Trust, Resilience, and Self-Reliance: Life Lessons for a Stronger You . .
Trust, Resilience, and Self-Reliance: Life Lessons for a Stronger You . .
বিশ্বাস, সহনশীলতা এবং আত্মনির্ভরশীলতা: একটি শক্তিশালী জীবনের পাঠ . .
![]() |
Srabon Das Hridoy |
" " কোন একজন বললো যে, " " তোমার জন্য যে জীবন দিতেও প্রস্তুত তার কাছেও তোমার কোন গোপন কথা বলো না " " . .
.
-- আর মানুষকে বিশ্বাস করা উচিত কিন্তু অন্ধভাবে নয়। কাউকে আপনি সরল মনে বিস্বাসের সহীত সকল কষ্টের কথা খুলে বলবেন, সেই এক সময় আপনাকে চোখে আঙুল দিয়ে আপনার অপারগতা দেখিয়ে দিবে কিন্তু আপনি যে পরিস্থিতির কারনে চুপ আছেন সে এটা বুঝবে না। তার দুই কলমের শিক্ষা দিয়া আপনাকে হেয় পতিপন্য করে ছারবে . .
.
-- ভাই দুনিয়াতে অনেকেই কাছে আসে, হাত ধরে। কিন্তু আপনার প্রতিকূল পরিস্থিতি কিংবা আপনার মানষিক স্থিতিশীলতা না বুঝেই সে আপনার হাত ছেড়ে দিতে দ্বিতীয় বার চিন্তা করবে না . .
.
-- আপনাকে বিখ্যাত কিংবা সফল হতেই হবে এর কোন মানে নেই। আপনি কতটুকু প্রশান্ত চিত্তে নিজের জীবন অতিবাহিত করছেন দিনশেষে আপনার দেখার বিষয় এটাই যে আপনি নিজে কতটা সেটিসফাইড . .
.
-- আর যে চলে যাওয়ার তাকে হাজার বার দড়ি দিয়ে বেধে রাখলেও থাকবেনা। আপনি ভালো কিন্তু কারো কাছে আপনি একটু সস্তা হয়ে গেছেন, তো তাকে একদম ভালো করি বিরিয়ানি রেধে দিলেও বলবে যে, বিরিয়ানি তে আলু দেন নাই কেন . .
.
-- তাই নিজের জীবন, নীজের মেধা দিয়ে একাই যুদ্ধ করে যান। সফলতা আসবেই ইনশাআল্লাহ। এই সময়ের গতি কারো জন্য থেমে থাকে না, তাই আপনার ও কারো জন্য থেমে যাওয়ার কোন মানেই হয় না . .
.
-- জীবন আপনার, যুদ্ধ টাও আপনার। তো জীবনের তরি একাই বাইতে হবে এই চিন্তা নিয়েই আগাতে থাকুন। আপনার দুঃখ, কষ্ট আপনার ভিতরেই লুকিয়ে রাখুন। সবসময় লাইল লাইটে আসতে হবে এমন টা নয়। অলওয়েজ ফ্রন্ট লাইন না, পেছন থেকেও জয়ের মালা গলায় ধারন করা যায় . .
.
-- আমরা মনে করি হেরে গেলেই বুঝি সব শেষ হয়ে গেলো। কিন্তু এটা একবারও চিন্তা করি না যে, সেই হেরে যাওয়া থেকে আমরা নতুন করে কি শিখলাম। আর ভাই জীবনটা গোলাপ দিয়ে সাজানো বিছানার মত হয়। এই জীবনে গোলাপ পেতে হলে আপনাকে গোলাপের কাটার আঘাত তো সৌয্য করতেই হবে . .
.
-- আমরা চাই সকলকে খুশি করতে, সকলকে ভালো রাখতে কিন্তু এটা একদমই অসম্ভব। মানুষ আপনার সাফল্য দেখলে হিংসে করবেই। ঐ যে বল্লাম না ভালো করে বিরিয়ানি রেঁধে দিলেও বলবে যে, বিরিয়ানি তে আলু দেন নাই কেন। ভাই মানুষ এর স্বভাব ই খুত খুজেঁ খুঁজে বের করা। তো আপনি কখনোই সকলকে ভালো রাখতে পারবেন না . .
.
-- ভাই আপনার মা-বাবা ছাড়া দুনিয়া তে কেও স্বার্থ ছাড়া কাছে আসবে না। কারন পুরো দুনিয়াটাই চলছে Give And Take এই থিওরিটার ওপর। তাই আপনি আপনার মত করে আপনার কাছের মানুষদের জন্য করে জান। পিছনে কে কি বলছে তার হিসাব রাখুন, সময় মতো হালখাতা খুলে হিসাব মিটিয়ে
দেওয়া যাবে . .
.
-- এখন কে আপনার জীবনে থাকলো আর থাকলো না এত কিছু ভাবার সময় নাই। স্বর্ন কেও যেমন খাটি হতে হতে তীব্র উত্তপ্ত আগুনে পুরতে হয় ঠিক তেমনি আপনিও আপনার জীবন কে গুছানোর জন্য কাঠ - খর দিয়ে পুরিয়ে ধারালো করে নিন। যেন কেও আপনার দিকে দ্বীতিয় বার আঙুল তোলার আগে, তরবারির মতো আপনার ধারালো দেহ টা দেখতে পায় . .
.
-- জীবনে দুঃখ কষ্ট আসবেই। কিন্তু ভুলেও মানুষকে বুঝতে দেওয়া যাবে না। তাহলে তাড়া আপনাকে আরো ভেঙে দিয়ে যাবে। যত কান্না করতে হয় একা দরঝা বন্ধ করে চিৎকার করে কাঁদুন। কিন্তু সাবধান দরঝা খোলার সময় হাসি মুখেই খুলবেন। কারন কেউ যেন আপনার দুর্বলতা বুঝতে না পারে . .
.
-- একটা কথা মনে রাখবেন দুঃখের পরেই সুখ আসবে। তাই যতটা পারুন ধৈর্য ধরে রাখুন। কোন ভাবেই হাল ছেড়ে দিলে চলবে না। এই জীবন নামের নাট্য মঞ্চের অভিনেতা আপনি। আপনার নাটক হোক কষ্টের কিংবা হোক হাসির। নাটক শেষ হওয়ার আগ পর্যন্ত স্টেজ ছাড়া যাবে না। সুখের জয় মালা আপনার জন্য আসবেই বিশ্বাস করুন আসবেই। আপনি শুধু অভিনেতা হয়ে সংগ্রাম করে যান। বিশ্বাস করুন আপনার এই অশান্ত পৃথিবী একদিন অবশ্যই শান্ত। হবে আপনি শুধু হাসি মুখে একটু ধৈর্য ধারন করুন . .
.
-- নিজেকে শুকনো কাঠ নয় যাকে সহজে পোড়ানো যায় তা না ভেবে নিজেকে লোহার মত শক্ত ধাতুতে পরিনত করুন। কারন লোহা যতই পোরানো হোক না কেন তা কাঠ এর মতো ছাই হয় না তা আরো ধারালো কোন বস্তুতে রুপান্তরিত হয় . .
.
-- তাই নিজের মন ও মেধা কে কাজে লাগান দেখবেন এটাই আপনার নিজের শক্তিতে পরিনত হবে। নিজের বলই হচ্ছে বড় বল। যে অন্যের বলে নিজেকে শক্তিশালী মনে করে তারা এটা ভুলে যায় যে সময় তাদের চেয়ে আরো বেশি শক্তিশালী। তাড়া এক সময় কাল চক্র এবং প্রকৃতির বিচারে নিঃশেষ হয়ে যায় . .
.
-- তাই নিজেই নিজের শক্তি হয়ে উঠুন আর Never Ever Give Up বলে দুনিয়া কে আপনার তেজ দীপ্ত আলো দেখিয়ে দিয়ে স্রষ্টা কে একটা সালাম জানিয়ে বলুন আপনার সকল ভুল, হেরে যাওয়া কে যদি উনি শক্তিতে রুপান্তরিত না করতো তাহলে আপনি আজ এই তেজ দীপ্ত আলো হতে পারতেন না . .
.
-- কারন সবাই যখন আপনার প্রতিকূল পরিস্থিতি আর মানুষিক বিকারগ্রস্ততার জন্য আপনাকে ছেড়ে দিয়েছিলো তখন স্রষ্টাই আপনাকে ধৈর্য আর বল শক্তি দিয়েই আপনার হাত ধরে রেখেছিলেন। তাই সবসময়ই নিজের স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকুন . .
.
.
-- #Note . . বাংলা
ভাষায় লিখা এই লেখাটির
ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো।
ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল
ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .
.
.
-- #NoTe. . English translation of this text written in
Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all
errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with
a beautiful eye . .
.
.
" " Someone said that, " " Do not tell any of your secrets
even to the one who is ready to give his life for you " " . .
.
-- And people should be trusted but not blindly. If you tell someone about all
the hardships with a simple mind, that time will show you your incompetence but
the situation due to which you are silent will not understand it. He will
humiliate you by teaching his two pens . .
.
-- Brother, many people come to the world, holding hands. But without
understanding your adverse situation or your mental stability, he will not
think twice to let go of your hand . .
.
-- It doesn't mean you have to be famous or successful. At the end of the day,
what you should see is how satisfied you are with yourself . .
.
-- And the one who leaves will not stay even if he is tied with a rope a
thousand times. You are good but you have become a little cheap to someone, so
even if you give him a very good biryani, he will say why you didn't put
potatoes in the biryani . .
.
-- So fight alone with your own life, your own talent. Success will come
inshallah. The pace of time doesn't stop for anyone, so it doesn't make any
sense for you to stop for anyone . .
.
-- Life is yours, war is yours too. So keep moving forward with the thought
that you have to walk the path of life alone. Hide your sorrow, pain inside
you. It is not always necessary to come to Lyle Light. Always not the front
line, the victory can be worn from the back . .
.
-- We think it's all over when we lose. But never think about what we learned
from that loss. And brother, life is like a bed decorated with roses. To get
roses in this life, you have to heal the wounds of cutting roses . .
.
-- We want to make everyone happy, to keep everyone well but it is absolutely
impossible. People will envy your success. Even if you cook biryani well, she
will say why you didn't put potatoes in biryani. Brother is to find out the
nature of man. So you can never keep everyone good . .
.
-- Brother, except your parents, no one in the world will come near without
interest. Because the whole world is running on Give And Take theory.
So you know for the people close to you as you do. Keep track of what is being
said behind the scenes, open accounts on time and settle accounts can be given
. .
.
-- Now there is no time to think about who is in your life and who is not. Just
as gold has to be sharpened in a very hot fire, so you sharpen your life with
wood - chaff. As if anyone can see your body as sharp as a sword, before anyone
can raise a second finger at you . .
.
-- There will be sorrow in life. But people cannot be made to understand even
if they forget. Then the rush will break you even more. Close the door alone
and cry as much as you can. But be careful to open the door with a smile.
Because no one should understand your weakness . .
.
-- Remember one thing, happiness will come after sorrow. So be patient as much
as you can. Do not give up in any way. You are the actor of the theater called
this life. May your play be of pain or of laughter. The stage will not be left
until the end of the play. Joy garland of happiness will come for you believe
it will come. You just struggle to be an actor. Believe that this turbulent
world of yours will surely be calm one day You just have to be patient with a
smile . .
.
-- Don't think of yourself as a dry wood that can easily be burned, but
transform yourself into a metal as hard as iron. Because no matter how hard
iron is, it doesn't turn to ashes like wood, it turns into something sharper .
.
.
-- So use your mind and intellect and you will see that it will turn into your
own power. Your own ball is the big ball. Those who think they are stronger
than others forget that time is stronger than them. The chase is eventually
exhausted by the cycle of time and nature . .
.
-- So become your own strength Never Ever Give Up Show
your bright light to the world Say hello to the creator Say all your mistakes,
If he didn't convert the losers into strength then you wouldn't be this bright
light today . .
.
-- Because when everyone gave up on you because of your adverse circumstances
and human depravity, the Creator held you by the hand with patience and
strength. So always be grateful to your Lord . .
.
.
-- Because when everyone gave up on you because of your adverse circumstances
and human depravity, the Creator held you by the hand with patience and
strength. So always be grateful to your Lord . .
.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
No comments