Header Ads

After a Certain Age, People Understand . .

          After a Certain Age, People Understand . .

     একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় . .




Srabon Das Hridoy



" " কারও সাথে অকারণ তর্কে যাওয়াটা বোকামি। কেউ যদি বলে "পৃথিবী গোল নয় লম্বা", তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন,কেউ কারও ভাবনা-চিন্তা বা মতামত আসলে বদলায় না, অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসিমুখে নিজের কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। একটা বয়সের পেরিয়ে আপনি বুঝে যাবেন, বাইরের লোক তো ছেড়েই দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনাবোধ আলাদা— এটাই কঠিন সত্যি। আপনার মতামত, আপনার চিন্তা- ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারো তা নিয়ে ভাববার বা বোঝবার দায় নেই। একথা যত সহজে বুঝবেন, তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায়, মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে,কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে, বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারো কাছের মানুষ, কারো নিজের মানুষ,কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দেবে, ততটুকুই সম্মান বা অগ্রাধিকার দেবে— যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন,গুরুত্ব বা স্বার্থ থাকবে। তার বেশি একচুলও নয়। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন—কারো জন্য কোনো কিছুই বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালোমানুষি দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারো উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছে করবে না,নিজেকেও সবরকম চাপমুক্ত,ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে। কারো কাছে কোনোকিছু আশা করে কোনো লাভ হয় না— একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে,নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করে মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম,আর বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কী ভাবলো,আপনাকে নিয়ে কী মন্তব্য করল,আপনাকে কে কী বলল না বলল —কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গন্ডী,নিজের মনোভাব,নিজের স্বভাব,দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা-ভাবনা করে। কারো চিন্তা-ভাবনা আপনাকে নয়,বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কী ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে নেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলেও আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এমন এক বিরাট বড় খাদ,বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায় যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ্য গহ্বর টা তৈরি করে। একটা বয়সের পর মানুষ বুঝে যায়— পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া- পাওয়ার কিছু বাকি নেই। একটা সময় পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমানও হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে,শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারো সাথে দেখা করার তাগিদ,কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু,তার একমাত্র কাছের মানুষ সে নিজে। সে নিজেকে ভালোবাসতে শেখে, নিজেকে সময় দিতে শেখে, নিজের গভীরে ডুব দিতে শেখে। অন্য কোনোকিছুই আর তাকে তেমন আনন্দ দেয়না তখন, উৎসাহ দেয় না। কিছুই আর যেন তেমন টানে না তাকে। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সঙ্গে একান্তে সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার বোধহয় আর চাওয়ার কিছুই থাকে না . .

.
.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . .

.
.

-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . .

.
.
" " It is foolish to argue with someone unnecessarily. If someone says, "The world is not round but flat," it is more useful to agree with them and walk away with a smile. After a certain age, you will understand that no one's thoughts or opinions actually change, at least you cannot change them by arguing. So it is wise to do your work silently and with a smile. After a certain age, you will understand that, let alone outsiders, even the people closest to you will not be like you. They will never love you the way you want them to love you, they will not give you the same importance. In fact, all people act according to their own wishes, considerations, thoughts and decisions, and this is the reality. Every person's judgment, conscience and sense of judgment are different - this is the hard truth. Your opinion, your thoughts, your sense of life, your feelings are entirely your own, and no one else is responsible for thinking about or understanding them. The easier you understand this, the less hurt you will be. After a certain age, people understand that by trying to be better to people, showing more affection towards someone, doing more duties or loving someone more, you cannot always make yourself someone's close person, someone's own person, someone's trusted person. People will love you just as much, give you as much importance, respect or priority as they need, value or interest you in their own life. Not even a hair more than that. So after a certain age, you will understand that doing more for someone or going further and showing more kindness is not beneficial. So then you will learn to do exactly as much as is necessary. After a certain age, you will no longer want to impose anything on anyone, you will also want to keep yourself free from all kinds of pressure and burden. There is no benefit in expecting anything from anyone - a certain age makes it clear. Then, people have to try to be good by doing only what is in their own hands, within their own power, and leave the rest to God. After a certain age, what someone thought about you, what they commented on you, what they said or didn't say to you - nothing matters anymore. After a certain age, you will understand that every person thinks according to their own life boundaries, their own attitude, their own nature, their perspective or education. Someone's thoughts do not define you, but that person. So after a certain age, what anyone else in the world thinks about you becomes meaningless except for yourself and those who are important in your personal life. After a certain age, people create a huge distance from everyone. Even if there is a lot of people, in fact, there is a huge gap, a huge emptiness between all of them and themselves that cannot be crossed. Deep disappointment towards the people around them and long-standing accumulated anger and pride create this huge impenetrable hole. After a certain age, people understand - they have nothing left to ask or receive from anyone in the world. After a certain time, anger, resentment, pride also disappear. Age gradually makes a person silent, teaches him to be calm, teaches him to be cold. There is no longer any urge to meet anyone, no enthusiasm to talk. Then his only dear friend, his only close person is himself. He learns to love himself, learns to give himself time, learns to dive deep into himself. Nothing else gives him much joy then, does not encourage him. Nothing seems to attract him much anymore. Then he probably has nothing left to want except to be able to live well in his own way, to spend time alone with himself and immense peace of mind . . 

.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.