Header Ads

Lessons of Strength, Humility, and Karma: Inspiration to Prepare for Life's Challenges . .

        Lessons of Strength, Humility, and Karma:                     Inspiration to Prepare for Life's Challenges . .


    জীবনের শক্তি, বিনয়, এবং কর্মফলের পাঠ: কঠিন সময়ের                             জন্য প্রস্তুত থাকার অনুপ্রেরণা . .



Srabon Das Hridoy


" " কারো ক্ষমতা দেখে ভয় পেয়ো না। এই ক্ষমতা চিরস্থায়ী না। কেউ যদি ক্ষমতা দেখায়, পাশ কাটিয়ে যাও। তুমি বেঁচে থাকতেই হয়তো দেখবে, সে তোমার কাছে সাহায‍্যের জন‍্য হাত বাড়িয়েছে . .

.
-- একটা উদাহরন তুমি নিজেই দেখো না, যেই টিকটিকি টা জীবিত থাকতে অনেক পোকা খেয়েছে একসময় শক্তি শেষ হলে ঐ টিকটিকি ই হয় পিপরার খাবার। আর দেখো একটা জঙ্গলে লক্ষ লক্ষ গাছ থাকে কিন্তু ঐ জঙ্গলের শুধুমাত্র একটি গাছের একটা ঢাল থেকেই হাজার টা দিয়াশলাই বানানো যায়, কিন্তু ঐ হজার টা দিয়াশলাই এর একটি মাত্র কাঠি দিয়েই সেই পুরো জঙ্গল দাবানলয়ে পরিনত করা যায় . .
.
-- আর একটা কথা এই যে, " " অহংকার তো তারাই করে যাদের হাতে হঠাৎ করে এমন কিছু চলে আসে যা পাওয়ার যোগ্যতাই তাদের কখনো ছিলো না " " . .
.
-- তুমি আজ দুর্বল কিন্তু মনে রেখো সময় সবার চেয়ে অনেক শক্তিশালী। আজ তোমার এই করুন অবস্থার জন্য কষ্ট পেয়ো না। তুমি শুধু কর্ম করে যাও। কারন কর্ম বলে যে, যে যেমন করে কর্ম ফল ও সে সেই রকম ই পায়। আর এই কর্মফল জীবনে বার বার ফিরে আসে। আর হ্যাঁ তুমি যার জন্যই যেকোন কর্ম করো না কেন, বিনিময়ে কোন প্রকার আশা রেখো না . .
.
-- তুমি যদি সঠিক হও এটা কাউকে গিয়ে বার বার বুঝাতে হবে না। তুমি শুধু ঈশ্বরের দেওয়া কর্ম করে যাও। যে তোমার সাথে খারাপ কিছু করবে, দেখবে তুমি জীবিত থাকতেই তার খারাপ কৃতকর্মের ফল পেয়ে যাবে। একটা কথা সবসময় মনে রেখো যে, " " তোমার কর্ম যদি ভালো হয় তাহলে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে থাকলেও স্বয়ং পরম করুনাময় স্রষ্টা সবসময়ই তোমার পাশে থাকবেন " " . .
.
-- আর একটা কথা অনেক গুরুত্বের সাথে খেয়াল রেখো যে, জীবনে কখনো নিজেকে স্বস্তা পন্যের মতো তৈরি করে ফেলো না। যাই করোনা কেন প্রথমে একটু ভেবে নিও যে, কি করতে যাচ্ছো আর কার জন্যই বা করছো। কারন যাকে তুমি তোমার দুনিয়ার সবচেয়ে আপন মানুষ মনে করো, খোজ নিয়ে দেখো যে, সে তোমাকে তার এলাকার কুকুর ও মনে করে না। আর দুই দিনের পরিচয়েই মানুষকে এত কাছের করে নিয়ো না তাহলে জীবনে তুমি বহু বার ঠকবে। আর এই কথাটা সবসময় ই অনেক গুরুত্বের সাথে মনে রেখো যে, " " তুমি ততক্ষণ ই তার প্রিয়োজন, যতক্ষণ তুমি তার প্রয়োজন " " . .
.
-- গায়ের শক্তি দেখানো বহু মানুষকে দেখেছি, চল্লিশ পার না হতেই নিঃস্তেজ হয়ে গেছে। উঠে দাঁড়ানোর শক্তিটুকু হারিয়েছে। অথচ, যখন গায়ে শক্তি ছিলো, কাউকে রেসপেক্ট করেনি। এখন তাকে রেসপেক্ট করার জন‍্য কেউ নেই . .
.
-- টাকার গরমে ধরাকে সরা জ্ঞান মনে করা অনেক কেই দেখেছি। সকালে ধনী ছিলো, সন্ধ‍্যায় ফকির হয়ে গেছে। চোখের সামনে এমনও পরিবার দেখেছি, যারা হয়তো ঠিকমতো খেতে পায়নি, কিন্তু একসময় কোটি টাকার মালিক হয়েছে। আবার দেখেছি, বহু পরিবার সম্পদ হারিয়ে শূণ‍্য হাতে ঘুরে বেড়াচ্ছে . .
.
-- কখনো কখনো এসব দেখে ও শুনে এড়িয়ে যাও। জবাব দিলেই সবসময় জয়ী হওয়া যায় না। একটা কথা মনে রেখো যে, " " বড় যদি হতে চাও, ছোট হও আগে " " . . । শুনে হজম করতে পারলেই অনেক সময় জয়ী হওয়া যায়। পৃথিবীর প্রতিটা মানুষের একজন আপনজন থাকে। সেটা হলো নিজের আত্মা। আত্মার সাথে বন্ধুত্ব করো। কথা বলো। আড্ডা দাও। আনন্দ করো . .
.
-- আর একটা কথা মনে রেখো সর্বদা যে, শব্দ তরঙ্গ একটি নিক্ষেপকৃত বুলেটের চেয়েও অধিক গতিশীল। যা একবার বেরোলে আর ফিরানো যায় না। আর জীবনে কখনো এমন কিছু মানুষরুপী জানোয়ার, নিমকহারাম, অকৃতজ্ঞ কে বন্ধুত্বের মর্যাদা দিয়োনা, যারা নিজের ফয়দার জন্য সবকিছু করতে পারে এবং সেকেন্ডের মধ্যে জীবন ওলোট পালোট করে দিতে পারে . .
.
-- যে অন‍্যের পরিচয়ে নিজেকে শক্তিশালী করতে চায়—সে মূলত দুর্বল। তাকে এড়িয়ে যাও। তার কাছ থেকে কিছুই পাবে না। কারণ সে নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আত্মপরিচয়ে বড়ো হও। সব সময় কঠিন সময়ের জন‍্য নিজেকে তৈরি রাখো . .
.
-- কৃতঞ্জতা , বিনয়, রেসপেক্ট  — এই তিন জিনিস ধারণ করলে মানুষ কঠিন সময়কেও সহজে পার করতে পারে . . 
.
.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .

.
.
" " Don't be afraid of someone's power. This power is not permanent. If someone shows power, step aside. You may see while you are alive, he has reached out to you for help . .
.
-- An example you don't see yourself, the lizard that has eaten many insects while alive, once the energy runs out, that lizard is the food of the canker. And look, there are millions of trees in a forest, but a thousand diashlai can be made from only one tree in that forest, but with a single stick of that thousand diashlai, the entire forest can be turned into a fire . .
.
-- And another thing is that, " " pride is done by those who suddenly get something in their hands that they never deserved " " . .
.
-- You are weak today but remember time is stronger than all. Don't suffer because of your situation today. You just do the work. Because Karma says that as one does, so does one get the result. And this karma comes back again and again in life. And yes, whatever you do, don't expect anything in return . .
.
-- If you are right, you don't have to go and explain it to anyone. You just do what God has given you. Whoever does evil to you will see that you will reap the consequences of his evil deeds while you are still alive. Always remember one thing that, " " If your actions are good, even if the whole world is against you, will always be The Most Merciful Creator Himself Merciful And Almighty Lord by your side " " . .
.
-- One more thing to take care of very seriously is that never make yourself like a cheap commodity in life. Whatever you do, first think about what you are going to do and for whom you are doing it. Because the person you think is the best person in your world, find out that he doesn't think of you as a dog in his area. And don't make people so close to each other in two days, otherwise you will be cheated many times in life. And always remember this very seriously, " " You are his beloved as long as he needs you " " . .
.
-- I have seen many people who show strength of body, become lethargic before they reach forty. He lost the strength to stand up. However, when he had power, he did not respect anyone. Now there is no one to respect him . .
.
-- I have seen many who think it is wisdom to catch money. In the morning he was rich, in the evening he became a pauper. I have seen families in front of my eyes, who may not have been able to eat properly, but once became owners of crores of Taka. I saw again, many families lost their wealth and are walking around empty handed . .
.
-- Avoid seeing and hearing these sometimes. Answering doesn't always win. Remember one thing, " " If you want to be big, be small first " " . . Many times you can win if you listen and digest. Every person in the world has an ownership. That is one's own soul. Make friends with the soul. speak up have a chat rejoice . .
.
-- And always remember that sound waves move faster than a fired bullet. Which once released cannot be returned. And in life, never give the status of friendship to some human-like animals, nimkharam, ungrateful, who can do everything for their own benefit and can turn life upside down in seconds . .
.
-- He who seeks to strengthen himself in the identity of others — is essentially weak. avoid him You won't get anything from him. Because he could not stand on his own feet. Grow in self-awareness. Always prepare yourself for tough times . .
.
-- Gratitude, Humility, Respect - If you have these three things, people can easily pass through difficult times . .
.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®


No comments

Powered by Blogger.