Header Ads

Lessons of Life: Reflections on Time, Relationships, and Self-Worth . .

Lessons of Life: Reflections on Time, Relationships, and Self-Worth . . 

                জীবনের পাঠ: সময়, সম্পর্ক এবং আত্মবিশ্বাসের গল্প . .



Srabon Das Hridoy

" " সময় খারাপ হলে সবদিক থেকে আঘাত আসতে শুরু করে। যাই হোক সবকিছু নীরবে দেখে যাওয়াটা ধৈর্যের পরীক্ষা। আর কিছু মানুষের দেখানোর রূপ আমার রুহু কাঁপিয়ে দিয়েছে . .

.
-- আমরা ভাবি যে, একটা মানুষ আমাদের থেকে এত দূরে চলে গেল সেটা নিয়ে আমরা খুব মন খারাপ করে ফেলি। কিন্তু আমাদের মহান প্রতিপালক বলেন যে, তারা আপনাকে ছেড়ে যায়নি, আমি তাদের সরিয়ে দিয়েছি কারণ আপনি আরও ভালোর যোগ্য . .
.

-- আমাদের অতীত অপরিবর্তনীয়, ভবিষ্যত অনিশ্চিত, কিন্তু বর্তমান যেখানে আমাদের পছন্দ করার এবং আমাদের স্বপ্নের দিকে কাজ করার ক্ষমতা আছে। এখানেই আমরা পদক্ষেপ নিতে পারি এবং আমাদের জীবনকে আমরা যেভাবে কল্পনা করি সেভাবে গঠন করতে পারি . .
.

-- আপনার অতীত বা ভবিষ্যতের দিকে খুব বেশি মনোযোগী হবেন না, উভয়ই আপনার নিয়ন্ত্রণে নেই। কিন্তু আপনার বর্তমান আপনার নিয়ন্ত্রণে, এখানে আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে পারেন. এখানেই আপনি যেকোনো স্বপ্ন দেখতে পারেন . .
.

-- আমাদের বেশিরভাগ মানুষের কাছে মনে হয় যে, স্বপ্ন যখন আকাশ সমান; বাস্তবতা তখন কাপজের বিমান। কিন্তু পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। তাই জীবনে কাউকে কষ্ট দিও না। কারণ আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী . .
.

-- তাই শরীর আর সম্পত্তি নিয়ে কখনও গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দারিদ্রতা কাউকে বলে আসে না . .
.

-- কারণ আমাদের মহান প্রতিপালক বলেছেন এই যে, তোমাদের নিকট শাস্তি আসার পূর্বে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখী হও এবং তাঁর নিকট আত্মসমর্পণ কর। শাস্তি এসে পড়লে তোমাদেরকে সাহায্য করা হবে না . .
.

-- বলতে পারবেন কার কাছে অসম্ভব কার্যও সম্ভব . . ?
যে মানুষ নিজের দুঃখ কে সাহসের সাথে জয় করে তার কাছে অসম্ভব কার্যও সম্ভব . .
.

-- কিন্তু একটা জিনিস মনে রাখবেন কোন কিছু পেতে স্রষ্টা যখন আপনাকে অপেক্ষা করাবেন, তখন ধরে নিবেন আপনি স্রষ্টার নিকট যা চেয়েছেন এর চেয়ে ভালো কিছু পেতে যাচ্ছেন . .
.

-- একটা জিনিস কখনো খেয়াল করে দেখেছেন কি নদী কখনো উল্টে যায় না। নদী তার নিজস্ব বহমান চলমান গতির মতো একই রাস্তায় চলে। তাই নদীর মতো বাঁচার চেষ্টা করুন। আপনার অতীত ভুলে যান এবং আপনার ভবিষ্যতের দিকে মনোনিবেশ করুন। সবসময় ইতিবাচক হতে চেষ্টা করুন এবং নেতিবাচক দিকগুলো জীবন থেকে সরিয়ে ফেলুন . .
.

-- সবসময় এই কথাটা মনে রেখো যখন তোমার খারাপ সময় ছিল তখন যেসব দরজা থেকে তুমি ফিরে এসেছো অসহায় অবস্থায়, সেসব দরজার ঠিকানা ভুলো না কখনও। ভবিষ্যতে কোনও অচেনা রাস্তায় ফের পথ হারালে অসুবিধা নেই। কিন্তু তোমার চিনে রাখা উচিত কোন কোন রাস্তায় আর কোনওদিন পা বাড়াবে না . .
.

-- একটু বোকা সেজে থাকার চেষ্টা করুন। ততক্ষন বোকা সেজে থাকুন, যতক্ষন না তারা আপনার সামনে এসে বোকামী করছে। যা আছে তার থেকে কম দেখান, যা জানেন তার থেকে কম বলুন। তাদেরকে আপনাকে বোকা ভাবতে দিন। শুধু সময় মত বুঝিয়ে দিবেন আসল বোকা কে . .
.

-- একটা জিনিস যেটা আমাদের সকল মানুষেরই আয়ত্তে থাকা উচিত সেটা হচ্ছে আমাদের মুখ থেকে বের হওয়া কথা। কারণ কথা শুনতে হয় মন দিয়ে। বলতে হয় ভেবে চিন্তে। আর ব্যবহার করতে হয় উন্নতমানের শব্দ, বাক্য আর তার ভাষা সৃষ্টি করতে হয় আগে। আর সেটা বলার পরিবেশ খুব ভাবনা চিন্তা করে ঠিক করতে হয়। আর অনেক কিছুই বলতে হয় না সবাইকে তার সবকিছু মাঝে মাঝে নিজের মধ্যে রেখে দিতে হয় . .
.

-- শব্দের পরিবর্তন হয়না পরিবর্তন হয় বাক্যের, মানুষের পরিবর্তন হয়না পরিবর্তন হয় আচার ব্যবহারের . .
.

-- আপনি কখনই বুঝতে পারবেন না যে আপনি কারও ক্ষতি করেছেন যতক্ষণ না একই জিনিস আপনার সাথে করা হয়। সেজন্যই আমি এখানে এসেছি। আর আমি কি জানেন আমিও হচ্ছি আপনার সেই কর্ম যার ফল আপনি পাচ্ছেন অন্য আরেকজনের সাথে করার কারণে সেই একই কাজ . .
.

-- কি ভাবছেন . . ? . . মানুষের উপকার করলে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়া কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। কিন্তু তারপরও আমরা অন্যদের ভালো রাখতে গিয়ে, নিজেদের ভালো লাগাগুলোকে বিসর্জন দেই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায় . .
.

-- এখন মানুষ নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোখা চাপিয়ে দেয় তাদের সাথে তকে কখনোই জেতা যায়না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে। অহংকারী, মিথ্যাবাদী, স্বার্থপর, অসভ্য, গোয়ার বা ভন্ড মূর্খ লোকের সাথে তর্ক করবেন না। এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে নিয়ে যাবে . .
.

-- ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে, তাকে তার ভাষার জবাব বুঝিয়ে দেবেন, দেখবেন সে সবকিছু সুন্দরভাবে বুঝে গেছে . .
.

-- কথায় আছে নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষতবিক্ষত হতে থাকবেন . .
.

-- সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত, এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা . .
.

-- আপনি কেমন সেটা আপনার কাছের মানুষরা খুব ভালো করেই জানে এখন আপনাকে যে চেনে না সে মানুষটার সামনে আপনি ওই রকমই হবেন আপনার অপর দিকের মানুষটা যেরকম হবে ঠিক সেরকম . .
.

-- আমরা এখন সকলেই মানুষকে ভয় পাই বেশি, কারণ, মানুষ দুই রূপে থাকে, এক রূপ মুখে আরেক রূপ মুখোশে। বর্তমানে মানুষ এতো সুন্দর করে মিথ্যা গুছিয়ে বলে! কোনটা সত্যি আর কোনটা মিথ্যা বুঝা বড়োই দায়। আমরা উত্তর আর দক্ষিণ চিনতে' তো ভুল করি, আর মানুষ চিনা তো বিলাসিতা . .
.

-- মানুষ খুব অদ্ভুত তাই না? কেউ ছেড়ে যায়, আর কেউ অপেক্ষা করে কাটিয়ে দেয় গোটা একটা জীবন, কাউকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায়। না পাওয়া মানুষকে নতুনত্ব দেয়, শক্ত করে বাঁচতে শেখায়। যা পেলাম না, তা থাকুক দূরে কোথাও সুখে। সব আলো তাড়াতে পারে না অন্ধকার। আমার মনে হয় এই যে অনেক রাত পর্যন্ত তারাই জেগে থাকে, যারা জীবনের সাথে নিজের হিসাবটা আজও মেলাতে পারেনি . .
.

-- আমি নিজেও এটা সব সময় চিন্তা করি যে, যে তোমায় ভালোবাসবে! শতাব্দী ফুরিয়ে গেলেও সে কখনো তোমার প্রতি মুগ্ধতা হারাবে না . .
.

-- আমি সবসময় চাইতাম, আমার মানুষটা অন্য সবার মতো খাঁচায় বন্দি না থাকুক। সে তার মতো করে উড়ুক। দিনশেষে আমার কাছেই ফিরে আসুক। কিন্তু আমার জানা ছিলো না পাখি আকাশ চিনলে খাঁচা ভুলে যায় . .
.

-- প্রিয় জিনিস বেশি দিন থাকেনা। হয় বদলে যায় নয়তো হারিয়ে যায় আর নয়তো অন্য কারো হয়ে যায়।
চেহারা দেখে ভালোবাসলে কবেই ভুলে যেতাম। মায়ায় পড়ে ভালোবেসে ছিলাম তাই হয়তো ভুলতে পারছি না। এখানে ব্যক্তিগতভাবে আমি একটা কথাই বলতে পারি যে, আবেগ যদি শেখায় অভিযোগ করতে তাহলে অভিজ্ঞতা শেখায় চুপ থাকতে . .
.

-- কারণ পুরুষ গভীর, পুরুষ সুন্দর। পুরুষ সুন্দর তার ঘামে, তার রক্তে, তার বৌদ্রে পোড়া তামাটে রঙে। পুরুষ সুন্দর কেননা সে খুব দামি এক অন্তরকে নিজের ভেতর লালন করে। অরণ্যের চেয়েও গম্ভীর, সাগরের চেয়েও সুগভীর, আকাশগঙ্গার চেয়েও সুবিশাল। পুরুষের সংজ্ঞা দেয়া আদৌ কি সম্ভব . . ?
.

-- নারীদের খুশি করতে আইসক্রিম, ফুচকা, চটপটি চকলেট, শাড়ি, চুড়ি, ফুল কতকিছুই দিতে হয়! অথচ পুরুষ দেখুন কত সহজ সরল। ভালোবাসার মানুষটিকে দেখলেই খুশি হয়ে যায় . .
.

-- যখন কেউ বুঝতে পারবে তুমি তার জন্য পাগল তখন সে তোমাকে অবহেলা শুরু করবে এটাই বাস্তব। আমি ভালো বেসেছিলাম- তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে! আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে! আমি সম্মান এবং ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করিলে . .
.

-- আমার কাছে সবসময় মনে হয় যে ভালোবাসার মধ্যে আমরা যখন পড়ে যাই তখন অপরদিকের মানুষটাকে আমরা অন্ধ বিশ্বাস করতে শুরু করে দেই আর সেই অন্ধ বিশ্বাসের সুযোগটাই তারা আমাদের যখন দেখে যে আমরা তাদের জন্য পাগল হয়ে গেছি তখনই তারা আমাদের অবহেলা করতে শুরু করে দেয় আর এই জন্যই বোধ হয় মানুষ বিশ্বাসের জন্য শিয়াল অনেক চালাক হওয়া সত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা অনেক অনেক বেশি প্রয়োজন . .
.

-- শুনেছিলাম মৃত্যু নাকি জীবনকে জিজ্ঞাসা করেছিলো যে, কেন সবাই তোমাকে ভালোবাসে, কিন্তু আমাকে ঘৃণা করে। তখন জীবন নাকি উত্তর দিয়েছিলো যে, কারণ আমি সুন্দর মিথ্যা আর তুমি বেদনাদায়ক সত্য। তিক্ত হলেও বাস্তব না কথাটা . .
.

-- তো আমিও আমার নিজের ছায়াকে জিজ্ঞেস করলাম কেনো চলো আমার সাথে, সে হেসে জবাব দিল আমি ছাড়া আর কে আছে তোমার . .
.

-- যাইহোক আমার প্রেয়সির কথাগুলা কিন্তু একদমই খারাপ ছিল না তাই না। তার কথাগুলোও অদ্ভুত ছিল যে আমরা একসাথে জীবন কাটাবো। আমিও জিজ্ঞাসা করিনি প্রেম দিয়ে নাকি তোমার স্মৃতি দিয়ে . .
.

-- দেখতে সুন্দর লাগাটা গুরুত্বপূর্ণ নয়। যেটা সত্যিই গুরুত্বপূর্ণ সেটা হল আপনার অভ্যন্তরে জীবনকে যেমন অনুভব করছেন তা সুগভীর এবং চমৎকার। কষ্ট পেয়ে পরাজিত হওয়া মূর্খতার পরিচয়, কষ্টকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াই মানুষের পরিচয় . .
.

-- সারাদিন বকবক করা মানুষটি যদি দেখো হঠাৎ চুপ হয়ে গেছে, জেনে রেখো সে জীবনের অনাকাঙ্ক্ষিত সেরা আঘাত'টিই পেয়েছে . .
.
-- দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে! মনে রেখো তোমার সময়টা খারাপ- তোমার জীবনটা নয়! শুধু অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দিবে।শেখা কখনই বন্ধ করবে না, কারণ জীবন কখনই শেখানো বন্ধ করে না . .
.

-- আমাদের কাছের মানুষের জীবনে আমরাও যে কাছের মানুষ হবো; এমন কোন নিয়ম নেই। পৃথিবীর অধিকাংশ সম্পর্কের জমিতেই ভালোবাসার বিপরীতে ঘৃণা অবহেলার চাষাবাদ হয় . .
.

-- আপনার পতনের জন্য অভিশাপ লাগবে না, যাদেরকে কষ্ট দিয়েছেন তাদের বুকচেরা দীর্ঘশ্বাসই যথেষ্ট। আর তুমি তোমার নিজের দুঃখের চাদর সরিয়ে বাইরে তাকাও আর দেখো যে তোমার নিজের কষ্ট অন্যের তীব্র কষ্টের চেয়েও কত চেয়ে কম . .
.

-- প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই - সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। কারণ মানুষ এখন যে যতই ঘনিষ্ঠ হোক না কেন সে তার প্রয়োজনেই সকলকে তার প্রিয়জন বানায় আর প্রয়োজন ফুরিয়ে গেলে প্রিয়জন হারিয়ে যায় . .
.

-- কিছু মানুষের কথার আঘাত সহ্য করা যায় না, মাঝে মধ্যে কথাগুলো এমন ভাবে কলিজায় এসে আঘাত করে। অশ্রু ঝরঝরিত চক্ষু দিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার থাকেনা . .
.

-- ইনশা'আল্লাহ! আপনি সময়'কে সময় দিন, সময় আপনাকে সম্মানিত করবে। নিজের স্বপ্নকে এতোটা সময় দিন, যাতে আপনাকে একবার চোখে দেখাটাও মানুষের স্বপ্ন হয়ে যায় . .
.
-- যে ব্যক্তি রাগ করে চলে যায় সে সবসময় ফিরে আসে। কিন্তু যে হাসিমুখে চলে গেছে সে আর ফিরে আসবে না। তাই যখন যেখান থেকেই বের হবেন না কেন একদম হাসিমুখেই বের হবেন কেনা আপনার এই হাসি মুখটা দ্বিতীয়বার দেখার জন্য তারা পাগলের মত যেনো হয়ে যায় . .
.
-- যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা হয়ে যায়। অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পিছনে মূর্খ, লোভী, স্বার্থপর, বিশ্বাসঘাতকেরা থাকে . .
.
-- বিপদ যত তীব্র হবে, তার প্রতিদানও তত উৎকৃষ্ট হবে। কেউ বিপদে পড়লে সাহায্য করুন, আপনি বিপদে পড়লে মহান করোণাময় এবং পরম দয়ালু এবং সর্বশক্তিমান স্রষ্টার পক্ষ হতে কেউ একজন আপনাকে সাহায্য করবে . .
.
.

-- Note: . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .
.
.
-- Note: . . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .
.
.

" " When the timing is bad, injuries start coming from all sides. Anyway, watching everything in silence is a test of patience. And the way some people show has shaken my soul . .
.
-- We think that a person is so far away from us that we are very upset. But our great Lord said that they did not leave you, I removed them because you deserve better . .
.
-- Our past is unchangeable, the future uncertain, but the present is where we have the power to make choices and work toward our dreams. This is where we can take action and shape our lives the way we envision them . .
.
-- Don't focus too much on your past or future, neither of which is in your control. But your present is under your control, here you can really change your life. Here you can see any dream . .
.
-- It seems to most of us that dreams are when the sky is equal; Reality then is Kapje's plane. But the situation can change anytime. So don't hurt anyone in life. Because you may be strong today, but time is stronger than you . .
.
-- So never be proud of body and property, because sickness and poverty do not come to anyone . .
.
-- Because our great Lord said that before the punishment comes to you, turn to your Lord and submit to Him. When the punishment comes you will not be helped . .
.
-- You can say to whom the impossible is possible . . ? . . The person who overcomes his grief with courage can do the impossible . .
.
-- But remember one thing when God makes you wait for something, then assume that you are going to get something better than what you asked God for . .
.
-- One thing you've ever noticed is that rivers never turn their backs. The river follows the same course as its own current. So try to live like a river. Forget your past and focus on your future. Always try to be positive and remove negative aspects from life . .
.
-- Always remember this when you have had a bad time, never forget the address of the door from which you came back helpless. There is no problem if you lose your way again on an unfamiliar road in the future. But you should keep in mind that you will never set foot on any road . .
.
-- Try to dress a little silly. Stay stupid until they come in front of you and act stupid. Show less than you have, say less than you know. Let them think you're a fool. Only time will explain who is the real fool . .
.
-- One thing that all of us humans should master is what comes out of our mouths. Because you have to listen with your heart. I have to think about it. And you have to use high-quality words, sentences and create your language first. And the environment of saying that has to be fixed with a lot of thought. And not much to say, everyone has to keep everything to themselves sometimes . .
.
-- Words don't change, sentences change, people don't change, customs do not change . .
.
-- You will never realize that you have harmed someone until the same thing is done to you. That's why I'm here. And do you know that I am also your action, the result of which you are getting because of doing the same action with another person . .
.
-- What are you thinking . . ? . . If you benefit people, you will be great. You are mistaken in thinking that the world of interests will forget you as soon as the work is done. But even then, we sacrifice our own good for the good of others, yet at the end of the day our value to them is nil . .
.
-- Now you can never win with people who put the blame on others to cover their own faults because they justify every lie. Don't argue with arrogant, lying, selfish, uncivilized, goers or hypocritical fools. They will bring you down to their level . .
.
-- Show politeness once, twice or thrice, then when you see that others start to attack your politeness as weakness, keep your politeness in your pocket, explain to him the answer of his language, you will see that he understands everything beautifully . .
.
-- As the saying goes, cats love to scratch soft soil. So the more soft-hearted you are, the more you will be wounded by others . .
.
-- Not everyone deserves to be treated well. Sometimes being treated as they should be is not rude, but a necessity . .
.
-- The people close to you know very well how you are. Now you will be like that in front of the person who does not know you . .
.
-- We all fear people more now, because people exist in two forms, one form in the face and another form in the mask. Nowadays, people tell lies so beautifully! It is a big responsibility to understand which is true and which is false. We make a mistake in knowing north and south, and knowing people is a luxury . .
.
-- Humans are very strange aren't they? Some leave, and some spend a whole life waiting, desperately longing for someone. Not having gives people innovation, teaches them to live hard. What I didn't get, let it stay somewhere far away happily. All light cannot drive out darkness. I think that it is those who stay up until many nights, who have not been able to reconcile their account with life . .
.
-- I always think that he will love you! Even if the century is over, he will never lose his fascination with you . .
.
-- I always wanted my man not to be locked in a cage like everyone else. Let him fly as he likes. Come back to me at the end of the day. But I did not know that the bird forgets the cage when it knows the sky . .
.
-- Favorite things don't last long. Either it changes or it gets lost or it becomes someone else's. I would forget when I fell in love with the look. Maybe I can't forget because I fell in love with Maya. Here personally I can say only one thing that if emotion teaches to complain then experience teaches to keep silent . .
.
-- Because men are deep, men are beautiful. A man is beautiful in his sweat, in his blood, in the burnt copper color of his bride. A man is beautiful because he cherishes a very precious heart within himself. Deeper than the forest, deeper than the ocean, vaster than the galaxy. Is it possible to define men at all . . ?
.
-- To make women happy ice cream, fuchka, hot chocolate, sarees, bangles, flowers have to be given! But look how simple men are. He is happy when he sees the person he loves . .
.
-- It is a fact that when someone realizes that you are crazy about him, he will start neglecting you. I loved you - you look for an excuse to break up! I dreamed of being next to you, you were busy breaking dreams! I respected and trusted, you neglected as weak . .
.
-- It always seems to me that when we fall in love, we start to blindly trust the other person and that blind trust is the opportunity for them to ignore us when they see that we are crazy about them. That's why it seems that even though foxes are very clever for people's trust, people keep dogs, because as a companion, loyalty is much more necessary than cleverness . .
.
-- I heard death or life ask why everyone loves you, but hates me. Then life replied that because I am a beautiful lie and you are a painful truth. It is bitter but not real . .
.
-- So I asked my own shadow why come with me, he smiled and replied who else do you have but me . .
.
-- However, my girlfriend's words were not bad at all. His words were also strange that we will spend life together. I did not ask with love or with your memory . .
.
-- It's not important to look good. What really matters is that you feel life inside you as deep and wonderful. Being defeated by suffering is the identity of stupidity, ignoring the suffering and moving forward is the identity of man . .
.
-- If you see the man who has been chattering all day suddenly become silent, know that he has received the best unexpected blow of his life . .
.
-- It will be late, but it will be what you want! Remember your time is bad - not your life! Just wait, time will give back everything. Never stop learning, because life never stops teaching . .
.
-- We will be close people in the life of our close people; There is no such rule. In most of the world's relationship fields, hate and neglect are cultivated as opposed to love . .
.
-- No curse is needed for your downfall, the sighs of those you have afflicted are enough. And you remove the cloak of your own sorrow and look outside and see that your own suffering is much less than the intense suffering of others . .
.
-- When the need ends, it will be boring - be it friendship or love. Because no matter how close a person is now, he makes everyone his beloved in his need and when the need is over, the loved one is lost . .
.
-- Some people's words can't be hurt, sometimes the words hit the liver in such a way. There is nothing to do except look at the eyes with tears . .
.
-- Insha'Allah! You give time to time, time will honor you. Give so much time to your dream, so that even seeing you once becomes a dream of people . .
.
-- A person who leaves angry always returns. But he who goes away with a smile will never come back. So when you come out from wherever you come out with a smile on your face, they go crazy to see your smiling face for the second time . .
.
-- Whenever truth fights untruth, truth stands alone. The forces of falsehood are huge. Because behind him are foolish, greedy, selfish, and traitors . .
.
-- The greater the danger, the better the reward. Help someone in danger, if you are in danger, someone will help you from the Most Gracious and Most Merciful and Almighty God . . 😊
.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.