Header Ads

Being a Man is Not So Easy . .

         Being a Man is Not So Easy . .

পুরুষ হওয়া অত সহজ নয়: ত্যাগ, দায়িত্ব এবং ভালোবাসার এক নীরব যোদ্ধা . . 




Srabon Das Hridoy



" " পুরুষ হওয়া অত সোজা নয়, একটু বড় হওয়ার পর হঠাৎ করেই বুঝে যায় খুব তাড়াতাড়ি বড় হতে হবে, পুরো সংসারের দায়িত্ব নিতে হবে। ঘর বানানোর জন্য পুরুষকে ঘর ছেড়ে বাইরে যেতে হয় বছরের পর বছর, মৃত্যুর আগে অব্দি হয়তো কখনো পাকাপাকিভাবে বাড়ি ফেরা হয় না। নির্বাক সৈনিকের মত লড়ে যায় বহুরূপীর মতো বিভিন্ন রূপে কখনো দাদা, কখনো ভাই, কখনো বা স্বামী , কখনো বাবা . .
.
-- পুরুষকে কখনো কাঁদতে দেখবেন না, কারণ সে জানে কাঁদলে সান্ত্বনা দেওয়ার মতো কাউকে পাশে পাওয়া যায় না। বিভিন্ন কারণে যদি স্ত্রীর সাথে ঝগড়াও হয়ে যায় সে হয়তো চুপ করে থাকে বা এক বেলা না খেয়ে থাকে তবু তার কোন বাপের বাড়ি হয় না যেখানে গিয়ে সে তার অভিমানটা প্রকাশ করতে পারবে . .
.
-- যতই শিক্ষার ডিগ্রী থাকুক পুরুষের সম্মানটা তার উপার্জন এবং মূলধনের উপরে নির্ভর করে। পুরুষরা সমাজ, পরিবার ও সম্পর্কের ভিত গড়ে তোলে, অথচ তাদের আবেগ, সংগ্রাম ও স্বাস্থ্যের কথা অনেক সময় উপেক্ষা করা হয় . .
.
-- তাদের ত্যাগ, দায়িত্ব ও ভালোবাসাকে সম্মান জানানো উচিত। আপনারা আমাদের জীবনে আলো হয়ে থাকুন এই কথাটা বলা উচিত। সকল পুরুষদের অনুভূতিগুলোকে সম্মান দিন। নিজের যত্ন নিন। নিজে ভালো থাকুন এবং নিজের সখের মানুষকেও ভালো রাখুন . . 😊 . . 😊 . . 😊
.
.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊
.
.
-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . .😊
.
.

" " Being a man is not that easy, after growing up a little, you suddenly realize that you have to grow up very quickly, take responsibility for the entire family. To build a house, a man has to leave home for years, and may never return home safely until his death. He fights like a silent soldier in many forms, sometimes as a grandfather, sometimes as a brother, sometimes as a husband, sometimes as a father . .
.
-- You will never see a man crying, because he knows that if he cries, there is no one around to comfort him. Even if he has a fight with his wife for various reasons, he may remain silent or may not eat for a day, but he does not have a father's house where he can express his pride . .
.
-- No matter how much education he has, a man's respect depends on his income and capital. Men build the foundation of society, family and relationships, but their emotions, struggles and health are often ignored . .
.
-- Their sacrifice, responsibility and love should be respected. You should be the light in our lives. Respect the feelings of all men. Take care of yourself. Be good to yourself and keep the people you love good too . . 😊 . . 😊 . . 😊

.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.