Header Ads

Learn To Accept Reality And Life Will Change For The Better . .

Learn To Accept Reality And Life Will Change For The  Better

বাস্তবতা মানতে শিখুন তাহলে জীবন এমনিই এমনিই বদলে যাবে . .



Srabon Das Hridoy


" " তিক্ত সত্য হল এটাই যে, জীবনে ভালো দিন পেতে হলে, অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। তো আমি এই কথাটাই বলবো যে যদি পারো তো বিখ্যাত না অখ্যাত হয়েই থাকো। তুমি অপরিচিত থাকলে দিন শেষে কিছু আসে যায় না। তোমার প্রশংসা কেউ না করলেও কিছু আসে যায় না। লোকেরা তোমাকে খারাপ জানে . . ? . . তাতেও কিছু আসে যায় না। কিন্তু পরম কুরুনাময় স্রষ্টা যদি ভালো জানে তাহলে কে কি ভাবলো তোমাকে নিয়ে কারোই পরোয়া করার দরকার নেই। তোমার স্রষ্টা তোমাকে ভালোবাসে . . 

-- আর রিযিএর জন্য কাউকে হিংসা করবেন না। কারন তাকে দেওয়ার রিজিকটা আপনার ছিলো না, আর আপনার দেওয়া রিজিকও তার ছিলো না। আপনি আপনার জন্য নির্ধারিত অংশের চেয়ে বেশিও পাবেন না আর আপনার প্রাপ্য থেকে কিছু কমও করা হবে না . .

-- আর দয়া করে চেষ্টা না করে ভাগ্যের কিংবা তাকদিরের দোষ দিবেন না। উত্তম কিছু পেতে হলে অবশ্যই স্রষ্টার নিকট প্রার্থনা করবেন, সকলের দোয়া - আর্শীবাদ চাইবেন আর ধৈর্য হরে হালাল ভাবে চেষ্টা করতে থাকুন, অবশ্যই মহান প্রতিপালন আপনার চেষ্টা, ধৈর্যের ফল দিবেন। তার উপর বিশ্বাস রাখুন . . 

-- আপনি যদি কারোর শখের মানুষ হয়ে থাকেন, বিশ্বাস, ভরসা, সম্মান, গুরুত্ব, ভালোবাসা এমনিতেই পেয়ে যাবেন, জোর করে আদায় করার প্রয়োজন পড়বে না। আর একটা কথা কার জন্য কি করেছেন তার হিসাব কেউ রাখবে না। " " #কি_করেন_নি " " . . সেই হিসাব টা সবাই ভালো রাখতে জানে। তাই কারো জন্য কিছু করলে সেটার প্রতিদান বা আশা রাখবেন না . . 

-- কাউকে কখনো তার ভালো - মন্দ বেশি বোঝাতে যাবেন না। এতে আপনিই অনেক খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন কারন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখনই সে এমনিতেই আপনার মর্ম বুঝতে পারবে . . 

-- কখনো কখোনো চুপ থাকবেন। এটাও একটা ইবাদত। কারন এই চুপ থাকার কারনে ফেরেশতারা কিছু লিখতে পারে না। শয়তান কিছু বুঝে উঠতে পারে না। অন্তর ভেঙ্গে চুরমার হয়ে যায়। স্রষ্টা ছাড়া কেউ সেটা বুঝতে পারে না . . 

-- আর আমি এটা বিশ্বাস করি যে, একটা সময় পরে মানুষ আর বন্ধু হতে পারে না। মানুষের জীবনে সেই আগের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এর মতো বন্ধু আর আসে না। আসলে এর পর দুই ধরনের মানুষ আসে জীবনে এনিমি এবং নন - এনিমি। বড় বয়সে আমরা ওই নন - এনিমি মানুষ দের আমরা বন্ধু বলে ধরে নেই। কেনানা, ধরে নিতে হয় . . 

-- আর নিজের সৌন্দর্য নিয়ে কখনো হতাশ হবেন না। আপনি যেমনই হন না কেন, কালো, খাটো, মোটা, কুৎসিত কিংবা চিকন। এগুলা নিয়ে কখনোই মন খারাপ করবেন না। কারন সৃষ্টি কর্তার ইচ্ছাতেই আপনি সৃষ্টি হয়েছেন, মানুষের জন্য নয়। কারো কাছে আপনি অসুন্দর হলে সেটা তার দৃষ্টিভঙ্গির সমস্যা, আপনার সৌন্দর্যের বর্ননা করার যোগ্যতা এই জগতে কারোই হয়নি। আপনি কখনোই অসুন্দর হতে পারেন না, কারন আপনি অনেক সুন্দর কারন স্রষ্টা স্বয়ং আপনাকে সৃষ্টি করেছেন, আর স্রষ্টার সৃষ্টিতে কখনোই ভুল থাকে না . . 

-- আর আত্মসম্মান এর চেয়ে বড়ো আর কিছুই নেই। কেউ আপনাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো। এবং তার থেকে দূরে থাকবেন, কারন প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। আমিও একই সব নিতে পারি কিন্তু আত্মসম্মানের আঘাত নিতে পারি না . . 

-- জীবনে এমন সময় আসবে, যখন আপনার অন্যের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করার চেষ্টা করবে। কিন্তু আপনার খারাপ কথা, আপনার আচরন, খারাপ অভ্যাসের কারনে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। তাই সবসময় কৃতজ্ঞতা, বিনয় এবং রেসপেক্ট বঝায় রাখে মানুষের উপকার করুন। আর অহংকার যদি একটু বেড়ে যায় তাহলে কবরস্থান কিংবা শ্বশান থেকে একটু ঘুরে আসুন। তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন . . 

-- আর পরিস্থিতি মানুষকে বাস্তবতা শেখায়। পরিস্থিতি মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। পরিস্থিতি মানুষকে একা পথ চলতে শেখায়। পরিস্থিতি মানুষকে চেনা মুখসের আড়ালের অচেনা মুখ চিনতে শেখার। মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই। কারন -মানুষ গুলো দেখতে অবিকল মানুষের মতোই। আর আমরা ডান - বাম চিনতেই ভুল করি আর মানুষ চেনা তো এক প্রকার এর বিলাসিতা। তাই পরিচয় সবার সাথেই রাখুন কিন্তু সম্পর্ক নয় . . 

-- আর হ্যাঁ আবশ্যই এটা সবসময় মনে রাখবেন সর্বশক্তিমান স্রষ্টা আপনার পাশে আছেন . . 😊

.

-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊

.

.

-- #NoTe. . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊

.

.


" " The bitter truth is that in order to have good days in life, one has to fight many bad days. So I will say that if you can, stay famous or not famous. It doesn't matter at the end of the day if you are a stranger. It doesn't matter if no one praises you. People know you badly. . ? . . It doesn't matter. But if the All-Merciful Creator knows best, then no one needs to care about you. Your creator loves you . . 

-- And don't be jealous of anyone for Rizq. Because you didn't have the sustenance to give him, and he didn't have the sustenance you gave him. You will not receive more than your share and do less than what you deserve will not . . 

-- And please don't blame fate or destiny without trying. If you want to get something good, you must pray to God, everyone Doa - ask for blessings and keep trying with patience and halal, of course, the Great Providence will reward your efforts and patience. Have faith in him . . 

-- If you are someone's favorite person, you will get trust, trust, respect, importance, love immediately, there will be no need to force it. And one more thing, no one will keep an account of what he did for whom. " " What did not do " " . . Everyone knows how to keep that account well. So if you do something for someone, don't expect anything in return . . 

-- Never try to convince someone of his good or bad. It will make you worse. Rather, leave him because when he stumbles or is in danger, he will understand your meaning . . 

-- Be quiet sometimes. It is also a worship. Because of this silence angels cannot write anything. Satan cannot understand anything. The heart is broken. No one can understand that except the Creator . . 

-- And I believe that after a while people can't be friends anymore. Friends like school, college, university no more come in people's life. Actually after that two types of people come in life enemy and non-enemy. In old age, we are not those - enemy people and we do not consider them as friends. Kenana, is to assume . . 

-- And never be disappointed with your beauty. No matter what you are, black, short, fat, ugly or skinny. Never worry about them. Because you were created by the will of the Creator, not for humans. If you are unattractive to someone, it is a matter of his perspective, no one in this world is qualified to describe your beauty. You can never be ugly, because you are very beautiful because God created you, and there is no mistake in God's creation . . 

-- And there is nothing greater than self-respect. Even if someone belittles you for once, recognize him. And stay away from him, because if indulged he will do the same thing again and again. I can take all the same but I can't take the damage to my self-esteem. . . 

.

-- There will be times in life when you will need the help of others, even if they try to help you. But because of your bad words, your behavior, bad habits, they will not come forward for help. So always do good to people with gratitude, modesty and respect. And if the pride increases a little, then take a little walk from the cemetery or the crematorium. Then you can understand many things . . 

-- And situations teach people reality. Circumstances teach people to stand on their own feet. Circumstances teach people to walk alone. The situation is to learn to recognize the unknown face behind the familiar face. There is no shame in misrecognizing people. because Non-humans look exactly like humans. And we make mistakes in knowing right and left and knowing people is a kind of luxury. So keep the identity with everyone but not the relationship . . . -- And yes always strongly believe that the Almighty God Always with you . . 😊

.

.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg)®

No comments

Powered by Blogger.