Header Ads

Understanding Your Worth and Maintaining Balance in Relationships: The Key to a Happy Life . .

Understanding Your Worth and Maintaining Balance in Relationships: The Key to a Happy Life . .


    নিজের মূল্য বোঝা এবং সম্পর্কের ভারসাম্য রক্ষা: জীবনে সুখী থাকার উপায় . .



Srabon Das Hridoy


" " নিজের অজান্তেই আমরা অনেক সময় নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে যাচ্ছি টেরই পাচ্ছি না! জগতের প্রতিটি সম্পর্কই নির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ . .
.
-- প্রত্যেকটা সম্পর্কের মাঝেই নির্দিষ্ট কিছু গ্যাপ রাখা উচিত একেবারে ফ্রি হওয়া মানে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেওয়া। তখন খড়কুটোর মতো ভ্যালুলেস জিনিস আর আপনার মাঝে কোন পার্থক্য থাকবে না . .
.
-- সহজেই মানুষের সঙ্গে এজন্য প্রয়োজনের বেশি মিশবেন না, যার যতটুকু পাবার তাকে ঠিক ততটুকুই দিন কেননা সহজে পাইলে মানুষ হীরাকেও ময়লা ভাবে . .
.
-- কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না, যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান। যার যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন . .
.
-- অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না। দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না, তখন ভেতর থেকে অহংকারী হয়ে ওঠে। খুব কম সংখ্যক মানুষ অপরের গুরুত্ব পাওয়াটাকে সঠিক মূল্যায়ন করে থাকে . .
.
-- যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকেও আপনি ঠিক ততটুকুই গুরুত্ব দিন। যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে। কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন . .
.
-- জীবনে ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেয়া দরকার। একটু কঠোর হওয়া দরকার। যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায়, আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন। যে আপনাকে যেটুকু ইগনোর করে, আপনি তার থেকেও তাকে বেশি ইগনোর করবেন। একটু এদিক সেদিক হলেই আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন . .
.
-- কেউ আপনার জন্য হাটু পর্যন্ত নামলো আর আপনি যদি তার জন্য কোমর পর্যন্ত নেমে যান, তাহলেই অপর মানুষটা আপনাকে সহজলভ্য মনে করবে। যেখানে যতটুকু দেয়া উচিত সেখানে ঠিক ততটুকুই দিতে হয়। অতিরিক্ত কিছু পেয়ে গেলেই মানুষ আর মূল্য দিতে চায় না . .
.
-- যে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন। অযথা যার কাছে আপনার কোনো দাম নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছুই যায় আসে না, এমন মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন। কারণ নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই . .
.
-- মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেয়ার কারনে। কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পারে না। আজ আপনার দেয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলা হয়ে ফেরত আসবে, যদি না আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে না পারেন . .
.
.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .

.
.

" " Many times we are sacrificing our personality without realizing it! Every relationship in the world is limited to certain limits . .
.
-- There should be some gap in every relationship. Being completely free means sacrificing your personality. Then there will be no difference between you and a worthless thing like a straw . .
.
-- Don't mix with people more than necessary, give them exactly what they deserve because if they get it easily, people consider even diamonds as dirt . .
.
-- Don't give anyone so much importance, if you give them the importance, you yourself become unimportant to yourself. Give them exactly what they deserve . .
.
-- Not everyone can digest excessive importance. It is seen that when people receive excessive importance, they often cannot use it properly, then they become arrogant from within. Very few people correctly evaluate the importance of others . .
.
-- Give the same amount of importance to the person who gives you importance. Whenever you give more importance, the other person will start thinking you are cheap. Because by giving extra importance, you are reducing your own value to the other person . .
.
-- To be good in life, you need to be a little tougher. You need to be a little tougher. You will give the same amount of importance to the person who shows you importance. You will ignore the person who ignores you even more. If you are a little bit biased, you will become cheap to him . .
.
-- If someone goes down to his knees for you and you go down to his waist for him, then the other person will find you accessible. Where you should give, you have to give exactly that much. When you get something extra, people no longer want to give value . .
.
-- Give importance to the person to whom you are valuable. Avoid yourself from people who have no value to you or who do not care about your existence or non-existence. Because to maintain your own value, you should never give someone more value than necessary . .
.
-- Most of the pain that people experience is because of giving someone extra importance. Because not everyone can accept extra importance. The extra importance you give today will come back to you as extra neglect one day, unless you can maintain your own importance . . 

.

-- Attention: I am not referring to any specific relationship here. I have tried to explain almost all relationships in the world. No one will misunderstand . .
.

.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.