Header Ads

Lionel Messi – The Greatest Magician in Football History . .

Lionel Messi – The Greatest Magician in Football History . .

লিওনেল মেসি: এক বিস্ময়কর ফুটবল জাদুকরের মহাকাব্য . .



Srabon Das Hridoy



" " আজ লিখতে যাচ্ছি এমন এক মহানায়কের কথা, এমন এক বিস্ময়কর জাদুকরের কথা, মহান স্রষ্টার সৃষ্টি সর্ব শ্রেষ্ঠ জীব এমন এক মানববের কথা, যে তার নিজ গুনে ইতিহাসের পাতায় আজীবন অর্জন করে নিয়েছেন তার নাম। সে এমন একজন আইডল যে, তার জীবন থেকে প্রতিটা মানুযের অনেক কিছু শেখার আছে। হ্যাঁ আমি আজ লিখবো #লিওনেল_মেসি এর কথা . .

.
-- দেখুন আমি #শ্রাবণ_দাস_হৃদয় #ব্রাজিলের একজন ডাই হার্ট ফ্যান। হ্যাঁ ব্রাজিল এর বর্তমান টিম এখন এমন খেলার পরও আমি আজীবন ব্রাজিল এর সাপোর্ট করবো। দেখুন আমি যখন অনেকটাই বড় তখন ২০০২ সালে আমি নিজের চোখে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে দেখেছি। ব্রাজিল এত শৈল্প নন্দিত খেলা খেলতো যার কারনে আমি ব্রাজিলের ফ্যান হয়েছি। আমি ব্রাজিল এর পাঁচটা স্টার দেখে না ব্রাজিল এর শৈল্প নন্দিত খেলা দেখে ব্রাজিল দলের ফ্যান হয়ছি . .
.
--
.
-- কিন্তু এখন আমি যখন ব্রাজিল এর খেলা দেখি তখন আমার এতটাই খারাপ লাগে যে, মনে হয় ব্রাজিল দলের বর্তমান প্লেয়ার গুলাকে জোর করে বস্তি থেকে তুলে নিয়ে এসে ওদের নিয়ে খেলাচ্ছে। তবুও আমি এখনো সেই আগের মতই ব্রাজিল দলের ড্রাই হার্ট ফ্যান আছি এবং যতদিন বেচে থাকবো ততদিন আমি ব্রাজিল যতোই খারাপ খেলুক আমি তাদের সাপোর্ট করবো . .
.
--
.
-- এখন আমি ব্রাজিল এর ডাই হার্ট ফ্যান হওয়া স্বত্ত্বেও কেনো আমি লিওনেল মেসি কে নিয়ে লিখতেছি এর কারন হল যে, আমার এই দীর্ঘ জীবনে লিওনেল মেসির মতো প্লেয়ার দেখি নাই। সে একজন বিস্ময়কর প্লেয়ার। যারা লিওনেল মেসির সাথে নেইমার এর তুলনা করেন আমি তাদের বোকা ছাড়া আর কিছুই মনে করি না। আমি ব্রাজিল এর অনেক বড় ফ্যান হতে পারি কিন্তু আমি অন্ধ ভক্ত নই। নেইমার কখনোই লিওনেল মেসির সমতুল্য প্লেয়ার হতে পারে না। যে নাকি একটা লাথি খেলে ১০ হাত দূরে গিয়ে পড়ে আমার তাকে প্লেয়ার নয় একজন লোয়ার ক্লাস অভিনেতা ছাড়া আর কিছুই মনেকরতে পারি না . .
.
--
.
-- লিওনেল মেসি এর সম্পর্কে ক্রিস্তিয়ানো রোনালদোর এর একটি কথা তুলে ধরছি, " " তাঁর ব্যক্তিত্ব তাঁর কাছে এবং আমার ব্যক্তিত্ব আমার কাছে। তাঁর খেলা তাঁর কাছে এবং আমার খেলা আমার কাছে। আমিও তাঁর মত বড় দলে খেলি। সকল দৃষ্টিকোণ থেকেই আমরা আলাদা। কিন্তু বর্তমানে সে- বিশ্বের সেরা " " . .
_________ #
_________ #ক্রিস্তিয়ানো_রোনালদো, সেপ্টেম্বর ২০১১
.
--
.
-- মেসি আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। তার বাবা হোর্হে হোরাসিও মেসি ইস্পাতের কারখানায় কাজ করতেন এবং মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি ছিলেন একজন খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ছিল ইতালির আকোনা শহরে। তার পূর্বপুরুষদের একজন অ্যাঞ্জেলো মেসি ১৯৮৭ খ্রিষ্টাব্দে সেখান থেকে আর্জেন্টিনায় চলে আসেন। মেসির বড় দুই ভাই এবং এক ছোট বোন রয়েছে। বড় দুই ভাইয়ের নাম রদ্রিগো মাতিয়াস এবং ছোট বোনের নাম মারিয়া সল। পাঁচ বছর বয়সে মেসি স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে ফুটবল খেলা শুরু করেন, যার কোচ ছিলেন তার বাবা হোর্হে। ১৯৯৫ খ্রিষ্টাব্দে মেসি রোজারিও ভিত্তিক ক্লাব নিওয়েল' ওল্ড বয়েজে যোগ দেন। তিনি একটি স্থানীয় যুব পরাশক্তির অংশ হয়ে পড়েন, যারা পরবর্তী চার বছরে একটি মাত্র খেলায় পরাজিত হয়েছিল এবং স্থানীয়ভাবেদ্য মেশিন অফ৮৭” (#The_machine_of_87) নামে পরিচিত হয়ে উঠেছিল। তাদেরকে এই নামে অভিহিত করার কারণ তাদের জন্ম সাল ছিল ১৯৮৭ . .
.
--
.
-- ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের (#Growth_Hormone) সমস্যা ধরা পড়ে। মেসির পরিবার এতটাই গরীব ছিলো যে তার এই চিকিৎসার ভার তারা গ্রহন করতে পারেন নাই। এরপর স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালেও সেসময় তারা মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল। চিকিৎসার জন্যে প্রতিমাসে প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন। হাতের কাছে কোন কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে তিনি মেসির বাবার সাথে চুক্তি সাক্ষর করেন। বার্সেলোনা মেসির চিকিত্‍সার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয়। এরপর মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জমান। সেখানে মেসিকে বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া' সভ্য করে নেয়া হয় . .
.
--
.
-- ২০০৮ সাল থেকে মেসি আন্তনেলা রোকুজ্জোর সাথে বসবাস শুরু করেন। তাদের দুটি পুত্রসন্তানের জন্ম হয়, ২রা নভেম্বর ২০১২ তারিখে থিয়াগোর আর ১১ই সেপ্টেম্বর ২০১৫ তে জন্ম নেয় মাতেও। ২০১৭ সালের ১লা জুলাই মহা ধুমধামে তাদের বিবাহ হয় . .
.
--
.
-- লিওনেল মেসির সম্মাননা ২০১১ কনমেবলউয়েফা কাপ অব চ্যাম্পিয়ন্স ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ। ২০২২ ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ প্রতিযোগীতার সেরা খেলোয়াড়। ২০০৫ ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ সর্বোচ্চ গোলদাতা ২০০৫। ফিফা ক্লাব বিশ্বকাপ স্বর্ণ গোলক ২০০৯, ২০১১। ফিফা/ফিফপ্রো বিশ্ব একাদশ ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০। ফিফপ্রো যুব বর্ষসেরা খেলোয়াড় ২০০৬, ২০০৭, ২০০৮। ইএসএম বর্ষসেরা দল ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩। কোপা দেল রে শীর্ষ গোলদাতা ২০১০১১। এলএফপি সেরা খেলোয়াড় ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩। এলএফপি সেরা ফরোয়ার্ড ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩। মার্কা লেইন্দা ২০০৯। ব্রাভো এওয়ার্ড ২০০৭। গোল্ডেন বয় ২০০৫। অলিম্পিয়া দি অরো ২০১১। অলিম্পিয়া দি প্লাতা ২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯ . .
.
--
.
-- আর লিওনেল মেসি এর অর্জন বা রেকর্ড সম্পর্কে লিখতে গেলে লিখা শেষ হবে না। তাও ক্ষুদ্র পরিসরে লিখি যা না লিখলেই না . .
.
-- #
.
-- #বিশ্বঃ----------------------------------


. সর্বোচ্চ ফিফা ব্যালন ডি অর পুরস্কার: (২০০৯-১২, ২০১৫, ২০১৯, ২০২১, ২০২৩)
. এক বছরে সর্বোচ্চ গোলের জন্য গিনেস বিশ্ব রেকর্ড পুরস্কার: ৯১ গোল (২০১২ সালে)
. এক বছরে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল: ৭৯ গোল (২০১২ সালে)
. এক মৌসুমে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল: ৭৩ গোল (২০১১-১২ মৌসুমে)
. ঘরোয়া লিগে টানা সর্বোচ্চ খেলায় গোল: ২১ ম্যাচে ৩৩ গোল (২০১১-১২ মৌসুমে)
. প্রতিযোগিতামূলক ম্যাচে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল: ৬৭২ গোল
. ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশে সর্বোচ্চ অন্তর্ভুক্তি: ১৬ বার (২০০৭-২০২২)
. সর্বোচ্চ ফিফা বর্ষসেরা ফুটবলার: বার
.
-- #
.
-- #মহাদেশীয়ঃ--------------------------


. সর্বোচ্চ ইউরোপীয় সোনালী জুতো: বার
. উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ হ্যাট্রিক: ৮টি হ্যাট্রিক(ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে)
. ইউরোপীয়ান কাপের এক খেলায় সর্বোচ্চ গোলদাতা: গোল (অন্য ১৩ জন খেলোয়াড়ের সাথে যৌথভাবে)
. উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সর্বোচ্চ গোল: ৭৮ গোল
. উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ভিন্ন দলের বিপক্ষে গোল: ৪০ টি
6.
6. উয়েফা সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা: গোল (অন্য জন খেলোয়াড়ের সাথে যৌথভাবে)
. সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে ১০০ উপস্থিতি: ২৮ বছর ৮৪ দিন (২০১৫ সালে)
প্রথম খেলোয়াড় হিসেবে টানা ১৮ উয়েফা চ্যাম্পিয়নস লিগ আসরে গোল
. কোপা আমেরিকার সর্বোচ্চ সহায়তাকারী: ১৭ সহায়তা
. কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলদাতা: ২৭ গোল [২য়- লুইস সুয়ারেজ(২৬ গোল) ]
.
-- #
.
-- #আর্জেন্টিনাঃ-------------------------------


. আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা: ১০৪ গোল (১৭৭ ম্যাচে)
. এক পঞ্জিকাবর্ষে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা: ১৮ গোল (২০২২ সালে)
. একমাত্র আর্জেন্টাইন হিসেবে সকল কনমেবল দলের বিরুদ্ধে গোল
. আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলা সর্বকনিষ্ঠ খেলোয়াড়: ১৮ বছর ৩৫৭ দিন (২০০৬ বিশ্বকাপে)
. সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে গোল : ১৮ বছর ৩৫৭ দিন (২০০৬ বিশ্বকাপে)
. সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে কনমেবল অঞ্চলে জাতীয় দলের হয়ে ১০০ উপস্থিতি: ২৭ বছর ৩৬১ দিন (২০১৫ সালে)
. সর্বাধিক আর্জেন্টিনার সেরা ফুটবলারের পুরস্কার: ১২ বার (২০০৫, ২০০৭-১৩, ২০১৫-১৭, ২০১৯)
.
-- #
.
-- #স্পেনঃ----------------------------------


. সর্বাধিক লা লিগা সেরা খেলোয়াড়ের পুরস্কার: (২০০৯-১৩, ২০১৫)
. সর্বাধিক লা লিগা সেরা ফরওয়ার্ডের পুরস্কার: (২০০৯-১৩, ২০১৫,২০১৬)
. লা লিগার সর্বোচ্চ গোলদাতা: ৪৭৪ গোল
লা লিগার সর্বোচ্চ গোলে সহায়তাকারী: ১৯৩ সহায়তা
স্পেনীয় সুপার কাপের সর্বোচ্চ গোলদাতা: ১৪ গোল
. লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ গোল: ৫০ গোল (২০১১-১২ মৌসুমে)
. লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ হ্যাটট্রিক: ৮টি (২০১১-১২ মৌসুমে) (ক্রিস্তিয়ানো রোনালদোর সাথে যৌথভাবে)
. প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ৩০০ গোল
একমাত্র খেলোয়াড় হিসেবে লা লিগায় ৪৫০ গোল
. লা লিগার ইতিহাসে সর্বাধিক দলের বিরুদ্ধে গোল: ৩৭
.
-- #
.
-- #বার্সেলোনাঃ---------------------------------


. বার্সেলোনা ডার্বিতে সর্বোচ্চ গোলদাতা: ২৫ গোল
. এল ক্লাসিকোতে সর্বোচ্চ গোলদাতা: ২৬ গোল
. অ্যাথলেটিক-বার্সেলোনা ক্লাসিকোতে সর্বোচ্চ গোলদাতা: ৩২ গোল
. প্রতিযোগিতামূলক ম্যাচে সর্বোচ্চ গোলদাতা: ৬৭২ গোল
. প্রীতি ম্যাচ সহ সর্বোচ্চ গোলদাতা
. ইউরোপীয় প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা: ১২৩ গোল
. লা লিগায় সর্বোচ্চ হ্যাটট্রিক: ৩৬টি
. সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ হ্যাটট্রিক: ৪৮টি
. সর্বাধিক প্রতিযোগিতামূলক ট্রফি জয়: ৪১টি
.
--
.
-- লিওনেল মেসি অনেক বড় দয়াশীল একজন ব্যাক্তি।
২০০৭ সালে, মেসি প্রতিষ্ঠা করেন " " লিও মেসি ফাউন্ডেশন। " " এই সংস্থা সুরক্ষিত নয় এমন শিশুদের শিক্ষা স্বাস্থ্যের প্রতি নজর রাখে। শৈশবে মেসিরও শারীরিক সমস্যা ছিল, তাই এই সংস্থা আর্জেন্টিনার রোগাক্রান্ত শিশুদের স্পেনে নিয়ে গিয়ে চিকিত্‍সার ব্যবস্থা করে এবং যাতায়াত, চিকিত্‍সা অন্যান্য ব্যয় বহন করে। এই সংস্থার জন্য মেসি নিজে চাঁদা সংগ্রহ করে থাকেন। এছাড়াও হার্বালাইফ নামক একটি বহুমুখী বাণিজ্যিক প্রতিষ্ঠান লিও মেসি ফাউন্ডেশনের সহায়তা করে থাকে . .
.
--
.
-- ২০১০ সালের ১১ মার্চ, মেসিকে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করা হয়। শুভেচ্ছা দূত হিসেবে মেসির লক্ষ্য, শিশুদের অধিকার রক্ষা। এক্ষেত্রে মেসিকে সহায়তা করে থাকে তার নিজের ক্লাব বার্সেলোনা­ বার্সেলোনাও ইউনিসেফের সাথে নানাবিধ কর্মকাণ্ডে জড়িত। এছাড়া মেসি তার সাবেক ক্লাব নিওয়েল' ওল্ড বয়েজের স্টেডিয়ামের ভেতরে ক্লাবের যুব প্রকল্পের জন্য একটি শয়নাগার তৈরিতে আর্থিকভাবে সহায়তা প্রদান করেন, এমনকি একটি নতুন ব্যায়ামাগারও তৈরি করে দেন। এতে করে লিওয়েল-এর সাথে মেসির বন্ধন আরও দৃঢ় হয়। তারা মেসির সন্তান থিয়াগোকে একটি বিশেষ সদস্যপত্র দেওয়ার পরিকল্পনাও করেন . .
.
--
.
-- ২০১৩ সালের মার্চে, মেসি তার জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে একটি শিশু হাসপাতালে ৬০০,০০০ ইউরো অনুদান প্রদান করেন। এই অর্থ ব্যয় হয় ভিক্টর জে ভিলেলার শিশু হাসপাতালের অনকোলজি ইউনিটের পুনঃসংস্কারের কাজে। সেইসাথে, ডাক্তারদের প্রশিক্ষণের জন্য বার্সেলোনায় ভ্রমণের জন্যেও এই অর্থ ব্যয় করা হয় . .
.
--
.
-- আচ্ছা এখন বলেন তো যে, এত সম্মাননা, এত পুরস্কার, এত রেকর্ড, এত অর্জন বর্তমানের কোন প্লেয়ার কিংবা পূর্বে যারা ফুটবল খেলে গিয়েছেন আর কার আছে এই বিস্ময়কর জাদুকরের ছাড়া আর কার আছে . . ? . . আর কারো নাই। তার আরো এত - শত অর্জন যা লিখে শেষ করা যাবে না। তিনি এগুলা নিজ গুনে অর্জন করেছেন। তাই তিনি আমার চোখে দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার . .
.
--
.
-- একই খেলার ধরন দৈহিক উচ্চতার কারণে মেসিকে প্রায়ই তার স্বদেশি দিয়েগো ম্যারাডোনা' সাথে তুলনা করা হয়। কিন্তু মেসি অন্যান্য খেলোয়াড়দের তুলনায় অধিক ক্ষিপ্র এবং তিনি অতি দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারেন। এছাড়াও তিনি কৌশলে ট্যাকল এড়িয়ে যেতে পারেন। তার ছোট শক্তিশালী পায়ের কারণে অতি অল্প সময়ে তিনি অধিক গতি অর্জন করতে পারেন। তার দ্রুতগতির পা তাকে গতিশীল অবস্থায়ও ড্রিবলিং করার সক্ষমতা প্রদান করে। প্রাক্তন বার্সেলোনা ম্যানেজার পেপ গার্দিওলা বলেন, " " মেসিই একমাত্র খেলোয়াড় যে বল ছাড়া যত দ্রুত দৌড়াতে পারে, বলসহ তার চেয়েও বেশি দ্রুত দৌড়াতে পারে। " " . . পেপ আরোও বলেন,
" "
" " আপনারা মেসিকে বর্ননা করতে যাবেন না, শুধু তাকে তার খেলাকে উপভোগ করেন। " " . . ম্যারাডোনার­ মত মেসিও একজন বাম পায়ের খেলোয়াড়। বল কাটাতে এবং দৌড়াতে তিনি সাধারণত তাঁর বাম পায়ের বহির্দেশ ব্যবহার করে থাকেন। সতীর্থদের সহায়তা করতে 'পাস' দিতে এবং ফিনিশিং- তিনি সাধারণত তার বাম পায়ের ভেতরের অংশ ব্যবহার করেন। মেসিকে প্রায়ই গোলপোস্টের দিকে বল নিয়ে দৌড়াতে দেখা যায়। রক্ষণভাগের খেলোয়াড়দের কাটিয়ে আক্রমণ করতে তিনি সমর্থও হন। তাঁকে মধ্য মাঠের দাগ থেকে অথবা মাঠের ডান পার্শ্ব দিয়ে আক্রমণ করতে বেশি দেখা যায়। মেসিকে বহুমুখী খেলোয়াড়ও বলা হয়ে থাকে। জাভি ইনিয়েস্তার সাথে পাসিং সৃজনশীলতায় তার চমত্‍কার সমন্বয় রয়েছে। এছাড়া তিনি নির্ভুলভাবে সেট-পিস্ পেনাল্টি কিকও নিতে পারেন। মেসির বল কাটানোর সক্ষমতা প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, " " বল তার পায়ের সাথে আঠার মত লেগে থাকে। আমি আমার খেলোয়াড়ি জীবনে অনেক কিংবদন্তিকে দেখেছি, কিন্তু মেসির মত বল নিয়ন্ত্রণ করতে কাউকে দেখিনি। " " . . ম্যারাডোনা আরও বলেন যে, " " তিনি বিশ্বাস করেন মেসিই বর্তমানে বিশ্বের
সেরা খেলোয়াড় " " . .
.
-- আমি মনেকরি যারা মেসি কে ম্যারাডোনা, পেলে কিংবা আরও অনেক লিজেন্ডারি প্লেয়ার দের সাথে তুলনা করেন এটা আপনাদের ভুল। তিনি শুধুই একজন। একজন বিস্ময়কর জাদুকর প্লেয়ার যার তুলনা কারো সাথে হয় না। তিনি একমাত্র একজনই লিওনেল মেসি। আমি ব্রাজিল এত বড় সমর্থক হওয়া স্বত্ত্বেও এটা বলতে দ্বিধা বোধ করি না যে, আমার জীবনের এত বছরের সময়ে আমি লিবিং লিজেন্ড লিওনেল মেসির মত কাউকে দেখিনি। তাই আমার চোখে দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল প্লেয়ার হচ্ছেন মেসি। আমি আজকে তাদের দলকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার জন্য অভিনন্দন জানাই আর আমার প্রিয় প্লেয়ার মেসির জন্য স্রষ্টার নিকট তার আরো দীর্ঘ জীবন দান করার জন্য প্রার্থনা করি . . 💝 . . 💖
.
.
-- #Vemos_Messi . . 
.
.
-- #Congratulations_Argentina . .
.
.

-- #দৃষ্টি_আকর্ষন_করছিঃ লেখাটি লিখার জন্য গুগল সহ মেসিকে নিয়ে করা অনেক প্রতিবেদন এর সাহায্য নিতে হয়ছে। তা না হলে এত সঠিক বিস্তারিত তথ্য তুলে ধরতে পারতাম না। আর মেসির ছবিটিও গুগল থেকে নেওয়া এবং সাথে আমি আমার নিজের ছবিও যুক্ত করলাম . .

.
.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 .. 🙂
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 🙂
.
.

" " Today I am going to write about such a great hero, about such a wonderful magician, about such a human being, the best creature created by the great creator, who has earned his name forever in the pages of history. He is such an idol that everyone can learn a lot from his life. Yes, I will write about #Lionel_Messi today . .
.
-- See I'm a die heart fan from #Srabon_Das_Hridoy #Brazil. Yes, even after the current team of Brazil is playing like this, I will support Brazil forever. See, when I was much older, I saw the world champion in 2002 with my own eyes. Brazil used to play such a beautiful game that's why I became a fan of Brazil. I have become a fan of the Brazilian team not by watching the five stars of Brazil but by watching the beautiful game of Brazil . .
.
-- But now when I watch Brazil play, I feel so bad that it seems like the current players of the Brazilian team are forcibly taken from the slums and played with them. However, I am still a dry heart fan of the Brazilian team and as long as I live, I will support them no matter how bad Brazil plays . .
.
-- Now, despite being a die-hard fan of Brazil, the reason why I am writing about Lionel Messi is that I have never seen a player like Lionel Messi in my long life. He is a wonderful player. I consider those who compare Lionel Messi to Neymar nothing but idiots. I may be a big fan of Brazil but I am not a blind fan. Neymar can never be the same player as Lionel Messi. Whoever plays a kick and falls 10 hands away, I can't think of him as anything but a lower class actor, not a player . .
.
-- Quoting Cristiano Ronaldo about Lionel Messi, " "His personality is to him and my personality is to me. His game is to him and my game is to me. I also play in big team like him. We are different in every way. But currently he is the best in the world. .

_________ #Cristiano_Ronaldo, September 2011

.
-- Messi was born in Rosario, Argentina. His father Jorge Horacio Messi worked in a steel factory and mother Celia Maria Cuccittini was a part-time cleaner. His paternal family originally resided in Acona, Italy. One of his ancestors, Angelo Messi, migrated from there to Argentina in 1987. Messi has two older brothers and a younger sister. The two older brothers are Rodrigo and Matias and the younger sister is Maria Sol. At the age of five, Messi started playing football for local club Grandoli, coached by his father Jorge. In 1995, Messi joined Newell's Old Boys, a club based in Rosario. He became part of a local youth superpower that lost just one game over the next four years and became known locally as “The Machine of '87” (#The_machine_of_87). The reason for calling them this name was their year of birth in 1987 . .
.
-- Messi was diagnosed with a growth hormone (#Growth_Hormone) problem at the age of 11. Messi's family was so poor that they could not afford his treatment. After that the local club River Plate showed their interest in Messi but at that time they were unable to afford Messi's medical expenses. 900 USD per month was required for this treatment. Barcelona's sporting director at the time, Carles Rexus, learned of Messi's talent. He was impressed by Messi's game. With no paper at hand, he signed the contract with Messi's father on a napkin. Barcelona agreed to cover all of Messi's medical expenses. Messi and his father then moved to Barcelona. There, Messi was taken to Barcelona's youth academy La Masia . .
.
-- Since 2008, Messi has been living with Antonella Roccuzzo. They have two sons, Thiago on 2 November 2012 and Mateo on 11 September 2015. They got married on 1st July 2017 with great fanfare . .
.
-- Lionel Messi was awarded the 2011 CONMEBOL–UEFA Cup of Champions Final Man of the Match. 2022 FIFA U-20 World Cup Player of the Year 2005 FIFA U20 World Cup Top Scorer 2005 FIFA Club World Cup Golden Globe 2009, 2011. FIFA/FIFPRO World XI 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020. FIFPro Youth Player of the Year 2006, 2007, 2008. ESM Team of the Year 2006, 2008, 2009, 2010, 2011, 2012, 2013. Copa del Rey top scorer 2010–11. LFP Player of the Year 2009, 2010, 2011, 2012, 2013. LFP Best Forward 2009, 2010, 2011, 2012, 2013. Marka Leinda 2009. Bravo Awards 2007. Golden Boy 2005. Olympia di Auro 2011. Olympia di Plata 2005, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2015, 2016, 2017, 2019. .
.
-- And writing about Lionel Messi's achievements or records will not end. I also write in a small scale which is not written . .
.
-- #World:-----------------------------

1. Most FIFA Ballon d'Or awards: 8 (2009-12, 2015, 2019, 2021, 2023)

2. Guinness World Record Award for Most Goals in a Year: 91 goals (in 2012)

3. Most goals in one year in all club competitions: 79 goals (in 2012)

4. Most goals in a single season in all club competitions: 73 goals (2011–12 season)

5. Most consecutive domestic league goals: 33 goals in 21 matches (2011–12 season)

6. Most goals scored by one club in competitive matches: 672 goals

7. Highest inclusion in FIFA FIFPro World XI: 16 times (2007-2022)

8. Most FIFA Footballer of the Year: 8 times
.
-- #Continental:----------------------------

1. Most European Golden Shoe: 6 times

2. Most hat-tricks in UEFA Champions League: 8 (joint with Cristiano Ronaldo)

3. Highest goalscorer in a single European Cup game: 5 goals (jointly with 13 other players)

4. Most goals scored in the UEFA Champions League group stage: 78 goals

5. Most goals against different teams in the UEFA Champions League: 40

6. UEFA Super Cup top scorer: 3 goals (jointly with 7 other players)

7. Youngest player to make 100 UEFA Champions League appearances: 28 years 84 days (in 2015)

First player to score in 18 consecutive UEFA Champions League matches

8. Copa America top assist: 17 assists

9. Top Scorer in World Cup Qualifiers in CONMEBOL Region: 27 Goals [2nd- Luis Suarez (26 Goals)]
.
-- #Argentina:------------------------------

1. Argentina's all-time top scorer: 104 goals (177 matches)

2. Highest goalscorer for Argentina in a calendar year: 18 goals (in 2022)

3. As the only Argentine to score against all the CONMEBOL teams

4. Youngest player to play in World Cup for Argentina: 18 years 357 days (2006 World Cup)

5. Youngest player to score in World Cup for Argentina: 18 years 357 days (2006 World Cup)

6. Youngest player to make 100 appearances for national team in CONMEBOL region: 27 years 361 days (in 2015)

7. Most Argentina Footballer of the Year awards: 12 times (2005, 2007-13, 2015-17, 2019)
.
-- #Spain: ----------------------------------

1. Most La Liga Player of the Year Awards: 6 (2009-13, 2015)

2. Most La Liga Best Forward Awards: 7 (2009-13, 2015, 2016)

3. Top goalscorer in La Liga: 474 goals

Most assists in La Liga: 193 assists

Spanish Super Cup top scorer: 14 goals

4. Most goals in a season in La Liga: 50 goals (2011-12 season)

5. Most hat-tricks in a season in La Liga: 8 (2011-12 season) (joint with Cristiano Ronaldo)

6. Be the first player to score 300 goals in La Liga

450 goals in La Liga as the only player

7. Most goals against teams in La Liga history: 37
.
-- #Barcelona:--------------------------------

1. Top goalscorer in Barcelona derby: 25 goals

2. Top scorer in El Clasico: 26 goals

3. Athletic-Barcelona top scorer in Clásico: 32 goals

4. Highest scorer in competitive matches: 672 goals

5. Top goalscorer including friendlies

6. Top scorer in European competition: 123 goals

7. Most hat-tricks in La Liga: 36

8. Most hat-tricks in all competitions: 48

9. Most competitive trophies won: 41
.
-- Lionel Messi is a very kind person. " " In 2007, Messi founded the Leo Messi Foundation. " " This organization looks after the education and health of underprivileged children. Messi also had physical problems as a child, so the organization took sick children from Argentina to Spain for treatment and covered travel, medical and other expenses. Messi himself collects donations for this organization. Also, Herbalife, a multifaceted commercial organization, supports the Leo Messi Foundation . .
.
-- On 11 March 2010, Messi was announced as a UNICEF Goodwill Ambassador. Messi's mission as a goodwill ambassador is to protect children's rights. In this case, Messi is supported by his own club Barcelona. Barcelona is also involved in various activities with UNICEF. In addition, Messi financially supported the construction of a dormitory for the club's youth project inside the stadium of his former club Newell's Old Boys, and even built a new gym. This cemented Macy's bond with Leavell's. They also plan to give Messi's son Thiago a special membership card . .
.
-- In March 2013, Messi donated 600,000 euros to a children's hospital in his native Rosario, Argentina. The money goes toward the renovation of the oncology unit at Victor J. Villela Children's Hospital. Also, this money is spent on traveling to Barcelona for training of doctors . .
.
-- Well, now you say that, who else has so many honors, so many awards, so many records, so many achievements than this wonderful magician who has any current player or those who have played football in the past . . ? . . No one else. He has so many more achievements that cannot be written down. He has achieved them on his own merits. So he is the greatest footballer I have ever seen . .
.
-- Messi is often compared to compatriot Diego Maradona due to similar playing style and physical stature. But Messi is faster than other players and he can change direction very quickly. He can also deftly evade tackles. Due to his short and strong legs, he can achieve great speed in a short time. His quick feet give him the ability to dribble on the move. Former Barcelona manager Pep Guardiola said, "Messi is the only player who can run as fast without the ball as he can with the ball. " " . . Pep also said, " " You don't describe Messi, just enjoy him and his game. " " . . Like Maradona, Messi is a left-footed player. He usually uses the outside of his left foot to cut the ball and run. He usually uses the inside of his left foot to assist and 'pass' teammates and finish. Messi is often seen running with the ball towards the goal post. He is also able to attack past defensive players. He is more often seen attacking from midfield spots or from the right side of the field. Messi is also called a versatile player. He has a fantastic combination of passing and creativity with Xavi and Iniesta. He can also take set-pieces and penalty kicks with precision. "The ball sticks to his feet like glue," Maradona said of Messi's cutting ability. I have seen many legends in my playing career, but I have never seen anyone control the ball like Messi. " " . . Maradona also said that, " " he believes Messi is the world today
Best player " " . .
.
-- I think those who compare Messi with Maradona, Pele or many other legendary players are wrong. He is only one. An amazing wizard player who is unmatched. He is the only Lionel Messi. Even though I am such a big fan of Brazil, I don't hesitate to say that I have never seen anyone like the living legend Lionel Messi in all my years of life. So Messi is the greatest soccer player of all time in my eyes. I congratulate their team today for winning the Copa America and pray for my beloved pla
yer Messi to God to give him a
longer life . .
.
.
" " Today I am going to write about such a great hero, about such a wonderful magician, about such a human being, the best creature created by the great creator, who has earned his name forever in the pages of history. He is such an idol that everyone can learn a lot from his life. Yes, I will write about #Lionel_Messi today . .
.
-- See I'm a die heart fan from #Srabon_Das_Hridoy #Brazil. Yes, even after the current team of Brazil is playing like this, I will support Brazil forever. See, when I was much older, I saw the world champion in 2002 with my own eyes. Brazil used to play such a beautiful game that's why I became a fan of Brazil. I have become a fan of the Brazilian team not by watching the five stars of Brazil but by watching the beautiful game of Brazil . .
.
-- But now when I watch Brazil play, I feel so bad that it seems like the current players of the Brazilian team are forcibly taken from the slums and played with them. However, I am still a dry heart fan of the Brazilian team and as long as I live, I will support them no matter how bad Brazil plays . .
.
-- Now, despite being a die-hard fan of Brazil, the reason why I am writing about Lionel Messi is that I have never seen a player like Lionel Messi in my long life. He is a wonderful player. I consider those who compare Lionel Messi to Neymar nothing but idiots. I may be a big fan of Brazil but I am not a blind fan. Neymar can never be the same player as Lionel Messi. Whoever plays a kick and falls 10 hands away, I can't think of him as anything but a lower class actor, not a player . .
.
-- Quoting Cristiano Ronaldo about Lionel Messi, " "His personality is to him and my personality is to me. His game is to him and my game is to me. I also play in big team like him. We are different in every way. But currently he is the best in the world. .
_________ #Cristiano_Ronaldo, September 2011
.
-- Messi was born in Rosario, Argentina. His father Jorge Horacio Messi worked in a steel factory and mother Celia Maria Cuccittini was a part-time cleaner. His paternal family originally resided in Acona, Italy. One of his ancestors, Angelo Messi, migrated from there to Argentina in 1987. Messi has two older brothers and a younger sister. The two older brothers are Rodrigo and Matias and the younger sister is Maria Sol. At the age of five, Messi started playing football for local club Grandoli, coached by his father Jorge. In 1995, Messi joined Newell's Old Boys, a club based in Rosario. He became part of a local youth superpower that lost just one game over the next four years and became known locally as “The Machine of '87” (#The_machine_of_87). The reason for calling them this name was their year of birth in 1987 . .
.
-- Messi was diagnosed with a growth hormone (#Growth_Hormone) problem at the age of 11. Messi's family was so poor that they could not afford his treatment. After that the local club River Plate showed their interest in Messi but at that time they were unable to afford Messi's medical expenses. 900 USD per month was required for this treatment. Barcelona's sporting director at the time, Carles Rexus, learned of Messi's talent. He was impressed by Messi's game. With no paper at hand, he signed the contract with Messi's father on a napkin. Barcelona agreed to cover all of Messi's medical expenses. Messi and his father then moved to Barcelona. There, Messi was taken to Barcelona's youth academy La Masia . .
.
-- Since 2008, Messi has been living with Antonella Roccuzzo. They have two sons, Thiago on 2 November 2012 and Mateo on 11 September 2015. They got married on 1st July 2017 with great fanfare . .
.
-- Lionel Messi was awarded the 2011 CONMEBOL–UEFA Cup of Champions Final Man of the Match. 2022 FIFA U-20 World Cup Player of the Year 2005 FIFA U20 World Cup Top Scorer 2005 FIFA Club World Cup Golden Globe 2009, 2011. FIFA/FIFPRO World XI 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2020. FIFPro Youth Player of the Year 2006, 2007, 2008. ESM Team of the Year 2006, 2008, 2009, 2010, 2011, 2012, 2013. Copa del Rey top scorer 2010–11. LFP Player of the Year 2009, 2010, 2011, 2012, 2013. LFP Best Forward 2009, 2010, 2011, 2012, 2013. Marka Leinda 2009. Bravo Awards 2007. Golden Boy 2005. Olympia di Auro 2011. Olympia di Plata 2005, 2007, 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2015, 2016, 2017, 2019. .
.
-- And writing about Lionel Messi's achievements or records will not end. I also write in a small scale which is not written . .
.
-- #World:-----------------------------
1. Most FIFA Ballon d'Or awards: 8 (2009-12, 2015, 2019, 2021, 2023)
2. Guinness World Record Award for Most Goals in a Year: 91 goals (in 2012)
3. Most goals in one year in all club competitions: 79 goals (in 2012)
4. Most goals in a single season in all club competitions: 73 goals (2011–12 season)
5. Most consecutive domestic league goals: 33 goals in 21 matches (2011–12 season)
6. Most goals scored by one club in competitive matches: 672 goals
7. Highest inclusion in FIFA FIFPro World XI: 16 times (2007-2022)
8. Most FIFA Footballer of the Year: 8 times
.
-- #Continental:----------------------------
1. Most European Golden Shoe: 6 times
2. Most hat-tricks in UEFA Champions League: 8 (joint with Cristiano Ronaldo)
3. Highest goalscorer in a single European Cup game: 5 goals (jointly with 13 other players)
4. Most goals scored in the UEFA Champions League group stage: 78 goals
5. Most goals against different teams in the UEFA Champions League: 40
6. UEFA Super Cup top scorer: 3 goals (jointly with 7 other players)
7. Youngest player to make 100 UEFA Champions League appearances: 28 years 84 days (in 2015)
First player to score in 18 consecutive UEFA Champions League matches
8. Copa America top assist: 17 assists
9. Top Scorer in World Cup Qualifiers in CONMEBOL Region: 27 Goals [2nd- Luis Suarez (26 Goals)]
.
-- #Argentina:------------------------------
1. Argentina's all-time top scorer: 104 goals (177 matches)
2. Highest goalscorer for Argentina in a calendar year: 18 goals (in 2022)
3. As the only Argentine to score against all the CONMEBOL teams
4. Youngest player to play in World Cup for Argentina: 18 years 357 days (2006 World Cup)
5. Youngest player to score in World Cup for Argentina: 18 years 357 days (2006 World Cup)
6. Youngest player to make 100 appearances for national team in CONMEBOL region: 27 years 361 days (in 2015)
7. Most Argentina Footballer of the Year awards: 12 times (2005, 2007-13, 2015-17, 2019)
.
-- #Spain: ----------------------------------
1. Most La Liga Player of the Year Awards: 6 (2009-13, 2015)
2. Most La Liga Best Forward Awards: 7 (2009-13, 2015, 2016)
3. Top goalscorer in La Liga: 474 goals
Most assists in La Liga: 193 assists
Spanish Super Cup top scorer: 14 goals
4. Most goals in a season in La Liga: 50 goals (2011-12 season)
5. Most hat-tricks in a season in La Liga: 8 (2011-12 season) (joint with Cristiano Ronaldo)
6. Be the first player to score 300 goals in La Liga
450 goals in La Liga as the only player
7. Most goals against teams in La Liga history: 37
.
-- #Barcelona:--------------------------------
1. Top goalscorer in Barcelona derby: 25 goals
2. Top scorer in El Clasico: 26 goals
3. Athletic-Barcelona top scorer in Clásico: 32 goals
4. Highest scorer in competitive matches: 672 goals
5. Top goalscorer including friendlies
6. Top scorer in European competition: 123 goals
7. Most hat-tricks in La Liga: 36
8. Most hat-tricks in all competitions: 48
9. Most competitive trophies won: 41
.
-- Lionel Messi is a very kind person. " " In 2007, Messi founded the Leo Messi Foundation. " " This organization looks after the education and health of underprivileged children. Messi also had physical problems as a child, so the organization took sick children from Argentina to Spain for treatment and covered travel, medical and other expenses. Messi himself collects donations for this organization. Also, Herbalife, a multifaceted commercial organization, supports the Leo Messi Foundation . .
.
-- On 11 March 2010, Messi was announced as a UNICEF Goodwill Ambassador. Messi's mission as a goodwill ambassador is to protect children's rights. In this case, Messi is supported by his own club Barcelona. Barcelona is also involved in various activities with UNICEF. In addition, Messi financially supported the construction of a dormitory for the club's youth project inside the stadium of his former club Newell's Old Boys, and even built a new gym. This cemented Macy's bond with Leavell's. They also plan to give Messi's son Thiago a special membership card . .
.
-- In March 2013, Messi donated 600,000 euros to a children's hospital in his native Rosario, Argentina. The money goes toward the renovation of the oncology unit at Victor J. Villela Children's Hospital. Also, this money is spent on traveling to Barcelona for training of doctors . .
.
-- Well, now you say that, who else has so many honors, so many awards, so many records, so many achievements than this wonderful magician who has any current player or those who have played football in the past . . ? . . No one else. He has so many more achievements that cannot be written down. He has achieved them on his own merits. So he is the greatest footballer I have ever seen . .
.
-- Messi is often compared to compatriot Diego Maradona due to similar playing style and physical stature. But Messi is faster than other players and he can change direction very quickly. He can also deftly evade tackles. Due to his short and strong legs, he can achieve great speed in a short time. His quick feet give him the ability to dribble on the move. Former Barcelona manager Pep Guardiola said, "Messi is the only player who can run as fast without the ball as he can with the ball. " " . . Pep also said, " " You don't describe Messi, just enjoy him and his game. " " . . Like Maradona, Messi is a left-footed player. He usually uses the outside of his left foot to cut the ball and run. He usually uses the inside of his left foot to assist and 'pass' teammates and finish. Messi is often seen running with the ball towards the goal post. He is also able to attack past defensive players. He is more often seen attacking from midfield spots or from the right side of the field. Messi is also called a versatile player. He has a fantastic combination of passing and creativity with Xavi and Iniesta. He can also take set-pieces and penalty kicks with precision. "The ball sticks to his feet like glue," Maradona said of Messi's cutting ability. I have seen many legends in my playing career, but I have never seen anyone control the ball like Messi. " " . . Maradona also said that, " " he believes Messi is the world today
Best player " " . .
.
-- I think those who compare Messi with Maradona, Pele or many other legendary players are wrong. He is only one. An amazing wizard player who is unmatched. He is the only Lionel Messi. Even though I am such a big fan of Brazil, I don't hesitate to say that I have never seen anyone like the living legend Lionel Messi in all my years of life. So Messi is the greatest soccer player of all time in my eyes. I congratulate their team today for winning the Copa America and pray for my beloved player Messi to God to give him a
longer life . . 💝 . . 💖
.
.
-- #Vemos_Messi . . 💞. . 💞
.
-- #Congratulations_Argentina . . 💓 . . 💓
.
.

-- #Attracting_attention : To write the article, Google has to take the help of many reports about Messi. Otherwise I would not have been able to provide such accurate and detailed information. And Messi's photo is also taken from Google and I added my own photo . .
.
.

-- #Attracting_attention : To write the article, Google has to take the help of many reports about Messi. Otherwise I would not have been able to provide such accurate and detailed information. And Messi's photo is also taken from Google and I added my own photo . .
.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.