" " I saw a snake being burned to death Then I
am suddenly decided to take it out of the fire . .
.
-- When i did it, the snake bit me and caused excruciating pain. Then i dropped
the snake and the reptile fell right back into the fire . .
.
-- So, After that i looked around and found a metal rod and used it to take the
snake out of the fire and save its life . .
.
-- Someone who was watching turned to this and said, " " That snake
bit you. " " Why are you still trying to save it . . ? " "
. .
.
-- I look at him and smile with intolerable pain, And said him " "
The snake's nature is to bite, which doesn't change. But I am human being so i
doesn't change my nature which is to
help " " . .
.
-- So please Don't change your nature just because someone hurts you. Don't
lose your good heart, but learn to take precautions . . 💝
.
.
-- #দৃষ্টি_আকর্ষন_করছি : যদিও গল্পটা নিজস্ব কল্পনার দ্বারা তৈরি, কিন্তু শিক্ষনীয় তাই লিখলাম। ঈশপের গল্প গুলাও তো এমই ছিলো তাই না। তাই আমি যদিও রুপকথার মত একটি গল্প লিখলাম কিন্তু বাস্তব জীবনেও আমি এমনই। যে যতই আঘাত করুক, যত ব্যাথা পাই তারপরও উপকার ই করি যতটুকু পারি . .
.
-- #Attracting_attention : Although the story is made by own imagination, but
it is instructive so I wrote it. Aesop's fables were not the same. So although
I wrote a story like a fairy tale, I am like that in real life too. No matter
how much it hurts, how much pain I get, I still help as much as I can . .
.
.
" " আপনি
আমাকে এক গালে থাপ্পড় দিন আমি রাগ করবো না বরং নিজের দ্বিতীয় গাল এগিয়ে দিব, যদি ইচ্ছা হয় আপনি আমাকে দ্বিতীয় গালেও থাপ্পড় দিতে পারেন। তাতেও যদি আপনার মন না ভরে আপনি যত খুশি আমাকে আঘাত করুন, আমি কিছুই বলবো না . .
.
-- আপনার আমার ওপর যে রাগ, ক্ষোভ, ঘৃনা যাই থাকুক না কেন, আপনি এর বদলে আমাকে যত ইচ্ছা মারতে পারেন। আমি সৌয্য করে নিব। আপনি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলেও বলবো, ভাই একটু জিরিয়ে নিন পরে আবার পিটাইয়েন সমস্যা নাই আমি আছি . .
.
-- আপনি হাত দিয়ে মারতে মারতে যদি হাত ব্যাথা হয়ে যায় তাহলে সামনে যা পাবেন তাই দিয়েই আপনি আমাকে আঘাত করুন, আমি কিছুই বলবো না . .
.
-- আপনি যদি মারতে মারতে আমার শরীরের বুকে পিঠে ছুরিকাঘাত ও করেন তখন আমার শরীর থেকে যে লাল রং বের হবে, সেই লাল রঙের ভালোবাসা দিয়ে কোন সাদা গোলাপ রঙিন করে দিয়ে আপনাকেই দিয়ে বলবো ভাই আমার উপহার গ্রহন করুন . .
.
-- আপনি মারতে মারতে মেরে ফেলার আগ পর্যন্ত আমি কোন প্রতিঘাত করবো না বরং বলবো ভাই, মারতে মারতে অনেক হাপিয়ে গেছেন, একটু বসুন। আমি সেই আধমরা শরির নিয়ে, আপনার জন্য হাত কাঁপতে কাঁপতে জ্বল এনে দিয়ে বলবো ভাই একটু পিপাসা মিটান। আমি এখনো মরে যাইনি আছি এখনো আপনি জ্বল খেয়ে আবার না হয় পেটাবেন . .
.
-- ভাই কুকুর - বিড়াল তো অনেক মেরেছেন। এখন একটু মানুষ মারার স্বাদ ও নিন। ভাই মানুষ তো জন্তু জানোয়ার অনেক মারে আপনি আমাকে মারুন তাও ওদের ছেড়ে দিন . .
.
-- ভাই ওরা তো বোবা প্রানি, মারবেন কিন্তু ওরা তো আপনাকে বলতে পারবে না যে, ওদের ওপর দেওয়া আপনার কোন লাথি টা চমৎকার ছিলো আর কোন ঘুষি টা জোড়ালো ছিলো। ভাই আমি মানুষ আমাকে মারুন কারন আমি কথা বলতে পারি তো আমি বলতে পারবো তাই আমাকেই মারুন . .
.
-- আমার প্রান থাকা অবদি আপনার প্রতিটা মারের বদলে ভালোবাসা উপহার দিয়ে যাবো। যত পারি প্রেম দিয়ে যাবো। আমি কোন প্রতিঘাত ই করবো না নিঃসন্দেহে আপনি আমাকে মারুন তাও আমি কৃতজ্ঞ চিত্তে স্রষ্টা কে বলবো, হে স্রষ্টা অনেক অনেক ধন্যবাদ তোমায় যে কোন ধানব কে দিয়ে মারাও নি, আমার মতই আর একজন মানুষ কে দিয়েই মারিয়েছো। মানুষ তো শ্রেষ্ঠ প্রানি তার হাতে মার খেয়েছি, এটাতো আমার ভাগ্য। কোন ভয়ংকর ধানব তো আর মারে নি . .
.
-- ওমা প্রভু এ কি করলে হঠাৎ আবার। একটা মানুষ কে মানুষ মারছে এখন তুমি সেই মানুষকে বাচাতেই আবার দৈত্য ধানব পাঠিয়ে দিলে। সত্যিই তোমার লীলা বোঝা বড় দায় প্রভু . .
.
-- কিন্তু প্রভু কিছুক্ষণ আগেই তো তোমার সৃষ্টি যে শ্রেষ্ঠ প্রানি আমাকে মেরে আমার বুকে - পিঠে ছুরিকাঘাত করে লাল রং বের করলো আমি তো তাকে একটি সাদা গোলাপ নিয়ে আমার লাল রঙের ভালোবাসায় রাঙিয়ে লাল ভালোবাসা দিয়ে দিলাম এখন যে দৈত্য ধানব এই অমানবিকতা দেখে তাদের ভিতর মনুষ্য বোধ জন্ম নিলো আমি তাদের কি উপহার দিবো প্রভু . .
.
-- প্রভু তুমি শান্ত হও। ক্ষমা করে দাও। আমি রক্তের বিনিময়ে রক্ত চাই না আমি সেই ভ্যাটিকান সিটির ভ্যালেন্টাইন প্রাদ্রির মতো সকল অত্যাচারির জন্য পুরো বিশ্বে ফুল নিবেদন করে, প্রেম বিলিয়ে দিয়ে শুধুই শান্তি কামনা করি প্রভু . .
.
-- প্রভু শুনেছি এসেছিলো রাম, এসেছিলো কৃষ্ণ, এসেছিল বৌদ্ধ, এসেছিলো যিশু, এসেছিলো মুহাম্মদ। প্রভু তারাও নাকি প্রেম দিয়ে বিশ্ব জয় করে বিশ্বকে মানবতার শিক্ষা দিয়ে গেছে, প্রভু আমি জানি আমি অতিশয় নগন্য, অধম তাও আমিও প্রভু প্রেম দিয়েই এই বিশ্ব জয় করতে চাই প্রভু . .
.
-- আমাকে যে যতই লাঞ্ছনা দিক, যে যতই অপমান করুক তবু আমি বোকার মতই সব সয়ে নিব। তুমি শুধু আমাকে ধৈর্য শক্তি টুকু দান করো আর আমার জ্ঞানে অজ্ঞানে সকল অপরাধ ক্ষমা করো। আমি শুধু তোমার রাগ ও ক্রোধ থেকে মুক্তি চাই প্রভু। শুধুমাত্র তোমার সন্তুষ্টি কামনা করি হে আমার বিচার দিনের কর্তা . .
.
.
-- #Note . . বাংলা
ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏
.. 🙂
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is
given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes
are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏
. . 🙂
.
.
" " If you slap me on one cheek I will not be angry but will give you
the other cheek, if you want you can slap me on the other cheek too. Even if
you don't like it, hit me as much as you want, I won't say anything . .
.
-- Whatever anger, resentment, hatred you have towards me, you can beat me as
much as you want instead. I will take care. Even if you are tired of beating
me, I will say, brother, take it easy and then beat me again, no problem, I am
here . .
.
-- If you hit me with your hand and your hand hurts, then hit me with whatever
you can find in front of me, I will not say anything . .
.
-- If you beat me and stab my body in the chest and back, then the red color
that will come out of my body, I will color a white rose with the love of that
red color and tell you, brother, accept my gift . .
.
-- I will not resist until you beat me to death, but I will say, brother, you
are too tired to beat me, sit down. I will take that half body and bring it to
you with trembling hands and say, brother, quench your thirst a little. I'm not
dead yet, you'll burn and beat me again . .
.
-- Brother, dogs and cats have killed a lot. Now have a taste of killing
people. Brother, people kill many animals, you kill me, leave them alone . .
.
-- Brother, they are dumb animals, they will beat you, but they cannot tell you
which kick you gave them was good and which punch was hard. Brother, I am
human, kill me because I can speak, so I can speak, so kill me . .
.
-- As long as I live, I will give you a gift of love in exchange for your every
blow. I will give as much love as I can. I will not resist, even if you kill
me, I will say to the Lord with a grateful heart, O Lord, thank you so much
that you did not kill anyone with a spear, but you killed another person like me.
Man is the best animal, I was beaten by him, it is my fate. No more terrible
Dhanab killed . .
.
-- Omg Prabhu what did you do suddenly again. A person is being killed by a
person, now you have sent the giant Dhanab to save that person. It is really a
great responsibility to understand your beauty, Lord . .
.
-- But Lord some time ago the best animal of your creation killed me and
stabbed me in the chest and back and brought out red color. The thought was
born, what gift will I give them, Lord . . ? . .
.
-- Lord, be calm. forgive him I don't want blood for blood, I just pray for
peace, Lord, by offering flowers for all the tyrants, giving love to all the
oppressors in the Vatican City as like as padri Valentine . .
.
-- Lord I heard Rama came, Krishna came, Buddha came, Jesus came, Muhammad
came. Lord, they too have conquered the world with love and taught the world
about humanity, Lord, I know that I am very insignificant, I am also vile,
Lord, I want to conquer this world with love, Lord . .
.
-- No matter how much you insult me, no matter how much you insult me, I will
bear it like a fool. You just give me patience and strength and forgive all my
sins in knowledge and ignorance. I just want freedom from your anger and wrath
Lord. I only seek Your satisfaction O Lord of my Judgment Day . .
.
.
-- #বিঃদ্রঃ : উপরে লিখা ইংরেজি গল্পটি পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য আবার ও একবার মাতৃভাষা বাংলায় লিখে দিলাম . .
.
.
" " আমি
দেখতে পেলাম একটি সাপ আগুনে পুরে মারা যাচ্ছে। তারপর আমি হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে এটিকে আমি আগুন থেকে বের করে নেব . .
.
-- যখন আমি এটা করলাম, সাপটি আমাকে কামড় দিল এবং এতে আমি অসহ্য যন্ত্রণা পেলাম। তারপর আমি সাপটিকে ফেলে দিলাম এবং সরীসৃপটি আবার আগুনে পড়ে গেল . .
.
-- তাই, এর পরে আমি চারপাশে তাকালাম এবং একটি ধাতব রড পেলাম এবং সাপটিকে আগুন থেকে বের করে তার জীবন বাঁচাতে ব্যবহার করলাম . .
.
-- একজন আমার এই কর্মকান্ড টি দেখছিল। সে এসে আমাকে বলল, " " যেই সাপটা তোমাকে কামড়েছে। " " কেন তুমি এখনও এটিকে বাঁচানোর চেষ্টা করছো . . " "
.
-- আমি তার দিকে তাকিয়ে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসলাম, এবং তাকে বললাম " " সাপের স্বভাব কামড়ানো, যা বদলায় না। কিন্তু আমি মানুষ তাই আমি আমার স্বভাব পরিবর্তন করি না যেটা হলো, সাহায্য করা " " . .
.
-- তাই দয়া করে কেউ আপনাকে কষ্ট দিলো বলে আপনি কখনোই আপনার স্বভাব পরিবর্তন করবেন না। আপনার ভাল মন টাকে হারাবেন না, তবে অঅবশ্যই। সাবধানতা অবলম্বন করতে শিখুন . . 💝
.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
No comments