The Tale of the Naïve Donkey: A Lesson in Simplicity and Deception . .
The Tale of the Naïve Donkey: A Lesson in Simplicity and Deception . .
সরল গাধার গল্প: প্রতারণা ও সরলতার শিক্ষা . .
![]() |
Srabon Das Hridoy |
" " একটা ইন্টারেস্টিং গল্প বলি। হঠাৎ ই কেন জানি নিজেকে নিয়ে চিন্তা করতে করতে বিষয় টা মাথায় এলো। আমার কাছে মনে হলো ব্যাপার টা শীক্ষনীয়। যদিও আমার শিক্ষা হবে না তবুও কারো যদি শিক্ষণীয় বলে মনে হয়। তাহলে লিখা শুরু করলাম . .
.
-- একদিন
বনের রাজা সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয় . .
.
-- শিয়াল
প্রথমে ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন? ঘোড়া চিন্তা করে - যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন? নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। তো ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।
.
-- শিয়াল
এবার ময়ুরীর কাছে গিয়ে বলে - আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না। সে ও সাড়া দেয় না . .
.
-- শিয়াল
এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে। এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো। তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো . .
.
-- গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।
সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়। কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে . .
.
-- শিয়াল
আবার গাধার কাছে এসে বলে - এতো বোকা হলে রাজা হবে কিভাবে। রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে। তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে। কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে। চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে . .
.
-- গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে। কিন্তু এবারও পালিয়ে বাঁচে . .
.
-- শিয়াল
আবারো যথারীতি গাধার কাছে এসে বলে - আবারও ভুল করলে। লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে। তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ। চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো . .
.
-- গাধা আবারও সিংহাসনে আসে। এবার আর সে বাঁচতে পারে না। সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে। সিংহের দাঁতে মুখে রক্তের দাগ . .
.
-- শিয়াল
সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন। মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই। শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয় . .
.
-- সিংহ বলে - ব্রেণ কোথায়। শিয়াল বলে - মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে . .
.
-- গাছের
ডালের উপর থেকে ময়ুর বলে - তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি . .
.
-- প্যাঁচা
তার সন্তানকে বলে - এই ঘটনা থেকে তোমরা কি শিখলে। বাচ্চারা বলে শিখলাম এই যে, হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে। আর এটাও শিখলাম - যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না . .
.
-- সাদাসিদা
হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না। অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে . .
.
-- এখন এই গল্পের গাধা আসলে কে বলতে পারবেন . . ? . . তিক্ত হলেও সত্যিই যে, এই গল্পের গাধা আমিই। কারন কি জানেন আমি বার বার ভুল করি। ঠকি, ধোকা খাই, মানুষের ব্যবহারের প্রয়োজনে প্রিয়জন হই আর এই গাধার মত বার বার ই ঐ একই ভুল করি . .
.
-- কি অনেক ইন্টারেস্টিং না বিষয়টা। কিন্তু ঐ ময়ুর মত আমার ও কিছু শাভাকাঙ্খি আছে যারা আমার অতি সহজ সরলতাকে আমার ক্ষতির কারন হিসেবে ধরিয়ে দেয় কিন্তু আমি ঐ শিয়ালের চাতুরতার মধ্যে পড়ে যাই আর বারংবার বিশ্বাস করে শুধু ঐ গল্পরে গাধার মত ঠকেই যাই . . 🙂
.
-- এখন আমি এটা লিখলাম এটার জন্যই যে আমার মত গাধা কেউ যেন না হয়। কারন চারিদিকে এখন শেয়ালের মত কিছু সর্বশ্রেষ্ঠ প্রানী রয়েছে যারা আপনাদের সহজ সরলতার সুযোগ নিবে। তাই ঘোড়া আর ময়ুর এর মত আগেই বিচার করে নিয়েন তা হলে শেষ পরিনতি এই গাধার মতই হবে . . 🙃
.
.
-- #Note . . বাংলা
ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏
.. 🙂
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is
given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes
are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏
. . 🙂
.
.
" " Let me tell you an interesting story. Suddenly, I know why, while
thinking about myself, the matter came to my mind. I think it is instructive.
Although I will not be educated, if anyone finds it instructive. Then I started
writing . .
.
-- One day the king of the forest lion said to the the fox - bring food for me
. .
.
-- The fox first went to the horse and said - How are you brothers? The horse
thinks - the fox who doesn't speak anything but squealing - why is he calling
in such a sweet voice today? Surely there is some evil intention. So the horse
does not respond to the call of the fox . .
.
-- The fox went to Mayuri and said - How are you? It looks so sweet. Mayuri
also understands the sweet words in the fox's mouth. Definitely not a good
sign. He also does not respond . .
.
-- The fox went to the donkey and said - Wow! You look very handsome. Such a
handsome animal wasted his life. You don't have to suffer anymore. The king is
old. He will retire. And will make you king. Come to the throne with me. .
.
-- The donkey is very happy. comes to the throne with the fox. As soon as he
came near the lion, the donkey lost two of its ears in one of the lion's paws.
But somehow escaped and survived . .
.
-- The fox again came to the donkey and said - If you are so stupid, how can
you be king. The king will crown your head. But if there are two ears on both
sides, will the crown sit properly on the head. So your ears have been lifted.
Some animals do not understand - this is called grooming. come come come with
me If there is a delay, someone else will become the king again . .
.
-- The donkey approaches the lion again. This time his tail fell on another paw
of the lion. But this time he escaped and survived . .
.
-- The fox again comes to the donkey as usual and says - if you make a mistake
again. How can the king sit on the throne if he has a tail? So your tail is
off. Stupid animals cannot think farsightedly. This is ultra grooming. It means
the final touch. Let's go to the throne quickly . .
.
-- The donkey comes to the throne again. Now he can't live anymore. His
mutilated body lies on the ground in the paws of a lion. Blood stains on the
mouth of the lion's teeth . .
.
-- The fox says to the lion - Maharaj will eat you with such difficulty. Give
me the head. Arrange it nicely on the plate. The fox eats the donkey's brain
and gives the rest of the head to the lion . .
.
-- Lion says - where is the brain. The fox says - Maharaj who came to you
despite repeated deception - do you think he has something called brain . .
.
-- Peacock says from tree branch - His brain is fine. But being very simple, he
did not understand the fraudsters . .
.
-- The owl says to his child - What did you learn from this incident? I learned
from the kids that if someone suddenly becomes big, you must understand that he
has a secret misfortune. And I also learned that - one has to do what one has
to do. Do not listen to other's bad advice. The fruit of greed is never sweet .
.
.
-- It's good to be naive. But it's not good to be stupid. Believing too much,
he was deceived. And his faith ended tragically with his own life . .
.
-- Now who can tell who is the donkey of this story . . ? . . It is bitter but
really, I am the donkey of this story. Because you know I make mistakes many
times. I cheat, I cheat, I become loved by the need of people and I make the
same mistake again and again like this donkey . .
.
-- Isn't that very interesting . . ? . . But like that peacock, I also have
some well wishers who give my very simplicity as the cause of my loss, but I
fall into the cleverness of the fox and believe it again and again and just
stumble like a donkey in that story . . 🙂
.
-- I wrote this so that no one would be an ass like me. Because there are some
great animals around now like foxes who will take advantage of your simplicity.
So if you judge before like a horse and a peacock then the end result will be
like this donkey . . 🙃
.
.
©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®
No comments