Header Ads

Dreams Shackled by Rules: The Unyielding Reality of Society . .

Dreams Shackled by Rules: The Unyielding Reality of Society . . 

নিয়মের খাঁচায় বাঁধা স্বপ্ন: সমাজের অনড় বাস্তবতা . .



Srabon Das Hridoy



★★★★★★ The Man In Black ★★★★★★

.
.

" " দৃষ্টি আকর্ষন করছিঃ আমার এই লিখাটি লিখেছিলাম আজ থেকে বছর আগে জুলাই মাসের তারিখ ২০১৫ সালে। আজই হঠাৎ ফেসবুক মেমোরিতে চলে আসলো। তো ভাবলাম বছর আগের এই লেখাটা যেই কারনে লিখছিলাম তো আজ বছর পরও আমাদের সমাজ একরকম আছে। তাই ভাবলাম লিখাটা আবার রিপোস্ট করি। আমি কমেন্ট বক্সে আমার বছর পূর্বের এই লেখাটি যেটা আজ হঠাৎ ফেসবুক নোটিফিকেশন মেমোরিতে আসলো তার স্কিনস্টট দিয়ে দিলাম . .
.
.

-- Attracting Attention : I wrote this article 9 years ago on July 8, 2015. Today suddenly Facebook came to memory. So I thought that the reason why I was writing this article 9 years ago, our society is still the same after 9 years. So I thought to repost the writing again. I gave a screenshot of my 9 years old article in the comment box which suddenly came to the Facebook notification memory today . .
.
.

" " যে মেয়েটার স্বপ্ন ছিল ভার্সিটির প্রোফেসর হবার। সে মতো নিজেকে প্রস্তুত করেছে সে। ফট করে ভালো পাত্র হাজির।তিন কবুলে অথবা সাত পাঁকে ঘুরে অন্য শহরে চলে যাওয়া সেই মেয়ে আজকাল সকাল বিকাল বৃদ্ধ শ্বশুরের লুঙ্গী বিছানার চাদর ধুতে ব্যস্ত।শ্বশুর আব্বার বয়স হয়েছে। বাসা থেকে কড়া নির্দেশ শ্বশুর বাড়ির মন

জয় করো। হায়ার স্টাডি পরে হবে। মেয়ে হয়ে জন্মেছো , আগে সংসার সামলাও . .
.

-- মেয়ে সংসার সামলায়, সকাল দুপুর রাতের রান্নাঘর সামলায়, দেয়ালের ঝুল মাকড়সা খাটের চিপার ময়লা বাথরুমের টাইলস পরিষ্কার করবার দায়িত্ব সামলায়। ভালোবেসে সংসার সামলানো ভালো, এইটা উচিৎ কিন্তু সেইসাথে একটি মানুষের সারাজীবনের স্বপ্ন হারিয়ে যাওয়াও কি উচিৎ . . ?
.
-- যে ছেলেটার গিটার বাজিয়ে আর্মি স্টেডিয়ামের কনসার্ট কাঁপানোর কথা ছিল সে এখন ব্যাংকে ট্রেইনি হিসেবে কামলা দিচ্ছে। গিটার বাজিয়ে কয় টাকা, বাবাজি . . ?
.

-- নিয়মিত ক্ষেপ পাওয়াও প্রবলেম। বাসা থেকে " মা ১০০ টাকা দাও " বলে আর বেশী দিন চলা যায় না। পাশের বাড়ির মহসিন সাহেবের ছেলে চাকুরীতে ঢুকে গেল তুমি কি করো . . ?
.

-- লাগাও খোঁজ। ধরে বেঁধে একটা ব্যাংকে ঢুকে পড়া হল। সারাদিন বড় স্যারদের মর্জি মাফিক চলতে চলতে ছেলেটির কম্পিউটার টেবিলের পাশে অযত্নে ফেলে রাখা গিটারে ধুলো জমেছে। ছয় তারে পড়েছে মরিচা। এক সেট তার কেনা প্রয়োজন। সময় কোথায় ? সামনেই এম বি এ টা সেরে ফেলতে হবে, না হলে চাকুরী নড়বড়ে। প্রতিযোগিতার মার্কেটে
প্রফেশনাল না হতে পারলে যে কোন সময়
কিক আউট . .
.
-- গল্প নয়, বাস্তবতা। মেয়েটি আপনি বা আপনার পাশের কেউ, ছেলেটিও পরিচিত। ওরা বেঁচে আছে , তবে তাদের ভিতরটা হয়তো . . . থাক, বলে কি হবে। এইভাবেই চলতে হয়। নিয়ম ভাঙ্গার নিয়ম আজও এই সমাজে গড়ে উঠেনি যে . .
.
.

-- Note: . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .
.
.
-- Note: . . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .
.
.

" " The girl's dream was to become a university professor. He prepared himself like that. A good man suddenly appeared. That girl who went to another city in three or seven days is busy washing the old father-in-law's lungi bed sheets these days. Father-in-law is old. Strict instructions from home is the mind of the father-in-law's house conquer Higher studies will follow. You are born as a girl, take care of the family first . .
.
-- The girl takes care of the family, takes care of the kitchen in the morning, noon and night, takes care of cleaning the cobwebs hanging on the wall, the dirty bathroom tiles. It is good to manage the family with love, this should be, but also the dream of a person's life should be lost . . ?
.
-- The boy who was supposed to rock Army Stadium concerts with his guitar is now working as a bank trainee. How much for playing the guitar, Babaji . . ?
.
-- Regular tantrums are also a problem. " Mom, give me 100 taka " can't go away from home for a long time. Mohsin Saheb's son from next door entered the job. What do you do . . ?
.
-- Search. He was arrested and entered a bank. The boy's guitar left carelessly by the side of the computer table has accumulated dust all day. Six wires are rusted. One set needs to be purchased. where is the time MBA must be completed first, otherwise the job is in jeopardy. In a competitive market Any time if you can't be professional Kick out . .
.
-- Not a story, but a fact. The girl is you or someone close to you, the boy is also known. They are alive, but maybe inside them . . . Stay, say what will happen. This is how it should go. The rule of breaking the rules has not been developed in this society . .
.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.