাগ্য
ফোলে
না।
অতএব
অপেক্ষা
করুন
কারন
সবকিছু
উপযুক্ত
সময়
অনুযায়ী
ই
আপনার
নিকট
চলে
আসবে,
আপনি
শুধু
ধৈর্য
ধরুন
ভাই
. .
.
-- ভাই
এই
জীবন
নামক
নাট্যমঞ্চের
অভিনেতা
কেবল
মাত্র
আপনিই।
আপনার
নাটক
হোক
হাসির
কিংবা
কষ্টের
একটা
কথা
মনে
রাখবেন
যেই
পর্যন্ত
নাটক
শেষ
না
হবে
স্টেজ
ছাড়া
যাবে
না,
কোন
ভাবেই
হাল
ছেড়ে
দিয়ে
হার
মানা
যাবে
না
. .
.
-- জীবন
যতই
কষ্টে
কাটান
না
কেনো
সেটা
কাউকে
বুঝতে
দেওয়া
যাবে
না।
আপনার
যদি
কাদার
ইচ্ছে
হয়
নিজের
ঘরের
দুয়ার
বন্ধ
করে
যত
ইচ্ছা
কাঁদুন
কিন্তু
ঘরের
দরঝাটা
খোলার
সময়
মুখে
হাসি
রাখুন।
কারন
এই
দুনিয়া
অনেত
নিষ্ঠুর
রে
ভাই।
তাই
কেউ
যদি
আপনার
কান্না
দেখে
ভেবে
নেয়
আপনি
ভেঙে
পরেছেন
তো
সে
আপনাকে
আরো
ভেঙে
দিয়ে
যাবে
ভাই
. .
.
-- ভাই
আপনার
পাশে
দাঁড়িয়ে
ভরসা
দেওয়ার
লোক
নেই।
সামনে
দাঁড়িয়ে
পথ
দেখানোর
লোক
নেই।
কিন্তু
পেছনে
দাঁড়িয়ে
সমালোচনা
করার
অনেক
লোক
আছে।
কারন
ভাই
আপনি
কতটা
কষ্টে
আছেন
তা
কেউ
দেখতে
আসবে
না।
কিন্তু
প্রান
খুলে
হেসে
দেখুন,
সেই
হাসিকে
হিংসে
করার
লোকের
অভাব
হবে
না
. .
.
-- তাই
ভাই
যতটুকু
পাড়ুন
মানুষকে
ভালোবাসা
দিন।
সেবা
করুন।
এই
দুনিয়ায়
আপনার
যতটুকু
দেওয়ার
দিয়ে
যান,
কিন্তু
সাবধান,
বিনিময়ে
কোন
প্রকার
আশা
রাখবেন
না।
তাহলে
দুঃখ
ছাড়া
আর
কিছুই
পাবেন
না।
তাই
যাই
করুন
সবই
নিঃস্বার্থভাবে
করুন
. .
.
-- এখন
এটার
কারনে
আপনাকে
কে
কি
ভাবলো
তা
নিয়েও
কোন
তর্কে
জরাবেন
না।
কারন
আপনি
যতই
ভালো
হন
না
কেনো,
মানুষ
আপনাকে
বিচার
করবে
কেবল
তাদের
আপনাকে
কতটুকু
প্রয়োজন
সেই
চিন্তাধারণা
দ্বারা
. .
.
-- একটা
কথা
সবসময়ই
মনে
রাখবেন
যে,
আপনার
জীবনের
ভুল
মানুষ
গুলাই
আপনাকে
সঠিক
শিক্ষা
দিয়ে
যাবে।
আর
এই
কারনে
কখনোই
আশাহত
হবেন
না
কারন
আপনি
যখন
মনে
করবেন
সবকিছু
শেষ
হয়ে
গেছে
তখনই
দেখবেন
ঈশ্বর
আপনার
জন্য
অলৌকিক
কিছু
চমৎকার
পাঠিয়ে
দিয়েছেন
. . So Always Remember That Never Lose Hope . .
.
-- ভাই
জীবনে
সফল
হতে
পারেন
আর
না
পারেন
অন্তত
নিজ
কর্ম
দ্বারা
এটা
ভেবে
দেখবেন
যে
আপনি
নিজে
কতটুকু
প্রশান্তি
তে
আছেন।
কারন
আপনার
সফলতা
যাচাই
করবে
অন্যরা
আর
আপনার
প্রশান্তি
যাচাই
করবে
আপনার
নিজের
আত্মা
আর
নিজের
অন্তর
. .
.
-- তো
এই
প্রশান্ত
চিত্তেই
এগিয়ে
যান
না
ভাই।
আপনার
জন্য
পথ
যদি
না
থাকে
তাহলে
নিজের
পথ
নিজেই
তৈরি
করুন।
আপনার
চলার
পথে
হয়তো
সাক্ষাৎ
অনেকের
সাথেই
হবে
হ্যাঁ
তাদের
ও
বিশ্বাস
করুন
কিন্তু
সাবধান
বিশ্বাস
টা
আর
অন্ধ
ভাবে
করবেন
না।
কারন
ভাই
আমরা
তো
মাঝে
মাঝে
ডান
- বাম
আর
পূর্ব
- পশ্চিম
চিনতেই
ভুল
করি
আর
মানুষ
চেনা
তো
বলতে
গেলে
এখন
এক
প্রকারের
বিলাসিতা
. .
-- ভাই
আপনার
হয়তো
অনেক
আত্মীয়স্বজন,
রক্তের
সম্পর্ক,
আত্মার
বন্ধু
অনেকেই
থাকতে
পারে
কিন্তু
দিন
শেষে
সবই
মিথ্যা
ছাড়া
আর
কিছু
না।
তাই
আপনি
নিজে
কি
আর
কেমন
এটাই
হচ্ছে
দেখার
বিষয়।
তাই
কারো
আশায়
না
থেকে
নিজেকে
গড়ে
তুলুন
আর
বনের
রাজা
সিংহের
মত
চুপ
থাকুন।
কারন
দেখেন
না
সিংহ
চুপ
চাপ
থাকলেও
সবাই
তাকে
ভয়
করে,
আর
রাস্তার
নেড়ি
কুকুর
গুলো
তো
সারাদিন
ঘেউ
ঘেউ
করে
কিন্তু
সবাই
তাদের
দিনশেষে
ঘৃনাই
করে
. .
.
.
-- Note : .
. বাংলা
ভাষায়
লিখা
এই
লেখাটির
ইংরেজী
অনুবাদ
নিচে
দেওয়া
হলো।
ভুল
- ত্রুটি
থাকতে
পারে।
তাই
সকল
ভুল
ত্রুটি
ক্ষমা
মার্ঝনা
কামনা
করে,
লিখাটি
ক্ষমা
সুন্দর
দৃষ্টিতে
দেখার
অনুরোধ
রইলো
. .
.
.
-- Note : .
. English translation of this text written in Bengali language is given below.
Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven,
and the writing is requested to be seen with a beautiful eye . .
.
.
" " I never forget anyone's favors never! Be it Smile or Big.
Keep it in mind. I remember with Gratitude . .
.
-- You may be very rich today, an industrialist, a lot of money. So tell me
it's okay to neglect people. At least don't forget that, " " If you
are tested by God and tested by him, he knows best that you will pass the test
of God " " . .
.
-- Brother, why are you so proud? You didn't bring anything at birth and you
can't take anything when you are taken by the Creator. Brother, this pride of
yours will one day melt into the ground, the body will turn into ashes, today
the king, tomorrow he is a fakir because the whole game is that of the watch
brother . .
.
-- Whom you were able to climb a little higher, today you forgot him with the
pride of some small amount of money. Brother, you know that a tree that breaks
its relationship with its Shaker does not last long. Another thing to think
about is how it feels to be hurt yourself before you hurt someone. Bro, you can
never be good by making someone cry in life . .
.
-- Never forget your past. Because one day you will smile by remembering this
past memory and brother you will cry by remembering this past memory. So always
be grateful for the past. Remember what the past has taught you. But if you
forget this past because of your present luxury, brother, it will not take two
minutes of this Kal Chakra to throw you into the dustbin of your old past . .
.
-- You are neglecting the one who is sad today, leaving his company, don't you
think that his good day will come again. Brother, happiness and sadness are
next to each other. Sadness will go and happiness will come and happiness will
come and sadness will come. This is the law of nature . .
.
-- Today you are only looking for bright and shiny chase in your lust for some
money, suddenly one day you will wake up and find that you have lost the moon
of your life. Today, you can do many things with the strength of money and
body, but one day you will see that you have lost in the combined judgment of
time and nature . .
.
-- So learn humility while you still have time. Respect humbly, not insult him
who has done even one rakti for you. If someone insults you instead of getting
angry at him, think that it is your gift from God because he is teaching you
humility . .
.
-- We think that we have received and will get more, so we are not packing our
own sugarcane as soon as possible. But we do not think even once that when we
will reach the time of the hereafter and what answer we will give to the Lord .
.
.
-- Brothers, everyone's sorrow is their own personal. No one else can feel the
pain of someone's heart. Therefore the base can only perceive its suffering.
Now, you will go to see a doctor abroad with your house on someone else's head,
then the reflection may be that you are going abroad on a plane with the money
you give your house on someone else's head for a small burned base, and then
the plane will crash and you will leave. Think about the land of no return,
brother . .
.
-- So be that as it may, one can never harm another for one's own good. And if
happiness is not written on the forehead for some time, no matter how hard you
hit the forehead, even if the forehead swells enough, luck will not swell. So
wait because everything will come to you in due time, just be patient brother .
.
.
-- Brother, you are the only actor in the theater called Jeevan. Be it your
play of laughter or suffering, remember one thing that you will not leave the
stage until the play is over, you cannot give up and accept defeat in any way .
.
.
-- No matter how hard you spend your life, no one can understand it. Close the
door of your room if you want and cry as much as you want but keep a smile on
your face when you open the door. Because this world is very cruel brother. So
if someone sees your tears and thinks you are broken, he will break you even
more, brother . .
.
-- Brother, there is no one to trust by your side. There is no one standing in
front to show the way. But there are many people standing back and criticizing.
Because brother no one will come to see how much you are suffering. But open
your heart and smile, there will be no shortage of people to envy that smile .
.
.
-- So brother, give people as much love as you can. serve Give as much as you
can to this world, but be careful not to expect anything in return. Then you
will get nothing but sorrow. So whatever you do, do it selflessly . .
.
-- Now, because of this, don't get into an argument about who thought what.
Because no matter how good you are, people will only judge you by how much they
need you . .
.
-- Always remember that the wrong people in your life will teach you right. And
for this reason, never despair because when you think everything is over, you
will see that God has sent something wonderful for you . . So Always Remember
That Never Lose Hope . .
.
-- Brother may or may not be successful in life, at least by your actions you
will think how much you are at peace. Because others will verify your success
and your peace will be verified by your own soul and heart . .
.
-- So don't proceed with this peaceful mind, brother. If there is no path for
you, make your own path. You may meet many people on your way. Yes, believe
them too, but be careful not to believe blindly. Because brother, sometimes we
make a mistake in recognizing right-left and east-west, and knowing people is
now a kind of luxury . .
.
-- Brother, you may have many relatives, blood relations, soul friends, but at
the end of the day, they are nothing but lies. So it's up to you to see what
happens. So build yourself up without depending on anyone and stay silent like
the lion king of the forest. Because you don't see that even if the lion is
quiet, everyone is afraid of him, and the street dogs bark all day long,
everyone hates them at the end of the day . .
.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
No comments