" " এক
রাজার প্রচন্ড শক্তিশালী অনেকগুলো যুদ্ধবাজ ঘোড়া ছিলো। রাজা'র অনেক যুদ্ধ
জয়ে এই যুদ্ধবাজ ঘোড়াগুলোর
অসামান্য অবদান ছিলো। চারিদিকে তখন রাজার সুখ্যাতি
. . . -- রাজা
ঘোড়া পোষার পাশাপাশি অনেকগুলো গাধাও পুষতো। তো ঘোড়ার পেছনে
এত খরচ দেখে, উজির-নাজির প্রায়শই রাজার কাছে ঘোড়াগুলো নিয়ে
অভিযোগ করতোঃ " " ঘোড়াগুলো
বেয়াদব, সহজে বাগে আনা
যায় না, তার উপর
দিনের পর দিন কোন
কাজেও লাগছে না, অথচ এদের
পেছনে খরচ ঠিকই হচ্ছে।
" " . . . -- রাজা
নিজেও লক্ষ্য করেছে আস্তাবলে ঘোড়াগুলোকে দেখতে গেলে ঘোড়াগুলো ঠিকমত
সম্মান করে না। অথচ
গাধার আস্তাবলে গেলে গাধাগুলো রাজার
সারা গা-হাত-পা
চাটা শুরু করে . . . -- একদিন
উজির-নাজির, রাজাকে পরামর্শ দিলো ঘোড়াগুলোকে বেচে
দিতে, আর ঘোড়া বেচার
টাকা দিয়ে পুরানো গাধাগুলোকে
বেশি আদর যত্ন করতে
সাথে বেশি করে আরো
নতুন গাধা কিনতে . . . -- তারপর
যুদ্ধবাজ ঘোড়াগুলো বেশ দামে পাশের
রাজ্যের দুর্বল রাজার কাছে বিক্রি করে
দেয়া হল এবং অনেকগুলো
গাধা কিনা হল . . . " " কিছুদিন
পরের কথা। পাশের রাজ্যের
রাজা 'ঘোড়া বেচা রাজা'র রাজ্যকে আক্রমন
করলো এবং খুব সহজেই
রাজ্য দখল করলো . . . -- রাজ্যের
নতুন রাজা, বন্দী রাজাকে জিজ্ঞাসা করলো, " " তোমার মনে কোন প্রশ্ন
জাগেনি কেন তুমি এই
যুদ্ধে হারলে " " . . ? . -- বন্দী
রাজা বললো " " কেন " " . . ? . -- নতুন
রাজা বললেন, তুমি হেরেছ কারণঃ ১) তোমার রাজা হওয়ার পিছনে
যাদের (ঘোড়াদের) অবদান ছিলো, তাদেরকেই তুমি ভুলে গেছ
. . ২) তুমি চাটুকার গাধাকে
ঘোড়ার চেয়ে বেশী গুরুত্মপূর্ণ
মনে করেছ। তোমাকে ঘিরে থাকা গাধাদের
কথায় সিদ্ধান্ত নিতে শুরু করেছ।
(তোমার উজির-নাজির'রাই
ছিলো সত্যিকার গাধা) . . ৩) সর্বোপরি গাধা প্রয়োজনীয় প্রানী
হলেও যুদ্ধবাজ ঘোড়ার কাজ গাধা দিয়ে
চালানো যায় না এটা
তোমার মাথায় আসেনি . . . -- কোন
বইয়ে, কোথায় বা কারো লেখা
না এই গল্পটি। কিন্তু
গল্পটি যে, আমি একটা
নিজের লিখনি ধারণা দিয়ে গল্পটার যেই রূপ দিলাম,
এখন অনেক মানুষের হেরে
যাওয়ার কারণ আসলে কি,
সেটাই আমি আমার এই
গল্প তুলে ধরার চেষ্টা
করলাম। আর আমার কাছে
মনে হয় গল্পটি আমার
নিজের মন গড়া হলেও,
গল্পটি অনেক বেশি গভীর
অর্থবহ . . . -- তবে
এটা আমার নিজের মন
গড়া গল্প হলেও, বাস্তবতার
সাথে দারুণ মিল আছে। আমাদের
দেশ, সমাজ, প্রতিষ্ঠান সব জায়গাতেই এই
গল্পের ছায়া উপস্থিত . . 😂 . . 😂 . . 😂 . .
-- Note . . বাংলা ভাষায় লিখা এই লেখাটির
ইংরেজী অনুবাদ নিচে দেওয়া হলো।
ভুল - ত্রুটি থাকতে পারে। তাই সকল ভুল
ত্রুটি ক্ষমা মার্ঝনা কামনা করে, লিখাটি ক্ষমা
সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো . . 🙏 . . 😊 . . -- NoTe . English translation of this text written in Bengali language is given below.
Mistakes - May contain errors. Therefore, all errors and mistakes are forgiven,
and the writing is requested to be seen with a beautiful eye . . 🙏 . . 😊 . .
" " A king had many mighty war horses. These war
horses played an outstanding role in winning many battles of the king. Around
then the king's fame . .
. -- Besides keeping horses, the king also kept many donkeys.
Seeing so much expenditure on horses, the vizier-nazir often complained to the
king about the horses: " " The horses are ungainly, cannot be easily
brought into the bug, and are of no use day after day, while the cost of their
rear is just right. " " . . . -- The king himself noticed that when he visited the horses
in the stables, the horses were not properly respected. But when the donkeys
went to the stable, the donkeys began to lick the king's hands and feet. . . -- One day, the wizier - nazeer advised the king to sell the
horses, and with the money from the sale of the horses, take more care of the
old donkeys and buy more new donkeys . . . -- Then the war horses were sold at a high price to the weak
king of the neighboring kingdom and many donkeys were bought. . . " " A few days later. The king of the neighboring
kingdom attacked the kingdom of 'Horse Becha Raja' and captured the kingdom
very easily . . . -- The new king of the kingdom asked the captive king,
" " There is no question in your mind why you lost this battle "
". . ? . -- The captive king said " " Why " " . .
? . -- Said the new king, you lost because: 1) You have forgotten those who contributed (horses) behind
your becoming king . . 2) You consider a flattering donkey more important than a
horse. You start making decisions based on the donkeys around you. (Your
Wazir-Nazir was the real donkey) . . 3) After all donkey is a necessary animal but it did not
occur to you that the work of a war horse cannot be done with a donkey . . . -- This story is not written in any book, anywhere or by
anyone. But the story, I did write my own idea and gave the shape of the story,
now what is the reason for many people's loss, I tried to present this story of
mine. And I think that even though the story is my own mind, the story has a
much deeper meaning . . . -- But although this is a story made up by me, it is very
similar to reality. The shadow of this story is present everywhere in our
country, society and institutions . . 😂 . . 😂 . . 😂 . .
No comments