Header Ads

The Unknown Chapter of the Tale of the Hare and the Tortoise: A Blend of Lessons and Reality . .

The Unknown Chapter of the Tale of the Hare and the Tortoise: A Blend of Lessons and Reality . .

খরগোশ ও কচ্ছপের গল্পের অজানা অধ্যায়: শিক্ষণীয় পাঠ ও বাস্তবতার মিলন . .




Srabon Das Hridoy



" " আচ্ছা #কচ্ছপ আর #খরগোশের গল্পটা তো ছোট বেলায় আমারা সবাই পড়েছি এবং জানিও। কিন্তু মজার বিষয় হলো গল্পোটা আমরা ৯৯.৯৯% জানি কিন্তু ০.০১% আমরা জানি না। তো ঐ না জানা ০.০১% গল্পটা আজ আমি লিখছি . .
.
-- গল্পটার #প্রথম_অংশ ছিলো এই যে, খরগোশ ঘুমিয়ে যায় এবং কচ্ছপ দৌড় প্রতিযোগিতা জিতে যায়। এখন প্রথম বার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখলো যে তার অতিরিক্ত আত্মবিশ্বাস এর কারনে সে প্রতিযোগিতায় হেরে গেছে . .
.
-- অতএব এর মানে হচ্ছে অতিরিক্ত আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপের জিতে যাওয়া থেকে এটাই বুঝা যায় যে, লেগে থাকলে সাফল্য আসবেই . .
.

" " এখন গল্পের #দ্বিতীয়_অংশ বলি। হেরে যাওয়ার পর খরগোশ আবার কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো। আর কচ্ছপও রাজি হয়ে গেলো। তো এইবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শুরু করলো এবং জিতে গেলো . .
.
-- এখন এই দ্বিতীয় অংশে খরগোশের জয় দিয়ে এটাই শেখা যায় যে, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে অবশ্যই সফল হওয়া যায়। আর কচ্ছপের হার দিয়ে এটাই বুঝা যায় যে, ধীরস্থির ভাবে চলা ভালো কিন্তু প্রতিযোগিতা মূলক কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতা মূলক কাজে জয়ী হওয়া অসম্ভব . .
.

" " এবার আসি গল্পের #তৃতীয়_অংশে। এইবার হেরে যাওয়ার পর এইবার কচ্ছপ নিজে খরগোশ কে আরো একবার দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো। খরগোশ ও খুশি মনে হাসতে হাসতে রাজি হয়ে গেলো . .
.
-- কিন্তু এইবার কচ্ছপের শর্ত হলো এই যে, একই রাস্তায় আমরা দুইবার দৌড়েছি, " " এইবার অন্য রাস্তায় প্রতিযোগিতা হোক " " . . তো খরগোশ ও রাজি হলো আর আবারো শুরু হলো দৌড় প্রতিযোগিতা . .
.
-- তো এইবারও যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিলো। আর কচ্ছপ আস্তে আস্তে তার পিছন পিছন আসতে শুরু করলো। তো কচ্ছপ যখন খরগোশের কাছে গিয়ে পৌছালো দেখলো খরগোশ দাড়িয়ে আছে, জয়ের শেষ সীমানায় যেতে পারেনি . .
.
-- কারন এই প্রতিযোগিতায় রাস্তায় দৌড়ের শেষ সীমানায় একটি খাল আছে। তো কচ্ছপ খরগোশের দিকে তাকালো এবং নিচে নেমে খালে সাতার কেটে দৌড় প্রতিযোগিতার শেষ সীমায় পৌছে জয়ী হলো . .
.
-- এখন গল্পের এই তৃতীয় অংশ দ্বারা খরগোশের অবস্থা দেখে এটাই শেখা যায় যে, শুধু নিজের শক্তির উপর নির্ভরশীল হলেই হয়না। পরিস্থিতি এবং বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজন। আর কচ্ছপের জয় দ্বারা এটাই শেখা যায় যে, প্রথমে প্রতিযোগির দূর্ভলতা খুজে বের করতে হবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা নির্নয় করতে হবে . .
.

" " এইবার আসি গল্পের #চতুর্থ_এবং_শেষ_অংশে। এইবার খরগোশ আবার কচ্ছকে আরো একবার ঐ রাস্তায় ই দৌড় প্রতিযোগিতায় আহ্বান করলো। কিন্তু এইবার দুইজনের শর্ত হলো এই যে, " " এইবার প্রতিযোগি হিসাবে নয়, এইবার দৌড়টা দৌড়াবে তারা সহযোগী হিসাবে " " . .
.
-- তো শুরু হলো দৌড় প্রতিযোগিতা। কিন্তু এইবার আলাদা আলাদা নয়। এইবার খরগোশ তার পিঠে কচ্ছপকে উঠিয়ে নিয়ে গেলো খালের সামনে, এরপর কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে, এইবার কচ্ছপ খরগোশ কে তার পিঠে উঠিয়ে সাঁতরে খাল পার করলো। এরপর আবার খরগোশ কচ্ছকে তার পিঠে নিয়ে বাকি দৌড় শেষ করলো। তো এইবার তারা দুইজন এক সাথেই জয়ী হলো . .
.
-- তো এখন গল্পের চতুর্থ অংশ দ্বারা এটাই বুঝা যায় যে স্রষ্টা তার সৃষ্টি প্রতিটা প্রানি কেই আলাদা আলাদা গুন দিয়েছে। এখন খরগোশ দৌড় ভালো জানে কিন্তু সাতার তো জানে না, আর কচ্ছপ দৌড় ধীর গতি হলেও সে সাতার জানে। তো দুই জনের দুই গুনের কারনে দুইজন ই জয়ী . .
.

-- #দৃষ্টি_আকর্ষন_করছিঃ আসলে ছোট বেলায় আমরা যেই গল্পটা পড়েছিলাম ওটাই সত্য। এখন এখানে যে আমি গল্পের আরো তিন অংশ লিখেছি এগুলো পুরোটাই আমার মন গড়া গল্প। আর এই মন গড়া গল্প লেখার ও কারন আছে . .

.
-- আসলে দেখুন আমরা স্রষ্টার সৃষ্টি সেরা জীব। আমারা নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাস, পরিকল্পনা হিনতা, নিজের শক্তি এই গুলার জন্য আমরা নিজেরা নিজেদের অনেক কিছু মনে করি। অপর দিকে থাকা কাউকে মূল্যায়ন করতে চাই না . .
.
-- আমার প্রতিটা প্রানী আমরা একে অপরের উপর নির্ভরশীল। দেখুন গাছ ও একটা প্রানী। আর আমরা গাছের থেকে অক্সিজেন পাই বলেই আমরা বেচে আছি। আর অপর দিকে আমরা কার্বনডাইঅক্সাইড ত্যাগ করি যা গাছ গ্রহন করে বলেই পরিবেশের ভারসাম্য এখনো টিকে আছে . .
.
-- ভাই আমরা একজন ভালো কিছু করলে আরেকজন হিংসা করি। একবার তাকে বাহবা জানাই না যেন সে উৎসাহিত হয়ে আরো ভালো কিছু করতে পারে। ভাই আমাদের প্রতিটা মানুষের আলাদা আলাদা গুন আছে ঐ খরগোশ আর কচ্ছপের মত। আজ আপনি যার ভালো দেখে হিংসা করছেন একবার তাকে হিংসা না করে বাহবা জানান কারন সে পরবর্তীতে যে কাজ টা করবে সেটার জন্য তার এমন কিছু দরকার হবে যা সে জানে না কিন্তু সেটা আবার আপনি ভালো করে জানেন। তো ঐ যে আপনি বাহবা জানানোর জন্য তার সেই কাজটা সম্পূর্ন করার জন্য আপনার কাছেই আসতে হবে। তাই ভাই প্লিজ হিংসা, ঈর্ষা না করে একে অপরের সহযোগিতা করার মানুষিকতা ধারন করি . .
.
-- ভাই কোন মানুষ ই একা বাঁচতে পারে না।
#No_Man_Can_Live_Alone. তাই আমরা একে অপরের সহযোগিতা করি, এক সাথে জয়ী হই, এক সাথে ভালো সমাজ গঠন করি . .
.
-- আর একটা কথা আমি বলবো, হ্যাঁ একসাথে করতে হলে এখানে বিশ্বাসের অনেক প্রয়োজন। দেখুন খরগোশ যদি কচ্ছকে পিঠে নিয়ে দৌড়াবার সময় কোন পাহাড় থেকে ফেলে দিতো কিংবা কচ্ছপ যদি শুধুমাত্র তার নিজের কথা চিন্তা করে খাল পার হবার সময় তার পিঠ থেকে খালের মধ্যে খরগোশ কে ফেলে দিতো। পরিনতি টা কি হতো আশা করি বুঝতে পারছেন . .
.
-- তাই এক সাথে মিলে মিশে থাকার জন্য বিশ্বাস ভরোসা খুভ প্রয়োজন। কিন্তু বিশ্বাস আর ভরসা কখনোই অন্ধভাবে যেনো না হয়। আমি এইখানে ছোট বেলায় পড়া আরো একটি গল্প দিয়ে বুঝানোর চেষ্টা করি . .
.
-- আপনাদের কি সেই বাঘ আর বক এক গল্পটা মনে আছে। ঐ যে বাঘের গলায় একবার কাটা আটকায়, তো তখন বাঘ সবার কাছে গিয়ে বলে আমি এই গলার কাটার জন্য কিছু খেতে পারছি না। যদি কেউ আমার গলার কাটা বের করে দিতে পারো তাহলে আমি ভালো পুরষ্কার দিবো। তো কেউ ই রাজি হয় না . .
.
-- তখন এক বক এর এটা দেখে মায়া হয়। বক বাঘ এর কাছে গিয়ে বলে বাঘ ভাই তোমার অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। বাঘ ভাই আমার গলা অনেক লম্বা তো আমি আমার মুখ তোমার গলার ভিতরে ডুকিয়ে কাটা বের করে দিতে পারবো . .
.
-- বাঘ ও খুশি হয়ে বললো ঠিক আছে যদি পারো আমি তোমাকে ভালো উপহার দিবো। তো বক যথারীতি তার গলা বাঘের মুখে ঢুকিয়ে কাটা বের করে আনলো। কিন্তু বাঘ আসলে বককে খুভ ভালো উপহার ই দিলো। এতদিন যে কাটার জ্বালায় বাঘ কিছু খেতে পারে নি, সেই কাটা বের হওয়ার পর বাঘ খুদা নিবারন করলো তাকে উপকার করা সহজ সরল বককে খেয়েই। তাই কথায় আছে #উপকারিকে_বাঘে_খায় . .
.
-- তো এখন আমরা বিশ্বাস ছাড়া কিছু করতেও পারি না। আর বিশ্বাস করলে ঠকতেও দেরি হয় না। তাই একে অপরের সহযোগিতা আমরা অবশ্যই করবো কিন্তু সেটা অবশ্যই চোখ, কান, নাখ খোলা রেখে . . 😊


.
.
-- #Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো। ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊

.
.
-- #NoTe . . English translation of this text written in Bengali language is given below. Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven, and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊

.
.

" " Well, we all read and know the story of the tortoise and the hare in our childhood. But the interesting thing is that we know 99.99% of the story but we don't know 0.01%. So I am writing the story of the unknown 0.01% today . .
.
-- The first part of the story was that the hare fell asleep and the tortoise won the race. Now after losing for the first time, the rabbit analyzes that he lost the competition because of his overconfidence . .
.
-- So this means overconfidence is harmful to anyone. And from the turtle winning, it means that success will come if you stick to it . .
.

" " Now let me tell you the second part of the story. After losing, the hare again challenged the tortoise to a race. And the turtle agreed. So this time the rabbit started running without sleeping and won . .
.
-- Now in this second part we can learn from the victory of the rabbit that if you work with your mind to the best of your ability, you will definitely succeed. And with the rate of the turtle, it is understood that it is better to go slowly but if there is no suitable speed in the competitive work, it is impossible to win the competitive work . .
.

" " Now come to the third part of the story. After losing this time, the tortoise himself challenged the rabbit to a race once again. Hare and Khushi agreed to laugh . .
.
-- But this time the condition of the tortoise is that we have run twice on the same road, " " Let the race be on another road this time " " . . So the rabbit agreed and the race started again . .
.
-- So this time too, as usual, the rabbit started running loudly. And the turtle slowly began to follow him. So when the tortoise reached the hare, he saw that the hare was standing, unable to reach the final boundary of victory . .
.
-- Because in this race there is a canal at the end boundary of the road race. So the tortoise looked at the hare and went down to the canal and reached the end of the race and won . .
.
-- Now by this third part of the story we learn from the condition of the rabbit that one cannot depend on one's own strength alone. It is also very important to understand the situation and reality. And it can be learned by the victory of the turtle that first you have to find out the weakness of the competitor and you have to decide the plan accordingly . .
.

" " Now come to the fourth and final part of the story. This time, the rabbit once again called Kutch to race on that road. But this time the condition of the two people is that, "" this time not as competitors, this time they will run the race as partners . .
.
-- So the race started. But this time is not different. This time the hare carried the tortoise on his back to the front of the canal, then the tortoise got off the hare's back, this time the tortoise carried the hare on his back and swam across the canal. Then again the rabbit carried the tortoise on his back and finished the rest of the race. So this time they both won together . .
.
-- So now by the fourth part of the story it is understood that the creator has assigned a different number to each creature of his creation. Now the hare knows how to run well but the satar does not, and the tortoise knows the satar even though the race is slow. So because of the two points of two people, both of them are winners . .
.

-- #Attracting_attention : Actually the story we read in childhood is true. Now here I have written three more parts of the story which are all made up by me. And there is a reason for writing this fictional story . .

.
-- In fact see we are the best creatures created by God. We think highly of ourselves because of our overconfidence, our lack of planning, our own strength. I don't want to judge anyone on the other side . .
.
-- Every creature of mine we depend on each other. Look at the tree and an animal. And we are alive because we get oxygen from plants. And on the other hand we release carbon dioxide which is absorbed by the trees so the balance of the environment is still maintained . .
.
-- Brother, when one of us does good, the other is jealous. Don't praise him once in a while to encourage him to do better. Brother, each of us has different qualities like the rabbit and the tortoise. Don't be jealous of the person whose good you are jealous of today, do not be jealous because he will need something for what he will do next, which he does not know but you know very well. So the person whom you praise must come to you to complete the task. So brother, please do not be jealous, let's have the humanity to help each other . .
.
-- Brother, no man can live alone.
#No_Man_Can_Live_Alone. So we cooperate with each other, win together, build a good society together . .
.
-- One more thing I will say, yes, to work together, trust is needed here. See if the hare threw the tortoise off a cliff while running on his back, or if the tortoise thought only of himself and threw the hare off his back into the canal while crossing the canal. I hope you understand what the change would be . .
.
-- So trust is very necessary to stay together. But faith and trust should never be blind. I try to explain here with another story I read in my childhood . .
.
-- Do you remember the story of the tiger and the buck? The one who cuts the tiger's throat once, then the tiger goes to everyone and says I can't eat anything because of this throat cut. I will give a good reward if someone can cut my throat out. So no one agrees . .
.
-- Then a buck saw it and was enchanted. Buck goes to the tiger and says, Tiger brother, I understand that you are suffering a lot. Tiger brother, my throat is very long, so I can put my face inside your throat and cut it out . .
.
-- The tiger was happy and said ok if you can I will give you a good gift. So Buck, as usual, inserted his throat into the tiger's mouth and brought out the cut. But the tiger actually gave the buck a very good gift. So far the tiger could not eat anything due to the burning of the cut, after the cut came out, the tiger stopped eating by eating the simple buck that was easy to benefit him. So the saying goes that the tiger eats the good . .
.
-- So now we can do nothing without faith. And if you believe, it is not too late to cheat. So we must cooperate with each other but it must be done with eyes, ears and nose open . . 😊

.
.

©(#কলির_রাবন) . . (#Rabon_Of_Kaly_Youg

No comments

Powered by Blogger.